ক্রীড়া ডেস্ক
ঢাকা: ব্রুনো ফার্নান্দেজের চোখে জল টলমল! কদিন আগে কেঁদেছিলেন লুইস সুয়ারেজও। সুয়ারেজের চোখে জল ছিল প্রাপ্তির আনন্দে। কিন্তু ফার্নান্দেজ কাল কেঁদেছেন না পাওয়ার বেদনায়। এত কাছে এসেও যে ছোঁয়া হলো না আরাধ্য শিরোপাটা। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে গিয়ে জেতা হলো না ইউরোপা লিগ।
ফার্নান্দেজের এই কান্না পুরো ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিচ্ছবি। ওলে গুনার সুলশার আর অ্যালেক্স ফার্গুসনকে ইউরোপা লিগ জয়ের আনন্দে ভাসানোর যথাসাধ্য চেষ্টাই করেছেন ফার্নান্দেজ, এডিনসন কাভানিরা। তাঁদের আশা ধূলিসাৎ করে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি। শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে ভিয়ারিয়ালকে জয়োৎসব করার সুযোগ করে দেন রুলি। উনাই এমেরির অধীন পুরো ভিয়ারিয়াল ডাগআউট প্রথম ইউরোপা লিগ শিরোপা জয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়ে।
কাল দানেস্কে ম্যান ইউ-ভিয়ারিয়াল ইউরোপা লিগ ফাইনালটা ছিল ‘শেয়ানে শেয়ানে লড়াই’! কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। যখন কেউ কারও জালে লক্ষ্যভেদ করতে পারছিল না, ২৯ মিনিটে সেটাই করলেন ভিয়ারিয়াল স্ট্রাইকার জেরার্ড মোরেনো। মিডফিল্ডার দানিয়েল পারেহোর সহায়তায় ভিয়ারিয়ালকে এগিয়ে নেন মোরেনো। এরপর ম্যান ইউ পাল্টা-আক্রমণ করলেও প্রথমার্ধে তারা আর সমতায় ফিরতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই সমতায় ফেরে সুলশারের শিষ্যরা। ৫৫ মিনিটে মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনের সহায়তায় সমতাসূচক গোলটি করেছেন কাভানি। এরপর আর তেমন আক্রমণাত্মক ফুটবল দেখাই মেলেনি। দুই দলই যেন চাইছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে যাক। ১-১ গোলে সমতায় থেকে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে মোরেনো বেশ কয়েকবার লক্ষ্যভেদ করেও করতে পারেননি। এগিয়ে যেতে পারেনি ম্যানইউও।
ম্যাচের সব নাটক যেন জমা ছিল টাইব্রেকারের জন্যই। ১,২, ৩ করে ২০টা শট নিল দুই দল। ২০টিই গোল! শেষ পর্যন্ত গোলরক্ষককে নিতে হলো শট। আর এখানেই পার্থক্য তৈরি হলো। ম্যানইউর গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে দিলেন ভিয়ারিয়ালের রুলি। কিন্তু তার আগে রুলির গোল ঠেকাতে পারেননি দে হেয়া।
কোচ হিসেবে প্রথম শিরোপা জয়ের কাছে এসেও তা পাওয়া হয়নি সুলশারের । আর চার-চারবার ইউরোপা লিগ জিতে এমেরি আরও উচ্চ স্বরে বলে দিলেন—ইউরোপা লিগটা শুধুই আমার!
ঢাকা: ব্রুনো ফার্নান্দেজের চোখে জল টলমল! কদিন আগে কেঁদেছিলেন লুইস সুয়ারেজও। সুয়ারেজের চোখে জল ছিল প্রাপ্তির আনন্দে। কিন্তু ফার্নান্দেজ কাল কেঁদেছেন না পাওয়ার বেদনায়। এত কাছে এসেও যে ছোঁয়া হলো না আরাধ্য শিরোপাটা। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে গিয়ে জেতা হলো না ইউরোপা লিগ।
ফার্নান্দেজের এই কান্না পুরো ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিচ্ছবি। ওলে গুনার সুলশার আর অ্যালেক্স ফার্গুসনকে ইউরোপা লিগ জয়ের আনন্দে ভাসানোর যথাসাধ্য চেষ্টাই করেছেন ফার্নান্দেজ, এডিনসন কাভানিরা। তাঁদের আশা ধূলিসাৎ করে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি। শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে ভিয়ারিয়ালকে জয়োৎসব করার সুযোগ করে দেন রুলি। উনাই এমেরির অধীন পুরো ভিয়ারিয়াল ডাগআউট প্রথম ইউরোপা লিগ শিরোপা জয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়ে।
কাল দানেস্কে ম্যান ইউ-ভিয়ারিয়াল ইউরোপা লিগ ফাইনালটা ছিল ‘শেয়ানে শেয়ানে লড়াই’! কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। যখন কেউ কারও জালে লক্ষ্যভেদ করতে পারছিল না, ২৯ মিনিটে সেটাই করলেন ভিয়ারিয়াল স্ট্রাইকার জেরার্ড মোরেনো। মিডফিল্ডার দানিয়েল পারেহোর সহায়তায় ভিয়ারিয়ালকে এগিয়ে নেন মোরেনো। এরপর ম্যান ইউ পাল্টা-আক্রমণ করলেও প্রথমার্ধে তারা আর সমতায় ফিরতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই সমতায় ফেরে সুলশারের শিষ্যরা। ৫৫ মিনিটে মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনের সহায়তায় সমতাসূচক গোলটি করেছেন কাভানি। এরপর আর তেমন আক্রমণাত্মক ফুটবল দেখাই মেলেনি। দুই দলই যেন চাইছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে যাক। ১-১ গোলে সমতায় থেকে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে মোরেনো বেশ কয়েকবার লক্ষ্যভেদ করেও করতে পারেননি। এগিয়ে যেতে পারেনি ম্যানইউও।
ম্যাচের সব নাটক যেন জমা ছিল টাইব্রেকারের জন্যই। ১,২, ৩ করে ২০টা শট নিল দুই দল। ২০টিই গোল! শেষ পর্যন্ত গোলরক্ষককে নিতে হলো শট। আর এখানেই পার্থক্য তৈরি হলো। ম্যানইউর গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে দিলেন ভিয়ারিয়ালের রুলি। কিন্তু তার আগে রুলির গোল ঠেকাতে পারেননি দে হেয়া।
কোচ হিসেবে প্রথম শিরোপা জয়ের কাছে এসেও তা পাওয়া হয়নি সুলশারের । আর চার-চারবার ইউরোপা লিগ জিতে এমেরি আরও উচ্চ স্বরে বলে দিলেন—ইউরোপা লিগটা শুধুই আমার!
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪ ঘণ্টা আগে