ঐতিহাসিক মিলান ডার্বি—হাতাহাতি ও লাল কার্ডের ছড়াছড়ি না হয়ে কী শেষ হয়! শুরু থেকে যে উত্তেজনার ছড়াল, সেটি শেষ হলো অতিরিক্ত সময়ে চার মিনিটের ব্যবধানে তিনটি লাল কার্ডে। তবে শেষ হাসিটা হাসল ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে গতরাতে ২-১ গোলে হারানোর পাশাপাশি এ মৌসুমের সিরি আ শিরোপা নিষ্পত্তি করে ফেলেছে নেরাজ্জুরিরা।
ইতালিয়ান ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ ২০তম স্কুডেট্টো জিতল জিতল ইন্টার। ২০২০-২১ মৌসুমের পর এটি তাদের প্রথম লিগ জয়। জুভেন্টাসের ৯ বছরের রাজত্ব কেড়ে নিয়ে সে মৌসুমে নেরাজ্জুরিদের সিরি আ জেতান আন্তোনিও কন্তে। তবে মৌসুম শেষ ইতালিয়ান কোচ দায়িত্ব ছাড়লে সান সিরোতে তাঁর স্থলাভিষিক্ত হন সিমোনো ইনজাঘি। তাঁর অধীনে ইন্টারের এটি প্রথম স্কুডেট্টো।
ইতালিয়ান ফুটবলে ভাটা চললেও সান সিরোতে ৭০ হাজার দর্শকে সামনে মৌসুমের শেষ মিলান ডার্বি ঠিকই উত্তেজনা ছড়াল। ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় ইন্টার। কর্নার থেকে বেনিয়ামিন পাভারের ফ্লিকে হেডে বল জালে পাঠান আনমার্ক অবস্থায় থাকা ফ্রান্সেসকো আকেরবি। ৪৯ মিনিটে দলের ব্যবধানটা বাড়ান মার্কাস থুরাম। ৪৯ মিনিটে একক প্রচেষ্টায় ডি বক্স লাইন থেকে অসাধারণ শটে জাল খুঁজে নেন তিনি।
মিলানকে সমতায় ফেরানোর আশা জাগান ইংল্যান্ডের ফিকায়ো টোমোরি। ৮০ মিনিটে ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার হেড থেকে আসা বল ঠেলে দিলেও হেডে জাল খুঁজে নেন তিনি। এরপর অতিরিক্ত সময়ে গিয়ে দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে যোগ করা তৃতীয় মিনিটে মিলানের থিও হার্নান্দেজ ও ইন্টারের ডেঞ্জেল হামফ্রিসকে লাল কার্ড দেখান। চার মিনিট পর লাল কার্ড দেখেন মিলানের দাভিদ কালাব্রিয়াও। এর আগে প্রথমার্ধেও হাতাহাতিতে জড়িয়েছিল দুই দল।
তবে শেষ বাঁশি বাজার পর সেই তিক্ত অভিজ্ঞতা ভুলে শিরোপা নিষ্পত্তির আনন্দে মেতে ওঠেন লওতারো মার্তিনেজরা। ইন্টার অধিনায়ক নিজেই জয় উদ্যাপন করেন গোলপোস্টের ওপরে চড়ে। ডামি শিরোপা নিয়ে মাঠে ফটোশুট করেন ইন্টারে খেলোয়াড়-কোচেরা। মিলান শহরে আনন্দ উৎসব বের করে নেরাজ্জুরি সমর্থকেরা। আগে থেকেই যে তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল!
জিতলেই শিরোপা, সেটিও নগর প্রতিদ্বন্দ্বী মিলানকে হারিয়ে—সেই উৎসবটা বাঁধভাঙা এবং রঙিন তো হবেই ইন্টারের। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বুন্দেসলিগায় বেয়ার লেভারকুজেনের পর শিরোপা নিষ্পত্তি করল সিমোনের দল। সেটিও ৫ রাউন্ড হাতে রেখে, ৮৬ পয়েন্ট নিয়ে। দুইয়ে থাকা মিলানের পয়েন্ট ৬৯। বাকি পাঁচ ম্যাচ জিতলেও স্তেফানো পিওলির শিষ্যদের পয়েন্ট হবে ৮৪।
ঐতিহাসিক মিলান ডার্বি—হাতাহাতি ও লাল কার্ডের ছড়াছড়ি না হয়ে কী শেষ হয়! শুরু থেকে যে উত্তেজনার ছড়াল, সেটি শেষ হলো অতিরিক্ত সময়ে চার মিনিটের ব্যবধানে তিনটি লাল কার্ডে। তবে শেষ হাসিটা হাসল ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে গতরাতে ২-১ গোলে হারানোর পাশাপাশি এ মৌসুমের সিরি আ শিরোপা নিষ্পত্তি করে ফেলেছে নেরাজ্জুরিরা।
ইতালিয়ান ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ ২০তম স্কুডেট্টো জিতল জিতল ইন্টার। ২০২০-২১ মৌসুমের পর এটি তাদের প্রথম লিগ জয়। জুভেন্টাসের ৯ বছরের রাজত্ব কেড়ে নিয়ে সে মৌসুমে নেরাজ্জুরিদের সিরি আ জেতান আন্তোনিও কন্তে। তবে মৌসুম শেষ ইতালিয়ান কোচ দায়িত্ব ছাড়লে সান সিরোতে তাঁর স্থলাভিষিক্ত হন সিমোনো ইনজাঘি। তাঁর অধীনে ইন্টারের এটি প্রথম স্কুডেট্টো।
ইতালিয়ান ফুটবলে ভাটা চললেও সান সিরোতে ৭০ হাজার দর্শকে সামনে মৌসুমের শেষ মিলান ডার্বি ঠিকই উত্তেজনা ছড়াল। ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় ইন্টার। কর্নার থেকে বেনিয়ামিন পাভারের ফ্লিকে হেডে বল জালে পাঠান আনমার্ক অবস্থায় থাকা ফ্রান্সেসকো আকেরবি। ৪৯ মিনিটে দলের ব্যবধানটা বাড়ান মার্কাস থুরাম। ৪৯ মিনিটে একক প্রচেষ্টায় ডি বক্স লাইন থেকে অসাধারণ শটে জাল খুঁজে নেন তিনি।
মিলানকে সমতায় ফেরানোর আশা জাগান ইংল্যান্ডের ফিকায়ো টোমোরি। ৮০ মিনিটে ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার হেড থেকে আসা বল ঠেলে দিলেও হেডে জাল খুঁজে নেন তিনি। এরপর অতিরিক্ত সময়ে গিয়ে দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে যোগ করা তৃতীয় মিনিটে মিলানের থিও হার্নান্দেজ ও ইন্টারের ডেঞ্জেল হামফ্রিসকে লাল কার্ড দেখান। চার মিনিট পর লাল কার্ড দেখেন মিলানের দাভিদ কালাব্রিয়াও। এর আগে প্রথমার্ধেও হাতাহাতিতে জড়িয়েছিল দুই দল।
তবে শেষ বাঁশি বাজার পর সেই তিক্ত অভিজ্ঞতা ভুলে শিরোপা নিষ্পত্তির আনন্দে মেতে ওঠেন লওতারো মার্তিনেজরা। ইন্টার অধিনায়ক নিজেই জয় উদ্যাপন করেন গোলপোস্টের ওপরে চড়ে। ডামি শিরোপা নিয়ে মাঠে ফটোশুট করেন ইন্টারে খেলোয়াড়-কোচেরা। মিলান শহরে আনন্দ উৎসব বের করে নেরাজ্জুরি সমর্থকেরা। আগে থেকেই যে তারা প্রস্তুতি নিয়ে রেখেছিল!
জিতলেই শিরোপা, সেটিও নগর প্রতিদ্বন্দ্বী মিলানকে হারিয়ে—সেই উৎসবটা বাঁধভাঙা এবং রঙিন তো হবেই ইন্টারের। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বুন্দেসলিগায় বেয়ার লেভারকুজেনের পর শিরোপা নিষ্পত্তি করল সিমোনের দল। সেটিও ৫ রাউন্ড হাতে রেখে, ৮৬ পয়েন্ট নিয়ে। দুইয়ে থাকা মিলানের পয়েন্ট ৬৯। বাকি পাঁচ ম্যাচ জিতলেও স্তেফানো পিওলির শিষ্যদের পয়েন্ট হবে ৮৪।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
৭ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
৭ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
৮ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
৯ ঘণ্টা আগে