মোহামেদ সালাহকে পছন্দ করেন না, ফুটবল বিশ্বে এমন মানুষ নেই বললেই চলে! চাইলেই এবার সেই সালাহর সঙ্গে ছবি তুলতে পারবেন যে কেউ। সে ব্যবস্থা করে রেখেছে লন্ডনের মাদাম তুসো জাদুঘর। সেখানে স্থাপন করা হয়েছে সালাহর প্রমাণ সাইজের একটি মোমের মূর্তি।
আজ শুক্রবার থেকেই মোমের তৈরি সালাহকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। তবে মজার ব্যাপার হলো মোম দিয়ে বানানো সালাহর মূর্তিটিকে এতটাই বাস্তব রূপ দেওয়া হয়েছে যেটি দেখে সালাহ নিজেই বিস্মিত হয়েছেন। কে আসল, কে নকল চেনাই যে দায়!
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মূর্তিটি দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলেন না সালাহ। গোল করে হাজারো মানুষকে উচ্ছ্বাসে ভাসানো সালাহ নিজেই উচ্ছ্বসিত হয়ে বললেন, এটাতো দেখতে হুবহু আমার মতো। মনে হচ্ছে আমি আয়নার দিকে তাকিয়ে আছি!
সালাহ যেমন তার মূর্তি পেয়ে খুশি, তেমনি সময়ের অন্যতম সেরা ফুটবলারকে ঠাঁই দিতে পেরে খুশি মাদাম তুসো কর্তৃপক্ষও। জাদুঘরটির জেনারেল ম্যানেজার টিম ওয়াটার্স মনে করেন, কয়েক বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বব্যাপী সালাহ যে প্রভাব বিস্তার করেছেন, তাতে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে লন্ডনের এই জাদুঘরে থাকার যোগ্য তিনি। সালাহ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার । তর্কসাপেক্ষে বিশ্বসেরাও বটে। তাই এটি তার প্রাপ্য।
ক্রিম স্যুট পরা লিভারপুল তারকার উদ্যাপনের যে ছবিটি মিডল ইস্ট ম্যাগাজিনের প্রচ্ছদ করা হয়েছে, ঠিক তার আদলেই মাদাম তুসোতে ২৯ বছর বয়সী তারকার মোমের ভাস্কর্য বানানো হয়। এক বছর আগেই জাদুঘরের বিশেষজ্ঞরা এই ভাস্কর্যের জন্য সালাহর শত শত ছবি ও মাপ নিয়েছিল। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে ৫-০ গোলে হারানোর পর জাদুঘরে নিজের মূর্তিটি দেখতে যান লিভারপুলের তারকা ফরোয়ার্ড।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন মিসরীয় ফরোয়ার্ড। চার বছরে অলরেড জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় ২১৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৭ টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫১টি গোল। ইংলিশ ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে দুবার গোল্ডেন বুটও জিতেছেন তিনি।
মোহামেদ সালাহকে পছন্দ করেন না, ফুটবল বিশ্বে এমন মানুষ নেই বললেই চলে! চাইলেই এবার সেই সালাহর সঙ্গে ছবি তুলতে পারবেন যে কেউ। সে ব্যবস্থা করে রেখেছে লন্ডনের মাদাম তুসো জাদুঘর। সেখানে স্থাপন করা হয়েছে সালাহর প্রমাণ সাইজের একটি মোমের মূর্তি।
আজ শুক্রবার থেকেই মোমের তৈরি সালাহকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। তবে মজার ব্যাপার হলো মোম দিয়ে বানানো সালাহর মূর্তিটিকে এতটাই বাস্তব রূপ দেওয়া হয়েছে যেটি দেখে সালাহ নিজেই বিস্মিত হয়েছেন। কে আসল, কে নকল চেনাই যে দায়!
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মূর্তিটি দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলেন না সালাহ। গোল করে হাজারো মানুষকে উচ্ছ্বাসে ভাসানো সালাহ নিজেই উচ্ছ্বসিত হয়ে বললেন, এটাতো দেখতে হুবহু আমার মতো। মনে হচ্ছে আমি আয়নার দিকে তাকিয়ে আছি!
সালাহ যেমন তার মূর্তি পেয়ে খুশি, তেমনি সময়ের অন্যতম সেরা ফুটবলারকে ঠাঁই দিতে পেরে খুশি মাদাম তুসো কর্তৃপক্ষও। জাদুঘরটির জেনারেল ম্যানেজার টিম ওয়াটার্স মনে করেন, কয়েক বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বব্যাপী সালাহ যে প্রভাব বিস্তার করেছেন, তাতে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে লন্ডনের এই জাদুঘরে থাকার যোগ্য তিনি। সালাহ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার । তর্কসাপেক্ষে বিশ্বসেরাও বটে। তাই এটি তার প্রাপ্য।
ক্রিম স্যুট পরা লিভারপুল তারকার উদ্যাপনের যে ছবিটি মিডল ইস্ট ম্যাগাজিনের প্রচ্ছদ করা হয়েছে, ঠিক তার আদলেই মাদাম তুসোতে ২৯ বছর বয়সী তারকার মোমের ভাস্কর্য বানানো হয়। এক বছর আগেই জাদুঘরের বিশেষজ্ঞরা এই ভাস্কর্যের জন্য সালাহর শত শত ছবি ও মাপ নিয়েছিল। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে ৫-০ গোলে হারানোর পর জাদুঘরে নিজের মূর্তিটি দেখতে যান লিভারপুলের তারকা ফরোয়ার্ড।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন মিসরীয় ফরোয়ার্ড। চার বছরে অলরেড জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় ২১৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৭ টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫১টি গোল। ইংলিশ ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে দুবার গোল্ডেন বুটও জিতেছেন তিনি।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামি-দামি ব্যক্তিই। তাঁদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
২৭ মিনিট আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
২ ঘণ্টা আগেপ্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
৩ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা। ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। পাকিস্তানের তিন ব্যাটারই শুধু দুই অঙ্কের ঘরে পোঁছাতে পেরেছেন।
৪ ঘণ্টা আগে