ফুটবল ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী সান সিরো। একই স্টেডিয়াম শীর্ষ ফুটবলের দুই ক্লাবের হোম ভেন্যু—এমনটা আর কোথাও নেই। ইতালির দুই জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলানের ঘরের মাঠ এটি। নগর প্রতিদ্বন্দ্বী হলেও একই মাঠে অনুশীলন করে আসছে তারা।
তবে এবার ছিন্ন হতে যাচ্ছে সেই ‘সম্পর্ক’। আইকনিক সান সিরো ছেড়ে চলে যাচ্ছে মিলান। নতুন স্টেডিয়াম বানাচ্ছে রোজোনেরিরা। তার জন্য জমিও কিনে ফেলেছে। এক সুত্রের বরাতে গত শুক্রবার এমনটাই জানিয়েছে এএফপি।
মিলানের এখন মিলান শহরের দক্ষিণ-পূর্বের সান দোনাতে মিউনিসিপিলিটিতে ২ লাখ ৫৬ হাজার স্কয়ার মিটার প্লট দরকার নতুন স্টেডিয়াম বানানোর জন্য। যেটি সান সিরো থেকে ১৫ কিলোমিটার দূরে।
গত সেপ্টেম্বরে মিলান জানায়, সান দোনাতেতে তারা ৭০ হাজার আসনের স্টেডিয়াম বানাবে। তবে কবে থেকে সেটি শুরু করবে তা নির্দিষ্ট করে সম্ভাব্য কোনো তারিখ জানায়নি।
নতুন স্টেডিয়ামে না যাওয়া পর্যন্ত উত্তর ইতালির মিলান ও উত্তর-পশ্চিমের ইন্টার সান সিরো আগের মতোই ভাগাভাগি করবে। এই স্টেডিয়ামের অফিসিয়াল নাম গুইসেপ্পে-মিয়াজ্জা স্টেডিয়াম। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ফুটবলের এই আইকনিক স্টেডিয়াম নির্মিত হয় ১৯২৬ সালে। পরে ১৯৯০ বিশ্বকাপ উপলক্ষে একে আধুনিকায়ন করা হয়।
মিলান ও ইন্টার—দুই দলই চেয়েছিল সান সিরো ছেড়ে তার সংলগ্ন নতুন স্টেডিয়াম বানাতে, যা তারা খেলাধুলা, বিনোদন ও কেনাকাটার জন্য উৎসর্গীকৃত অঞ্চলের সঙ্গে ভাগ করবে। তবে কর্মকর্তারা শহরের মালিকানাধীন সান সিরোকে ‘সাংস্কৃতিক স্বার্থ’ মনে করায় এই যৌথ প্রকল্পটি বাতিল করা হয়।
২০২৬ সালে সান সিরোত হবে উইন্টার অলিম্পিক।
ফুটবল ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী সান সিরো। একই স্টেডিয়াম শীর্ষ ফুটবলের দুই ক্লাবের হোম ভেন্যু—এমনটা আর কোথাও নেই। ইতালির দুই জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলানের ঘরের মাঠ এটি। নগর প্রতিদ্বন্দ্বী হলেও একই মাঠে অনুশীলন করে আসছে তারা।
তবে এবার ছিন্ন হতে যাচ্ছে সেই ‘সম্পর্ক’। আইকনিক সান সিরো ছেড়ে চলে যাচ্ছে মিলান। নতুন স্টেডিয়াম বানাচ্ছে রোজোনেরিরা। তার জন্য জমিও কিনে ফেলেছে। এক সুত্রের বরাতে গত শুক্রবার এমনটাই জানিয়েছে এএফপি।
মিলানের এখন মিলান শহরের দক্ষিণ-পূর্বের সান দোনাতে মিউনিসিপিলিটিতে ২ লাখ ৫৬ হাজার স্কয়ার মিটার প্লট দরকার নতুন স্টেডিয়াম বানানোর জন্য। যেটি সান সিরো থেকে ১৫ কিলোমিটার দূরে।
গত সেপ্টেম্বরে মিলান জানায়, সান দোনাতেতে তারা ৭০ হাজার আসনের স্টেডিয়াম বানাবে। তবে কবে থেকে সেটি শুরু করবে তা নির্দিষ্ট করে সম্ভাব্য কোনো তারিখ জানায়নি।
নতুন স্টেডিয়ামে না যাওয়া পর্যন্ত উত্তর ইতালির মিলান ও উত্তর-পশ্চিমের ইন্টার সান সিরো আগের মতোই ভাগাভাগি করবে। এই স্টেডিয়ামের অফিসিয়াল নাম গুইসেপ্পে-মিয়াজ্জা স্টেডিয়াম। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ফুটবলের এই আইকনিক স্টেডিয়াম নির্মিত হয় ১৯২৬ সালে। পরে ১৯৯০ বিশ্বকাপ উপলক্ষে একে আধুনিকায়ন করা হয়।
মিলান ও ইন্টার—দুই দলই চেয়েছিল সান সিরো ছেড়ে তার সংলগ্ন নতুন স্টেডিয়াম বানাতে, যা তারা খেলাধুলা, বিনোদন ও কেনাকাটার জন্য উৎসর্গীকৃত অঞ্চলের সঙ্গে ভাগ করবে। তবে কর্মকর্তারা শহরের মালিকানাধীন সান সিরোকে ‘সাংস্কৃতিক স্বার্থ’ মনে করায় এই যৌথ প্রকল্পটি বাতিল করা হয়।
২০২৬ সালে সান সিরোত হবে উইন্টার অলিম্পিক।
লিওনেল মেসির কাছে ‘অপূর্ণতা’ নামে কোনো শব্দ হয়তো নেই। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই তিনি জিতেছেন একের পর এক শিরোপা। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি।
৩৫ মিনিট আগেবাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব আল হাসান খেলেছেন গত বছরের অক্টোবরে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি, টি-টেন লিগে খেলেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার ভারতের লিগসহ একই দিনে নাম লিখিয়েছেন তিন লিগে।
১ ঘণ্টা আগে২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। নকআউট পর্বের একের পর এক বাধা পেরিয়ে এবার তারা উঠল ফাইনালে। যেখানে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
২ ঘণ্টা আগেএই তো এ বছরের জুলাইয়ের ঘটনা। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিমানবন্দরে গণমাধ্যমকর্মী, ভক্ত-সমর্থকদের ভিড় দেখা গেছে। তখন বাহবা পেলেও গতকাল যখন নাঈম শেখ-তাসকিন আহমেদরা দেশে ফিরলেন, উল্টো দুয়োধ্বনি শুনলেন। এমনকি তাঁদের গাড়িতে আক্রমণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে