Ajker Patrika

চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ২৫ গোলের রেকর্ড গড়লেন হালান্ড

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৫১
চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ২৫ গোলের রেকর্ড গড়লেন হালান্ড

গোল করা যে আর্লিং হালান্ডের নেশা, সেটার প্রমাণ পাওয়া গেছে ছোটবেলা থেকেই। এ জন্য অল্প বয়সেই ইউরোপীয় ফুটবলে ‘গোলমেশিন’ তকমা পেয়েছেন হালান্ড। চ্যাম্পিয়নস লিগে সেভিয়ার বিপক্ষে ২ গোল করে একটা রেকর্ড গড়েছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম ম্যাচে ২৫ গোলের রেকর্ড গড়েছেন তিনি।

গোলপোস্টের কাছে বল পেলে হালান্ড কতটা ভয়ংকর হয়ে ওঠেন, তার প্রমাণ পেয়েছে অস্ট্রিয়া ও জার্মান লিগের ফুটবল ক্লাবগুলো। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ বলা হয় ইংলিশ প্রিমিয়ার লিগকে। ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম মৌসুমে যেভাবে শুরু করেছেন, তা স্বপ্নের মতো। লিগে ইতিমধ্যে ছয় ম্যাচে করেছেন ১০ গোল। এর মধ্যে দুটি হ্যাটট্রিকও করেছেন। এবার চ্যাম্পিয়নস লিগ শুরু করলেন জোড়া গোল দিয়ে। এই জোড়া গোলে টুর্নামেন্টে ইতিহাস লিখলেন নতুন করে। মাত্র ২০ ম্যাচে করলেন ২৫ গোল। ম্যাচের হিসাবে এর থেকে কম ম্যাচে এই রেকর্ড গড়তে পারেনি আর কেউ। হালান্ডের আগে ম্যাচের হিসাবে দ্রুততম ২৫ গোলের রেকর্ডটি গড়েছিলেন যৌথভাবে নেদারল্যান্ডসের কিংবদন্তি রুড ভান নিস্টেলরয় ও ইতালিয়ান স্ট্রাইকার ফিলিপ্পো ইনজাঘি। এ রেকর্ড গড়তে ৩০ ম্যাচ খেলতে হয়েছিল তাঁদের।

সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো তো এর ধারেকাছে নেই। আর্জেন্টাইন জাদুকর মেসি প্রথম ২০ ম্যাচে করতে পেরেছিলেন ৮ গোল। তিনি ৮ গোল করলেও সমান ম্যাচে কোনো গোলই করতে পারেননি পর্তুগিজ তারকা রোনালদো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত