অনলাইন ডেস্ক
জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ শেষ করার জন্য বাড়তি সময় চাওয়াটা নতুন কিছু নয়। ৬ বছরেরও বেশি সময় হতে চলল, কিন্তু সংস্কার চলছে কচ্ছপের গতিতেই। আজ জাতীয় অ্যাথলেটিকস চলার সময় দেখা গেল গ্যালারির কিছু অংশের কাজ এখনো বাকি, বসেনি চেয়ারও।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও বাড়তি সময় চাওয়া হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে। কিন্তু তা নাকচ করে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বরং সংস্কার কাজে অনিয়মের গন্ধ পাচ্ছেন তিনি। জানালেন, ৬ বছরে দুই তিনটা নতুন স্টেডিয়াম বানানো যায়।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার ছিল স্টেডিয়ামের কাজ খুব দ্রুত শেষ করা। ৬ বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে। ৬ বছরে ২-৩টা স্টেডিয়াম বানানো যায়। আমি আসার পর সময় বৃদ্ধির আবেদন পাঠানো হয়েছিল, তবে আমি নাকচ করে দিয়েছি। আমি বলেছি সময়ের মধ্যেই শেষ করতে হবে। মাঠ খেলার জন্য প্রস্তুত, সেটা বাফুফেকে বলে দেওয়া হয়েছে। কিন্তু এখন ফ্লাডলাইটসহ কিছু কাজ বাকি। আশা করি মার্চের মধ্যেই শেষ হবে।
সংস্কার কাজের অনিয়ম নিয়ে আসিফ বলেন, ‘একটি স্টেডিয়ামের সংস্কারের জন্য ৫-৬ বছর লাগার কথা না। এ থেকেই অনিয়ম বোঝা যায়। সংস্কার কাজের যে উদ্যোগ নিয়ে সেটা বহন করার মতো সম্ভাব্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। যেহেতু টা অনেক পুরোনো স্টেডিয়াম। কাজ বন্ধ না করে শেষ করাটাই অগ্রাধিকার ছিল আমাদের।’
বিভিন্ন ফেডারেশনের ওপর আর্থিক অনিয়মের অভিযোগ এসেছে বেশ কয়েকবার। তাই সব ফেডারেশনকেই গত দুই বছরের অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। না হলে বাজেটের অর্থ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
আসিফ বলেন, ‘ফেডারেশনগুলো তাদের মতো করে অডিট করছে। ইতিমধ্যেই বিপিএলের কিছু রিপোর্ট এসেছে বিপিএল সংক্রান্ত। এ ছাড়া সব ফেডারেশনকে আমরা বলেছি আগের দুই বছরের অডিট রিপোর্ট জমা না দিলে বাজেটের অর্থ ছাড় দেব না। কোনো প্রকার দুর্নীতি আছে কি না খতিয়ে দেখব। আগে যারা দুর্নীতি করেছে, তাদের ব্যাপারে ফেডারেশনকে বলা হয়েছে ব্যবস্থা নিতে। অডিটের কাজ শেষ হলে আমরা তদন্ত করব।’
জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ শেষ করার জন্য বাড়তি সময় চাওয়াটা নতুন কিছু নয়। ৬ বছরেরও বেশি সময় হতে চলল, কিন্তু সংস্কার চলছে কচ্ছপের গতিতেই। আজ জাতীয় অ্যাথলেটিকস চলার সময় দেখা গেল গ্যালারির কিছু অংশের কাজ এখনো বাকি, বসেনি চেয়ারও।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও বাড়তি সময় চাওয়া হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে। কিন্তু তা নাকচ করে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বরং সংস্কার কাজে অনিয়মের গন্ধ পাচ্ছেন তিনি। জানালেন, ৬ বছরে দুই তিনটা নতুন স্টেডিয়াম বানানো যায়।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার ছিল স্টেডিয়ামের কাজ খুব দ্রুত শেষ করা। ৬ বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে। ৬ বছরে ২-৩টা স্টেডিয়াম বানানো যায়। আমি আসার পর সময় বৃদ্ধির আবেদন পাঠানো হয়েছিল, তবে আমি নাকচ করে দিয়েছি। আমি বলেছি সময়ের মধ্যেই শেষ করতে হবে। মাঠ খেলার জন্য প্রস্তুত, সেটা বাফুফেকে বলে দেওয়া হয়েছে। কিন্তু এখন ফ্লাডলাইটসহ কিছু কাজ বাকি। আশা করি মার্চের মধ্যেই শেষ হবে।
সংস্কার কাজের অনিয়ম নিয়ে আসিফ বলেন, ‘একটি স্টেডিয়ামের সংস্কারের জন্য ৫-৬ বছর লাগার কথা না। এ থেকেই অনিয়ম বোঝা যায়। সংস্কার কাজের যে উদ্যোগ নিয়ে সেটা বহন করার মতো সম্ভাব্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। যেহেতু টা অনেক পুরোনো স্টেডিয়াম। কাজ বন্ধ না করে শেষ করাটাই অগ্রাধিকার ছিল আমাদের।’
বিভিন্ন ফেডারেশনের ওপর আর্থিক অনিয়মের অভিযোগ এসেছে বেশ কয়েকবার। তাই সব ফেডারেশনকেই গত দুই বছরের অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। না হলে বাজেটের অর্থ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
আসিফ বলেন, ‘ফেডারেশনগুলো তাদের মতো করে অডিট করছে। ইতিমধ্যেই বিপিএলের কিছু রিপোর্ট এসেছে বিপিএল সংক্রান্ত। এ ছাড়া সব ফেডারেশনকে আমরা বলেছি আগের দুই বছরের অডিট রিপোর্ট জমা না দিলে বাজেটের অর্থ ছাড় দেব না। কোনো প্রকার দুর্নীতি আছে কি না খতিয়ে দেখব। আগে যারা দুর্নীতি করেছে, তাদের ব্যাপারে ফেডারেশনকে বলা হয়েছে ব্যবস্থা নিতে। অডিটের কাজ শেষ হলে আমরা তদন্ত করব।’
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
১ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
৩ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
৩ ঘণ্টা আগে