নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরের পর্বে ওঠার লড়াইয়ে বসুন্ধরা কিংসের সামনে করণীয় ছিল দুটি। প্রথমত, গোকুলম কেরালাকে হারানো। দ্বিতীয়, পরের ম্যাচে এটিকে মোহনবাগান-মাজিয়া স্পোর্টসের পয়েন্ট হারানোর কামনায় থাকা। ২-১ গোলে জিতে এএফসি কাপের ইন্টার জোনালের সম্ভাবনা সুতোয় ঝুলিয়ে এখন ভাগ্যের অপেক্ষায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
জিততেই হবে, এমন একটা কঠিন সমীকরণে আজ যুব ভারতীতে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে বসুন্ধরা। এটিকে মোহনবাগানের কাছে আগের ম্যাচে ৪ গোল হজম করা দলটা আজ রক্ষণেও ছিল বেশ সজাগ। চোটে থাকা ডিফেন্ডার তারিক কাজীকে বসিয়ে আক্রমণভাগের দুই খেলোয়াড় মাহবুবুর রহমান সুফিল ও বিপলু আহমেদকে নিচে খেলিয়ে কঠিন এক জুয়াই খেলেছিলেন অস্কার ব্রুজোন। স্প্যানিশ কোচের জুয়াটা কাজে লেগেছেই বলা চলে।
অবশ্য কেরালার আক্রমণে শুরু হয়েছিল ম্যাচটা। আক্রমণাত্মক মানসিকতায় খেলতে থাকা বসুন্ধরার রক্ষণে প্রায় কাঁপন ধরিয়ে দিয়েছিলেন কেরালা মিডফিল্ডার জিতিন সুবরান। ৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে অল্পের জন্য বল পোস্টে ঢোকাতে ব্যর্থ হন জিতিন।
সেই ধাক্কা সামলে দ্রুতই আক্রমণে ফিরেছে বসুন্ধরা। ২৭ মিনিটে গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন দলটির ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো। দ্রুত গতিতে বক্সে ঢুকে জোরের সঙ্গে নেওয়া রবসনের শট লাফিয়ে ঠেকান কেরালা গোলরক্ষক রক্ষিত ডাগার।
২৭ মিনিটে না পারলেও ৯ মিনিট পর ঠিকই সফল রবসন। ৩৬ মিনিটে সোহেল রানার পাস ধরে বক্সের মুখে বাঁ প্রান্তে নিজের প্রিয় জায়গায় বল পান রবসন। গায়ে লেগে থাকা কেরালার এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ে নেন কোনাকুনি এক শট। রক্ষিত ডাগার এবার আর ঠেকানোর সুযোগই পাননি। বল তাঁর মাথার ওপর দিয়ে জড়িয়ে যায় জালে।
চার মিনিট পর আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন রবসন। এবার বক্সের খানিকটা ভেতরে বল পাওয়ার পর শট নেবেন কি নেবেন না এমন দ্বিধার মধ্যেই পরে যে শটটা নিলেন তাতে বল উড়ে চলে গেছে মাঠের বাইরে।
বিরতির পরই ব্যবধান বাড়ায় বসুন্ধরা। প্রথম গোল করা রবসন এবার দ্বিতীয় গোলের জোগানদাতা। ৫৪ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ক্রস থেকে কেরালার দুই ডিফেন্ডারের মাঝখান থেকে বল হেডে জালে পাঠান গাম্বিয়ান স্ট্রাইকার নুহা মারং।
দুই গোলে এগিয়ে থেকে যখন জয় দেখছে বসুন্ধরা তখনই ম্যাচে ফেরে বসুন্ধরা। বদলি ডিফেন্ডার জসিমের ক্রস থেকে ৭৫ মিনিটে জ্যামাইকান ফরোয়ার্ড জর্ডান ফ্লেচারের শটে পরাস্ত হোন বসুন্ধরা গোলরক্ষক জিকো।
সমতায় ফিরতে বসুন্ধরার রক্ষণে একের পর এক আক্রমণ করে গেছে কেরালা। ম্যাচের ৮৯ মিনিটে অল্পের জন্য রক্ষা বাংলাদেশ চ্যাম্পিয়নদের। ফ্লেচারের ফ্রি-কিক গোলরক্ষক জিকোর গ্লাভস ছুঁয়ে প্রতিহত হয় পোস্টে।
পরের পর্বে ওঠার লড়াইয়ে বসুন্ধরা কিংসের সামনে করণীয় ছিল দুটি। প্রথমত, গোকুলম কেরালাকে হারানো। দ্বিতীয়, পরের ম্যাচে এটিকে মোহনবাগান-মাজিয়া স্পোর্টসের পয়েন্ট হারানোর কামনায় থাকা। ২-১ গোলে জিতে এএফসি কাপের ইন্টার জোনালের সম্ভাবনা সুতোয় ঝুলিয়ে এখন ভাগ্যের অপেক্ষায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
জিততেই হবে, এমন একটা কঠিন সমীকরণে আজ যুব ভারতীতে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে বসুন্ধরা। এটিকে মোহনবাগানের কাছে আগের ম্যাচে ৪ গোল হজম করা দলটা আজ রক্ষণেও ছিল বেশ সজাগ। চোটে থাকা ডিফেন্ডার তারিক কাজীকে বসিয়ে আক্রমণভাগের দুই খেলোয়াড় মাহবুবুর রহমান সুফিল ও বিপলু আহমেদকে নিচে খেলিয়ে কঠিন এক জুয়াই খেলেছিলেন অস্কার ব্রুজোন। স্প্যানিশ কোচের জুয়াটা কাজে লেগেছেই বলা চলে।
অবশ্য কেরালার আক্রমণে শুরু হয়েছিল ম্যাচটা। আক্রমণাত্মক মানসিকতায় খেলতে থাকা বসুন্ধরার রক্ষণে প্রায় কাঁপন ধরিয়ে দিয়েছিলেন কেরালা মিডফিল্ডার জিতিন সুবরান। ৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে অল্পের জন্য বল পোস্টে ঢোকাতে ব্যর্থ হন জিতিন।
সেই ধাক্কা সামলে দ্রুতই আক্রমণে ফিরেছে বসুন্ধরা। ২৭ মিনিটে গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন দলটির ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো। দ্রুত গতিতে বক্সে ঢুকে জোরের সঙ্গে নেওয়া রবসনের শট লাফিয়ে ঠেকান কেরালা গোলরক্ষক রক্ষিত ডাগার।
২৭ মিনিটে না পারলেও ৯ মিনিট পর ঠিকই সফল রবসন। ৩৬ মিনিটে সোহেল রানার পাস ধরে বক্সের মুখে বাঁ প্রান্তে নিজের প্রিয় জায়গায় বল পান রবসন। গায়ে লেগে থাকা কেরালার এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ে নেন কোনাকুনি এক শট। রক্ষিত ডাগার এবার আর ঠেকানোর সুযোগই পাননি। বল তাঁর মাথার ওপর দিয়ে জড়িয়ে যায় জালে।
চার মিনিট পর আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন রবসন। এবার বক্সের খানিকটা ভেতরে বল পাওয়ার পর শট নেবেন কি নেবেন না এমন দ্বিধার মধ্যেই পরে যে শটটা নিলেন তাতে বল উড়ে চলে গেছে মাঠের বাইরে।
বিরতির পরই ব্যবধান বাড়ায় বসুন্ধরা। প্রথম গোল করা রবসন এবার দ্বিতীয় গোলের জোগানদাতা। ৫৪ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ক্রস থেকে কেরালার দুই ডিফেন্ডারের মাঝখান থেকে বল হেডে জালে পাঠান গাম্বিয়ান স্ট্রাইকার নুহা মারং।
দুই গোলে এগিয়ে থেকে যখন জয় দেখছে বসুন্ধরা তখনই ম্যাচে ফেরে বসুন্ধরা। বদলি ডিফেন্ডার জসিমের ক্রস থেকে ৭৫ মিনিটে জ্যামাইকান ফরোয়ার্ড জর্ডান ফ্লেচারের শটে পরাস্ত হোন বসুন্ধরা গোলরক্ষক জিকো।
সমতায় ফিরতে বসুন্ধরার রক্ষণে একের পর এক আক্রমণ করে গেছে কেরালা। ম্যাচের ৮৯ মিনিটে অল্পের জন্য রক্ষা বাংলাদেশ চ্যাম্পিয়নদের। ফ্লেচারের ফ্রি-কিক গোলরক্ষক জিকোর গ্লাভস ছুঁয়ে প্রতিহত হয় পোস্টে।
লর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।
২৭ মিনিট আগেপাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ বেলা ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত এই অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগেলঙ্কা জয় করে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দল এখন ফুরফুরে মেজাজে। তবে দেশে ফিরলেও লিটন দাস-তানজিদ হাসান তামিমদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। কারণ, পরশু মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
২ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক বছরও সময় বাকি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে এখনই চলছে নানা জল্পনা-কল্পনা। শোনা যাচ্ছে আগামী বিশ্বকাপে বদলে যেতে পারে ফুটবলের একটি নিয়ম।
৩ ঘণ্টা আগে