পিএসজির জার্সিতে শেষ মৌসুমে লিগ-১-এর শিরোপা পুনরুদ্ধার করেছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-নেইমাররা। তবে চ্যাম্পিয়নস লিগে আশাভঙ্গের সেই পুরোনো গল্পই লিখেছেন তাঁরা।
সামনে নতুন কোচের অধীনে নতুন মৌসুম শুরু করবেন আক্রমণভাগের এই তিন ত্রয়ী। কোচ ক্রিস্টোফার গালতিয়েরের অধীনে প্রাকমৌসুমে ইতিমধ্যে একটি ম্যাচও খেলেছে পিএসজি। এখন লিগ-১ চ্যাম্পিয়নরা প্রস্তুতি নিচ্ছে জাপানে। দেশটির আতিথেয়তায় মুগ্ধ তারা। অনুশীলনে এসে সমর্থকদের মাঝে নিজেরাও মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। তাদের অনুশীলন দেখতে এসে আবেগে আপ্লুত হয়েছে সমর্থকেরা।
ফরাসি চ্যাম্পিয়নরা প্রথম সেশনের অনুশীলন করেছে টোকিওর চিচিবুনোমিয়া রাগবি গ্রাউন্ডে। দলটির দেড় ঘণ্টার অনুশীলন দেখতে ১৩ হাজার সমর্থক এসেছিল। মেসি-নেইমার-এমবাপ্পেরা এ সময় বিভিন্ন কলাকৌশল দেখিয়েছেন। তা দেখে সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন। তাঁরা সরাসরি বিশ্বসেরা ফুটবলারদের দেখে আবেগী হয়ে পড়েন।
১৯৯০ সালের জার্সি পড়ে পিএসজির অনুশীলন দেখতে এসেছেন ৩৮ বছর বয়সী মাসায়ুকি যোশিজাও। তিনি বলেছেন, ‘এমবাপ্পেকে দেখতে উন্মুখ হয়ে আছি। সাধারণত ফ্রান্সের ক্লাবগুলো জাপানে আসে না। তারা প্রস্তুতির জন্য চীনকে বেছে নেয়। এটি সত্যি অসাধারণ, করোনা মহামারির মতো সময়ে ক্লাবটি এখানে এসেছে। মনে হয়, এটিই তাদের প্রথম ও শেষ সফর হতে পারে।’
৯ বছর বয়সী এক খুদে সমর্থক অওমা ওরা প্রিয় ফুটবলার মেসি না এমবাপ্পে তা ঠিক করতে পারছেন না। তার ৩৬ বছর বয়সী বাবা কাজুয়া বলেছেন, ‘আমার সন্তানের ফুটবল খেলার কারণে এই খেলার সমর্থক হয়েছি।’
অনুশীলন শেষে মেসি-নেইমার-এমবাপ্পেরা খুদে ফুটবলারদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন। এ সময় তাঁরা বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। এক খুদে ফুটবলার মেসিকে জিজ্ঞেস করেন, একজন শিশু ফুটবলারের জন্য কোন দক্ষতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘ভালো অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে হবে। তবে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খেলাটিকে উপভোগ করা।’
পিএসজি ১০ দিনের এই সফরে দেশটির স্থানীয় তিনটি ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। আগামী বুধবার প্রথম ম্যাচ খেলবে জাপান লিগের চ্যাম্পিয়ন কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে। আর বাকি দুই ক্লাব উরাওয়া রেডস ও গাম্বা ওসাকার বিপক্ষে ২৩ ও ২৫ জুলাই মাঠে নামবে ফরাসি ক্লাবটি।
পিএসজির জার্সিতে শেষ মৌসুমে লিগ-১-এর শিরোপা পুনরুদ্ধার করেছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-নেইমাররা। তবে চ্যাম্পিয়নস লিগে আশাভঙ্গের সেই পুরোনো গল্পই লিখেছেন তাঁরা।
সামনে নতুন কোচের অধীনে নতুন মৌসুম শুরু করবেন আক্রমণভাগের এই তিন ত্রয়ী। কোচ ক্রিস্টোফার গালতিয়েরের অধীনে প্রাকমৌসুমে ইতিমধ্যে একটি ম্যাচও খেলেছে পিএসজি। এখন লিগ-১ চ্যাম্পিয়নরা প্রস্তুতি নিচ্ছে জাপানে। দেশটির আতিথেয়তায় মুগ্ধ তারা। অনুশীলনে এসে সমর্থকদের মাঝে নিজেরাও মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। তাদের অনুশীলন দেখতে এসে আবেগে আপ্লুত হয়েছে সমর্থকেরা।
