Ajker Patrika

মেসিকে আরও বিনয়ী হতে বললেন লেভানডফস্কি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ১৬
মেসিকে আরও বিনয়ী হতে বললেন লেভানডফস্কি

প্যারিসে এক জমকালো আয়োজনে রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি, যেখানে মেসির কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছিলেন রবার্ট লেভানডফস্কি। ২০২০-২১ মৌসুমে মাঠে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটান এই বায়ার্ন মিউনিখ তারকা। ৪০ ম্যাচে ৪৮ গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করান আরও ৯ গোল। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে গত মৌসুমে লিগ শিরোপাসহ চারটি ট্রফি জেতে জার্মান জায়ান্টরা। 

এমন পারফরম্যান্সের পরও ব্যক্তিগত মর্যাদাকর এই পুরস্কারের লড়াইয়ে মেসির কাছে হার মানতে হয় লেভানডফস্কিকে। ব্যাপারটা হতাশারই বটে লেভার জন্য। বিশেষ করে গতবারও ব্যালন ডি অরের অন্যতম দাবিদার হয়েও করোনার কারণে বাতিল হওয়ায় জেতা হয়নি সেটা। সপ্তম ব্যালন ডি’অর হাতে নিয়েই লেভার জন্য তাই সহানুভূতি ঝরে মেসির কণ্ঠে। সেদিন মেসি বলেছিলেন, ‘আমি রবার্টের (লেভানডফস্কি) নাম উল্লেখ করতে চাই। তাঁর সঙ্গে লড়াই করতে পারা দারুণ ব্যাপার। ফ্রান্স ফুটবলের উচিত ২০২০ সালের পুরস্কার তাঁকে দেওয়া। এটা তাঁর প্রাপ্য।’ 

তবে মেসির এই সহানুভূতি প্রকাশের ব্যাপারটা ভালোভাবে নিতে পারেনি লেভানডফস্কি। ২০২০ ব্যালন ডি অরের প্রসঙ্গ টেনে এই বায়ার্ন মিউনিখ তারকা বলেছেন, ‘২০২০ সালের ব্যালন ডি’অর নিয়ে আমার কোনো আগ্রহ নেই। ফাঁকা বুলি না হয়ে তাঁর (মেসি) বক্তব্য আন্তরিক ও বিনয়ী হলে ভালো।’ 

ব্যালন ডি’অরের পুরস্কার জিততে না পারায় যে হতাশ হয়েছেন, সেটাও লুকাননি লেভানডফস্কি। মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়েছে বলেছেন, ‘আমি বলতে পারব না যে আমি খুশি ছিলাম। মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কাছে থেকে ফিরে আসায় আমার দুঃখবোধ হয়েছে। তবে সে (মেসি) যেভাবে খেলে এবং তার অর্জনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা প্রমাণ করে, আমি ওই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত