ক্রীড়া ডেস্ক
পুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
প্রথমার্ধে ওম আল সোমাহর গোলে এগিয়ে যায় আল ওরাবাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আল নাসরকে সমতায় ফেরান নাওয়াফ বউসাল। জোহান বার্গের গোলে জয় নিশ্চিত করেন ওরাবাহ। এ হারে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আল নাসর। ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ২ নম্বরে থাকা আল হিলালের ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট।
শিরোপার দৌড় থেকেও অনেকটা পিছিয়ে গেছে আল নাসর। আগের ম্যাচে আল ওয়েহদার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল তারা। তবে তার আগের ম্যাচে আল ইত্তিফাকের কাছে হেরেছিল ৩-২ গোলে। আল ওরাবাহর বিপক্ষে ৭২ শতাংশ বল দখলে ছিল আল নাসরের। গোলের জন্য শট রেখেছিল ২২টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি শট। বিপরীতে আল ওরাবাহ ২৮ শতাংশ বল দখল, ৭টি শট নিয়েছিল গোলের জন্য, লক্ষ্যে ছিল ২ টি। দুটি শটই তাদের সফল।
আক্রমণের পসরা সাজিয়েছিল আল নাসর। কিন্তু ম্যাচের ৪০ মিনিটে স্ট্রাইকার ওমর আল সোমাহ এগিয়ে নেন ওরাবাহকে। বিরতিতে থেকে ফিরে সৌদি আরাবিয়ান ডিফেন্ডার নাওয়াফ বউসালের গোলে সমতায় ফেরে নাসর। কিন্তু ৬৫ মিনিটে জোহান বার্গের গোলে ২-১ গোলে জয় নিশ্চিত করে ওরাবাহ। পরে অনেক আক্রমণ শাণিয়েও সফল হয়নি আল নাসর। ২৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বর থেকে টেবিলের ১১ নম্বরে উঠেছে আল ওরাবাহ।
পুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
প্রথমার্ধে ওম আল সোমাহর গোলে এগিয়ে যায় আল ওরাবাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আল নাসরকে সমতায় ফেরান নাওয়াফ বউসাল। জোহান বার্গের গোলে জয় নিশ্চিত করেন ওরাবাহ। এ হারে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আল নাসর। ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ২ নম্বরে থাকা আল হিলালের ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট।
শিরোপার দৌড় থেকেও অনেকটা পিছিয়ে গেছে আল নাসর। আগের ম্যাচে আল ওয়েহদার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল তারা। তবে তার আগের ম্যাচে আল ইত্তিফাকের কাছে হেরেছিল ৩-২ গোলে। আল ওরাবাহর বিপক্ষে ৭২ শতাংশ বল দখলে ছিল আল নাসরের। গোলের জন্য শট রেখেছিল ২২টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি শট। বিপরীতে আল ওরাবাহ ২৮ শতাংশ বল দখল, ৭টি শট নিয়েছিল গোলের জন্য, লক্ষ্যে ছিল ২ টি। দুটি শটই তাদের সফল।
আক্রমণের পসরা সাজিয়েছিল আল নাসর। কিন্তু ম্যাচের ৪০ মিনিটে স্ট্রাইকার ওমর আল সোমাহ এগিয়ে নেন ওরাবাহকে। বিরতিতে থেকে ফিরে সৌদি আরাবিয়ান ডিফেন্ডার নাওয়াফ বউসালের গোলে সমতায় ফেরে নাসর। কিন্তু ৬৫ মিনিটে জোহান বার্গের গোলে ২-১ গোলে জয় নিশ্চিত করে ওরাবাহ। পরে অনেক আক্রমণ শাণিয়েও সফল হয়নি আল নাসর। ২৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বর থেকে টেবিলের ১১ নম্বরে উঠেছে আল ওরাবাহ।
টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
১৯ মিনিট আগেম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বলার উপায় নেই। ম্যাচের ফল যখন অনেকেই ধারণা করে ফেলেন, সেই মুহূর্তে চমক দেখায় মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে কার্লো আনচেলত্তির দল পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়।
১ ঘণ্টা আগেসিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
২ ঘণ্টা আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
২ ঘণ্টা আগে