নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাহোরের এশিয়া কাপের ঢেউ আছড়ে পড়েছে ঢাকার আফগানিস্তান ফুটবল দলেও। এশিয়া কাপে সাকিবদের কাছে রশিদ খানদের ৮৯ রানে হারটা গায়ে জ্বালা ধরিয়েছে আফগান ফুটবলারদেরও।
ক্রিকেটে বাংলাদেশের কাছে ৮৯ রানের হারে সুপার ওভারে ওঠার পরিসংখ্যানটা কঠিন হয়ে গিয়েছিল আফগানদের। তার প্রভাবটা ছিল গতকাল শ্রীলঙ্কা ম্যাচেও। রানরেট বাড়ানোর চাপে লঙ্কানদের কাছে ২ রানে হেরে বাছাইপর্ব থেকেই বিদায় হয়ে গেছে রশিদ খানদের।
বাংলাদেশের কাছে হারের শোধ তোলার একটা ভালো সুযোগ আছে আফগানিস্তানের কাছে। আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল দল।
আফগানদের কোচ আবদুল্লাহ আল মুতায়িরি কুয়েতের নাগরিক হলেও ক্রিকেট সম্পর্কে বেশ ভালোই ধারণা রাখেন। ফুটবলের প্রথম ম্যাচে তাঁর ক্রিকেট নিয়ে ধ্যান ধারণা বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। গতকাল আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের পুরোটাই দেখেছেন তিনি। ক্রিকেটের হারের শোধ তিনি আগামীকাল ফুটবলে জিতে নিতে চান বলে জানালেন।
আজ সাংবাদিকদের আবদুল্লাহ আল মুতায়িরি বলেছেন, ‘কাল আমি পুরো ফরমেশন পাল্টে ফেলব। কারণ ক্রিকেটে আফগানিস্তান বাংলাদেশের কাছে খুব বাজেভাবে হেরেছে। আগামীকাল আমাদের আফগানি মানুষদের গর্বিত করতে হবে। ফরমেশন পাল্টে আমরা শুরুর মিনিট থেকেই আক্রমণাত্মক খেলব।’
আফগান কোচের এই কথা তোলা হলো বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কানে। শোনা মাত্রই তিনি হেসে বলেছেন, ‘আমরা এমনটা মোটেও হতে দেব না। ক্রিকেট দলের জয়ে আমরা সবাই খুশি। পুরো বাংলাদেশ খুশি।’
লাহোরের এশিয়া কাপের ঢেউ আছড়ে পড়েছে ঢাকার আফগানিস্তান ফুটবল দলেও। এশিয়া কাপে সাকিবদের কাছে রশিদ খানদের ৮৯ রানে হারটা গায়ে জ্বালা ধরিয়েছে আফগান ফুটবলারদেরও।
ক্রিকেটে বাংলাদেশের কাছে ৮৯ রানের হারে সুপার ওভারে ওঠার পরিসংখ্যানটা কঠিন হয়ে গিয়েছিল আফগানদের। তার প্রভাবটা ছিল গতকাল শ্রীলঙ্কা ম্যাচেও। রানরেট বাড়ানোর চাপে লঙ্কানদের কাছে ২ রানে হেরে বাছাইপর্ব থেকেই বিদায় হয়ে গেছে রশিদ খানদের।
বাংলাদেশের কাছে হারের শোধ তোলার একটা ভালো সুযোগ আছে আফগানিস্তানের কাছে। আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল দল।
আফগানদের কোচ আবদুল্লাহ আল মুতায়িরি কুয়েতের নাগরিক হলেও ক্রিকেট সম্পর্কে বেশ ভালোই ধারণা রাখেন। ফুটবলের প্রথম ম্যাচে তাঁর ক্রিকেট নিয়ে ধ্যান ধারণা বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। গতকাল আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের পুরোটাই দেখেছেন তিনি। ক্রিকেটের হারের শোধ তিনি আগামীকাল ফুটবলে জিতে নিতে চান বলে জানালেন।
আজ সাংবাদিকদের আবদুল্লাহ আল মুতায়িরি বলেছেন, ‘কাল আমি পুরো ফরমেশন পাল্টে ফেলব। কারণ ক্রিকেটে আফগানিস্তান বাংলাদেশের কাছে খুব বাজেভাবে হেরেছে। আগামীকাল আমাদের আফগানি মানুষদের গর্বিত করতে হবে। ফরমেশন পাল্টে আমরা শুরুর মিনিট থেকেই আক্রমণাত্মক খেলব।’
আফগান কোচের এই কথা তোলা হলো বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কানে। শোনা মাত্রই তিনি হেসে বলেছেন, ‘আমরা এমনটা মোটেও হতে দেব না। ক্রিকেট দলের জয়ে আমরা সবাই খুশি। পুরো বাংলাদেশ খুশি।’
তামিম ইকবাল আর ফারুক আহমেদ গত কয়েক মাসে যতবার সংবাদ শিরোনাম হয়েছেন, বেশির ভাগ মাঠের বাইরের বিষয়ে। আরও সুনির্দিষ্টভাবে বললে ক্রিকেট প্রশাসনিক-সম্পর্কিত। তামিমকে প্রায় সময় একটা প্রশ্ন শুনতে হচ্ছে, তিনি ক্রিকেট বোর্ডে আসতে চান কি না।
১২ মিনিট আগেজয়ের সংজ্ঞাটা এক রকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
২৫ মিনিট আগেচল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১২ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগে