ক্রীড়া ডেস্ক
সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের যেন তর সইছে না। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা ভুটানের বিপক্ষে যে অসাধারণ খেলেছেন, তাতে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তাঁদের ওপর আশা বাড়ছে ভক্ত-সমর্থকদের। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও পোস্ট দিয়েছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। এই ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের অন্তর্ভুক্ত। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফিফা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজা ও জামালের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ’। ফিফার এই পোস্টে অনেকেই বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন। ভক্ত-সমর্থকদের কেউ আবার সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ ঝলক দেখাবে বলে প্রত্যাশা করছেন।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৪ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ভুটানকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন, যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্য ভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দেখতে গেট ভেঙে গ্যালারিতে ঢুকে পড়েন দর্শক। তিন দর্শক আবার গ্যালারির বেষ্টনী টপকে মাঠে প্রবেশের চেষ্টা করেন। তবে মাঠে প্রবেশের আগেই তাঁদের প্রতিরোধ করেন নিরাপত্তাকর্মীরা। এ কারণে সিঙ্গাপুর ম্যাচে হামজা-জামালদের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। পুলিশের বিশেষ ইউনিট সোয়াট (স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিকস) মোতায়েন করা হবে। জাতীয় স্টেডিয়ামে আজ বেলা ১১টায় সোয়াট পূর্ণাঙ্গ মহড়া চালাবে। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শমিত শোমের অভিষেক হতে পারে বাংলাদেশের জার্সিতে।
আরও পড়ুন:
সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের যেন তর সইছে না। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা ভুটানের বিপক্ষে যে অসাধারণ খেলেছেন, তাতে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তাঁদের ওপর আশা বাড়ছে ভক্ত-সমর্থকদের। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও পোস্ট দিয়েছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। এই ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের অন্তর্ভুক্ত। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফিফা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজা ও জামালের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ’। ফিফার এই পোস্টে অনেকেই বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন। ভক্ত-সমর্থকদের কেউ আবার সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ ঝলক দেখাবে বলে প্রত্যাশা করছেন।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৪ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ভুটানকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন, যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্য ভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দেখতে গেট ভেঙে গ্যালারিতে ঢুকে পড়েন দর্শক। তিন দর্শক আবার গ্যালারির বেষ্টনী টপকে মাঠে প্রবেশের চেষ্টা করেন। তবে মাঠে প্রবেশের আগেই তাঁদের প্রতিরোধ করেন নিরাপত্তাকর্মীরা। এ কারণে সিঙ্গাপুর ম্যাচে হামজা-জামালদের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। পুলিশের বিশেষ ইউনিট সোয়াট (স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিকস) মোতায়েন করা হবে। জাতীয় স্টেডিয়ামে আজ বেলা ১১টায় সোয়াট পূর্ণাঙ্গ মহড়া চালাবে। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শমিত শোমের অভিষেক হতে পারে বাংলাদেশের জার্সিতে।
আরও পড়ুন:
এশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
২ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৩ ঘণ্টা আগেসিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।
৪ ঘণ্টা আগে