ক্রীড়া ডেস্ক
পুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
প্রথমার্ধে ওম আল সোমাহর গোলে এগিয়ে যায় আল ওরাবাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আল নাসরকে সমতায় ফেরান নাওয়াফ বউসাল। জোহান বার্গের গোলে জয় নিশ্চিত করেন ওরাবাহ। এ হারে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আল নাসর। ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ২ নম্বরে থাকা আল হিলালের ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট।
শিরোপার দৌড় থেকেও অনেকটা পিছিয়ে গেছে আল নাসর। আগের ম্যাচে আল ওয়েহদার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল তারা। তবে তার আগের ম্যাচে আল ইত্তিফাকের কাছে হেরেছিল ৩-২ গোলে। আল ওরাবাহর বিপক্ষে ৭২ শতাংশ বল দখলে ছিল আল নাসরের। গোলের জন্য শট রেখেছিল ২২টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি শট। বিপরীতে আল ওরাবাহ ২৮ শতাংশ বল দখল, ৭টি শট নিয়েছিল গোলের জন্য, লক্ষ্যে ছিল ২ টি। দুটি শটই তাদের সফল।
আক্রমণের পসরা সাজিয়েছিল আল নাসর। কিন্তু ম্যাচের ৪০ মিনিটে স্ট্রাইকার ওমর আল সোমাহ এগিয়ে নেন ওরাবাহকে। বিরতিতে থেকে ফিরে সৌদি আরাবিয়ান ডিফেন্ডার নাওয়াফ বউসালের গোলে সমতায় ফেরে নাসর। কিন্তু ৬৫ মিনিটে জোহান বার্গের গোলে ২-১ গোলে জয় নিশ্চিত করে ওরাবাহ। পরে অনেক আক্রমণ শাণিয়েও সফল হয়নি আল নাসর। ২৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বর থেকে টেবিলের ১১ নম্বরে উঠেছে আল ওরাবাহ।
পুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
প্রথমার্ধে ওম আল সোমাহর গোলে এগিয়ে যায় আল ওরাবাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আল নাসরকে সমতায় ফেরান নাওয়াফ বউসাল। জোহান বার্গের গোলে জয় নিশ্চিত করেন ওরাবাহ। এ হারে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আল নাসর। ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ২ নম্বরে থাকা আল হিলালের ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট।
শিরোপার দৌড় থেকেও অনেকটা পিছিয়ে গেছে আল নাসর। আগের ম্যাচে আল ওয়েহদার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল তারা। তবে তার আগের ম্যাচে আল ইত্তিফাকের কাছে হেরেছিল ৩-২ গোলে। আল ওরাবাহর বিপক্ষে ৭২ শতাংশ বল দখলে ছিল আল নাসরের। গোলের জন্য শট রেখেছিল ২২টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি শট। বিপরীতে আল ওরাবাহ ২৮ শতাংশ বল দখল, ৭টি শট নিয়েছিল গোলের জন্য, লক্ষ্যে ছিল ২ টি। দুটি শটই তাদের সফল।
আক্রমণের পসরা সাজিয়েছিল আল নাসর। কিন্তু ম্যাচের ৪০ মিনিটে স্ট্রাইকার ওমর আল সোমাহ এগিয়ে নেন ওরাবাহকে। বিরতিতে থেকে ফিরে সৌদি আরাবিয়ান ডিফেন্ডার নাওয়াফ বউসালের গোলে সমতায় ফেরে নাসর। কিন্তু ৬৫ মিনিটে জোহান বার্গের গোলে ২-১ গোলে জয় নিশ্চিত করে ওরাবাহ। পরে অনেক আক্রমণ শাণিয়েও সফল হয়নি আল নাসর। ২৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বর থেকে টেবিলের ১১ নম্বরে উঠেছে আল ওরাবাহ।
লন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট শেষ মুহূর্তে অনেক রোমাঞ্চ ছড়িয়েছে। গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করল ভারত।
৩৮ মিনিট আগেএশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ হয়ে গেছে কদিন আগেই। ৩৫ দিন পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপের আগে এই সময় যথেষ্ট মনে হলেও এখনই বড় দুশ্চিন্তায় পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল।
১ ঘণ্টা আগেগাস অ্যাটকিনসন বোল্ড হতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে তখন প্রশংসার বাণী শোনাচ্ছেন ধারাভাষ্যকার মাইকেল আথারটন। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ বাঁচিয়েছে ভারত।
২ ঘণ্টা আগেবয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
৩ ঘণ্টা আগে