ফরাসি চ্যাম্পিয়নরা প্রথম সেশনের অনুশীলন করেছে টোকিওর চিচিবুনোমিয়া রাগবি গ্রাউন্ডে। দলটির দেড় ঘণ্টার অনুশীলন দেখতে ১৩ হাজার সমর্থক এসেছিল। মেসি-নেইমার-এমবাপ্পেরা এ সময় বিভিন্ন কলাকৌশল দেখিয়েছেন। তা দেখে সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন। তাঁরা সরাসরি বিশ্বসেরা ফুটবলারদের দেখে আবেগী হয়ে পড়েন।
১৯৯০ সালের জার্সি পড়ে পিএসজির অনুশীলন দেখতে এসেছেন ৩৮ বছর বয়সী মাসায়ুকি যোশিজাও। তিনি বলেছেন, ‘এমবাপ্পেকে দেখতে উন্মুখ হয়ে আছি। সাধারণত ফ্রান্সের ক্লাবগুলো জাপানে আসে না। তারা প্রস্তুতির জন্য চীনকে বেছে নেয়। এটি সত্যি অসাধারণ, করোনা মহামারির মতো সময়ে ক্লাবটি এখানে এসেছে। মনে হয়, এটিই তাদের প্রথম ও শেষ সফর হতে পারে।’
৯ বছর বয়সী এক খুদে সমর্থক অওমা ওরা প্রিয় ফুটবলার মেসি না এমবাপ্পে তা ঠিক করতে পারছেন না। তার ৩৬ বছর বয়সী বাবা কাজুয়া বলেছেন, ‘আমার সন্তানের ফুটবল খেলার কারণে এই খেলার সমর্থক হয়েছি।’
অনুশীলন শেষে মেসি-নেইমার-এমবাপ্পেরা খুদে ফুটবলারদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন। এ সময় তাঁরা বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। এক খুদে ফুটবলার মেসিকে জিজ্ঞেস করেন, একজন শিশু ফুটবলারের জন্য কোন দক্ষতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘ভালো অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে হবে। তবে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খেলাটিকে উপভোগ করা।’
পিএসজি ১০ দিনের এই সফরে দেশটির স্থানীয় তিনটি ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। আগামী বুধবার প্রথম ম্যাচ খেলবে জাপান লিগের চ্যাম্পিয়ন কাওয়াসাকি ফ্রন্টেলের বিপক্ষে। আর বাকি দুই ক্লাব উরাওয়া রেডস ও গাম্বা ওসাকার বিপক্ষে ২৩ ও ২৫ জুলাই মাঠে নামবে ফরাসি ক্লাবটি।
ভারত-পাকিস্তানের মাঠের লড়াই এখন তেমন একটা জমজমাট হয় না। বেশির ভাগ ম্যাচই একতরফাভাবে জেতে ভারত। তবে মাঠের ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর অবস্থা যেমনই হোক না কেন, মাঠের বাইরে তাদের বিভিন্ন ঘটনা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এমনকি পাকিস্তান কোনো ম্যাচ না খেললেও আলোচনায় ঠিকই চলে আসে।
২৬ মিনিট আগেক্রিস্টিয়ানো রোনালদো ২০২৩ সালে আল নাসরে যাওয়ার পর সৌদি আরবে ফুটবলারদের যাওয়ার ধুম পড়ে গেছে। নেইমার, করিম বেনজেমা, রবার্তো ফিরমিনোরাও খেলেছেন সৌদি ক্লাবে। এবার পর্তুগালের তরুণ ফুটবলার হোয়াও ফেলিক্সের ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা শোনা যাচ্ছে।
১ ঘণ্টা আগে২০২৫ এনসিএল টি-টোয়েন্টি শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর, শেষ ৪ অক্টোবর। এনসিএল টি-টোয়েন্টির বিষয়ে জানাতে গিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান কাল বলেছেন নতুন এক টুর্নামেন্ট আয়োজন নিয়ে।
২ ঘণ্টা আগে২০২৩ সালে সিডনিতে নারী ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা খুইয়েছিল ইংল্যান্ড। শিরোপা ছুঁয়েও ছুঁতে না পারার যন্ত্রণা ইংলিশদের তাড়া করেছিল ২৩ মাস। অবশেষে গত রাতে ইউরো জিতে পুরোনো যন্ত্রণার ক্ষতে প্রলেপ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে