ঢাকা: ব্রুনো ফার্নান্দেজের চোখে জল টলমল! কদিন আগে কেঁদেছিলেন লুইস সুয়ারেজও। সুয়ারেজের চোখে জল ছিল প্রাপ্তির আনন্দে। কিন্তু ফার্নান্দেজ কাল কেঁদেছেন না পাওয়ার বেদনায়। এত কাছে এসেও যে ছোঁয়া হলো না আরাধ্য শিরোপাটা। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে গিয়ে জেতা হলো না ইউরোপা লিগ।
ফার্নান্দেজের এই কান্না পুরো ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিচ্ছবি। ওলে গুনার সুলশার আর অ্যালেক্স ফার্গুসনকে ইউরোপা লিগ জয়ের আনন্দে ভাসানোর যথাসাধ্য চেষ্টাই করেছেন ফার্নান্দেজ, এডিনসন কাভানিরা। তাঁদের আশা ধূলিসাৎ করে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি। শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে ভিয়ারিয়ালকে জয়োৎসব করার সুযোগ করে দেন রুলি। উনাই এমেরির অধীন পুরো ভিয়ারিয়াল ডাগআউট প্রথম ইউরোপা লিগ শিরোপা জয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়ে।
কাল দানেস্কে ম্যান ইউ-ভিয়ারিয়াল ইউরোপা লিগ ফাইনালটা ছিল ‘শেয়ানে শেয়ানে লড়াই’! কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। যখন কেউ কারও জালে লক্ষ্যভেদ করতে পারছিল না, ২৯ মিনিটে সেটাই করলেন ভিয়ারিয়াল স্ট্রাইকার জেরার্ড মোরেনো। মিডফিল্ডার দানিয়েল পারেহোর সহায়তায় ভিয়ারিয়ালকে এগিয়ে নেন মোরেনো। এরপর ম্যান ইউ পাল্টা-আক্রমণ করলেও প্রথমার্ধে তারা আর সমতায় ফিরতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই সমতায় ফেরে সুলশারের শিষ্যরা। ৫৫ মিনিটে মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনের সহায়তায় সমতাসূচক গোলটি করেছেন কাভানি। এরপর আর তেমন আক্রমণাত্মক ফুটবল দেখাই মেলেনি। দুই দলই যেন চাইছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে যাক। ১-১ গোলে সমতায় থেকে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে মোরেনো বেশ কয়েকবার লক্ষ্যভেদ করেও করতে পারেননি। এগিয়ে যেতে পারেনি ম্যানইউও।
ম্যাচের সব নাটক যেন জমা ছিল টাইব্রেকারের জন্যই। ১,২, ৩ করে ২০টা শট নিল দুই দল। ২০টিই গোল! শেষ পর্যন্ত গোলরক্ষককে নিতে হলো শট। আর এখানেই পার্থক্য তৈরি হলো। ম্যানইউর গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে দিলেন ভিয়ারিয়ালের রুলি। কিন্তু তার আগে রুলির গোল ঠেকাতে পারেননি দে হেয়া।
কোচ হিসেবে প্রথম শিরোপা জয়ের কাছে এসেও তা পাওয়া হয়নি সুলশারের । আর চার-চারবার ইউরোপা লিগ জিতে এমেরি আরও উচ্চ স্বরে বলে দিলেন—ইউরোপা লিগটা শুধুই আমার!
ঢাকা: ব্রুনো ফার্নান্দেজের চোখে জল টলমল! কদিন আগে কেঁদেছিলেন লুইস সুয়ারেজও। সুয়ারেজের চোখে জল ছিল প্রাপ্তির আনন্দে। কিন্তু ফার্নান্দেজ কাল কেঁদেছেন না পাওয়ার বেদনায়। এত কাছে এসেও যে ছোঁয়া হলো না আরাধ্য শিরোপাটা। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে গিয়ে জেতা হলো না ইউরোপা লিগ।
ফার্নান্দেজের এই কান্না পুরো ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিচ্ছবি। ওলে গুনার সুলশার আর অ্যালেক্স ফার্গুসনকে ইউরোপা লিগ জয়ের আনন্দে ভাসানোর যথাসাধ্য চেষ্টাই করেছেন ফার্নান্দেজ, এডিনসন কাভানিরা। তাঁদের আশা ধূলিসাৎ করে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি। শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে ভিয়ারিয়ালকে জয়োৎসব করার সুযোগ করে দেন রুলি। উনাই এমেরির অধীন পুরো ভিয়ারিয়াল ডাগআউট প্রথম ইউরোপা লিগ শিরোপা জয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়ে।
কাল দানেস্কে ম্যান ইউ-ভিয়ারিয়াল ইউরোপা লিগ ফাইনালটা ছিল ‘শেয়ানে শেয়ানে লড়াই’! কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। যখন কেউ কারও জালে লক্ষ্যভেদ করতে পারছিল না, ২৯ মিনিটে সেটাই করলেন ভিয়ারিয়াল স্ট্রাইকার জেরার্ড মোরেনো। মিডফিল্ডার দানিয়েল পারেহোর সহায়তায় ভিয়ারিয়ালকে এগিয়ে নেন মোরেনো। এরপর ম্যান ইউ পাল্টা-আক্রমণ করলেও প্রথমার্ধে তারা আর সমতায় ফিরতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই সমতায় ফেরে সুলশারের শিষ্যরা। ৫৫ মিনিটে মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনের সহায়তায় সমতাসূচক গোলটি করেছেন কাভানি। এরপর আর তেমন আক্রমণাত্মক ফুটবল দেখাই মেলেনি। দুই দলই যেন চাইছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে যাক। ১-১ গোলে সমতায় থেকে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে মোরেনো বেশ কয়েকবার লক্ষ্যভেদ করেও করতে পারেননি। এগিয়ে যেতে পারেনি ম্যানইউও।
ম্যাচের সব নাটক যেন জমা ছিল টাইব্রেকারের জন্যই। ১,২, ৩ করে ২০টা শট নিল দুই দল। ২০টিই গোল! শেষ পর্যন্ত গোলরক্ষককে নিতে হলো শট। আর এখানেই পার্থক্য তৈরি হলো। ম্যানইউর গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে দিলেন ভিয়ারিয়ালের রুলি। কিন্তু তার আগে রুলির গোল ঠেকাতে পারেননি দে হেয়া।
কোচ হিসেবে প্রথম শিরোপা জয়ের কাছে এসেও তা পাওয়া হয়নি সুলশারের । আর চার-চারবার ইউরোপা লিগ জিতে এমেরি আরও উচ্চ স্বরে বলে দিলেন—ইউরোপা লিগটা শুধুই আমার!
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৮ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৯ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১২ ঘণ্টা আগে