প্যারিসে এক জমকালো আয়োজনে রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি, যেখানে মেসির কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছিলেন রবার্ট লেভানডফস্কি। ২০২০-২১ মৌসুমে মাঠে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটান এই বায়ার্ন মিউনিখ তারকা। ৪০ ম্যাচে ৪৮ গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করান আরও ৯ গোল। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে গত মৌসুমে লিগ শিরোপাসহ চারটি ট্রফি জেতে জার্মান জায়ান্টরা।
এমন পারফরম্যান্সের পরও ব্যক্তিগত মর্যাদাকর এই পুরস্কারের লড়াইয়ে মেসির কাছে হার মানতে হয় লেভানডফস্কিকে। ব্যাপারটা হতাশারই বটে লেভার জন্য। বিশেষ করে গতবারও ব্যালন ডি অরের অন্যতম দাবিদার হয়েও করোনার কারণে বাতিল হওয়ায় জেতা হয়নি সেটা। সপ্তম ব্যালন ডি’অর হাতে নিয়েই লেভার জন্য তাই সহানুভূতি ঝরে মেসির কণ্ঠে। সেদিন মেসি বলেছিলেন, ‘আমি রবার্টের (লেভানডফস্কি) নাম উল্লেখ করতে চাই। তাঁর সঙ্গে লড়াই করতে পারা দারুণ ব্যাপার। ফ্রান্স ফুটবলের উচিত ২০২০ সালের পুরস্কার তাঁকে দেওয়া। এটা তাঁর প্রাপ্য।’
তবে মেসির এই সহানুভূতি প্রকাশের ব্যাপারটা ভালোভাবে নিতে পারেনি লেভানডফস্কি। ২০২০ ব্যালন ডি অরের প্রসঙ্গ টেনে এই বায়ার্ন মিউনিখ তারকা বলেছেন, ‘২০২০ সালের ব্যালন ডি’অর নিয়ে আমার কোনো আগ্রহ নেই। ফাঁকা বুলি না হয়ে তাঁর (মেসি) বক্তব্য আন্তরিক ও বিনয়ী হলে ভালো।’
ব্যালন ডি’অরের পুরস্কার জিততে না পারায় যে হতাশ হয়েছেন, সেটাও লুকাননি লেভানডফস্কি। মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়েছে বলেছেন, ‘আমি বলতে পারব না যে আমি খুশি ছিলাম। মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কাছে থেকে ফিরে আসায় আমার দুঃখবোধ হয়েছে। তবে সে (মেসি) যেভাবে খেলে এবং তার অর্জনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা প্রমাণ করে, আমি ওই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।’
প্যারিসে এক জমকালো আয়োজনে রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি, যেখানে মেসির কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছিলেন রবার্ট লেভানডফস্কি। ২০২০-২১ মৌসুমে মাঠে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটান এই বায়ার্ন মিউনিখ তারকা। ৪০ ম্যাচে ৪৮ গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করান আরও ৯ গোল। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে গত মৌসুমে লিগ শিরোপাসহ চারটি ট্রফি জেতে জার্মান জায়ান্টরা।
এমন পারফরম্যান্সের পরও ব্যক্তিগত মর্যাদাকর এই পুরস্কারের লড়াইয়ে মেসির কাছে হার মানতে হয় লেভানডফস্কিকে। ব্যাপারটা হতাশারই বটে লেভার জন্য। বিশেষ করে গতবারও ব্যালন ডি অরের অন্যতম দাবিদার হয়েও করোনার কারণে বাতিল হওয়ায় জেতা হয়নি সেটা। সপ্তম ব্যালন ডি’অর হাতে নিয়েই লেভার জন্য তাই সহানুভূতি ঝরে মেসির কণ্ঠে। সেদিন মেসি বলেছিলেন, ‘আমি রবার্টের (লেভানডফস্কি) নাম উল্লেখ করতে চাই। তাঁর সঙ্গে লড়াই করতে পারা দারুণ ব্যাপার। ফ্রান্স ফুটবলের উচিত ২০২০ সালের পুরস্কার তাঁকে দেওয়া। এটা তাঁর প্রাপ্য।’
তবে মেসির এই সহানুভূতি প্রকাশের ব্যাপারটা ভালোভাবে নিতে পারেনি লেভানডফস্কি। ২০২০ ব্যালন ডি অরের প্রসঙ্গ টেনে এই বায়ার্ন মিউনিখ তারকা বলেছেন, ‘২০২০ সালের ব্যালন ডি’অর নিয়ে আমার কোনো আগ্রহ নেই। ফাঁকা বুলি না হয়ে তাঁর (মেসি) বক্তব্য আন্তরিক ও বিনয়ী হলে ভালো।’
ব্যালন ডি’অরের পুরস্কার জিততে না পারায় যে হতাশ হয়েছেন, সেটাও লুকাননি লেভানডফস্কি। মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়েছে বলেছেন, ‘আমি বলতে পারব না যে আমি খুশি ছিলাম। মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কাছে থেকে ফিরে আসায় আমার দুঃখবোধ হয়েছে। তবে সে (মেসি) যেভাবে খেলে এবং তার অর্জনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা প্রমাণ করে, আমি ওই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।’
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১১ ঘণ্টা আগে