Ajker Patrika

১১ মৌসুম পর চট্টগ্রাম আবাহনীর অবনমন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়েছে চট্টগ্রাম আবাহনীর। ছবি: বাফুফে
প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়েছে চট্টগ্রাম আবাহনীর। ছবি: বাফুফে

মৌসুমের শুরুতে দল সাজাতে গিয়েই হিমশিম খাচ্ছিল চট্টগ্রাম আবাহনী। জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলামের সহায়তায় শেষ মুহূর্তে গিয়ে খেলোয়াড় তালিকা জমা দেয় তারা। দল যদিও তেমন শক্তিশালী ছিল না। মৌসুমজুড়েই তাদের নিয়ে ছেলেখেলা করেছে অন্যক্লাবগুলো। তাই অবনমন অনুমিত ছিল। ১১ মৌসুম পর প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেল বন্দর নগরীর ক্লাবটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। তাদের জয়ে অবনমন নিশ্চিত হয়েছে চট্টগ্রাম আবাহনীর। সবশেষ তারা চ্যাম্পিয়নশিপ লিগ খেলেছে ২০১২-১৩ মৌসুমে। লিগে এখনো চার ম্যাচ বাকি আছে। ১৪ ম্যাচ শেষে মাত্র তিন পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে (১০) রয়েছে তারা। তাই শেষ চার ম্যাচ জিতলেও নয়ের ওপরে উঠতে পারবে না।

বাইলজ অনুযায়ী, প্রিমিয়ার লিগের তলানির দুই দল অবনমিত হয়ে খেলবে চ্যাম্পিয়নশিপ লিগে। চট্টগ্রাম আবাহনীর সঙ্গী হওয়ার শঙ্কায় রয়েছে ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স। প্রায় দুই দশক পর এবারই প্রথম প্রিমিয়ার লিগে উঠেছিল তারা। ১৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট।

১৬ পয়েন্ট নিয়ে টেবিলের আটে আছে ফকিরেরপুল। মুন্সিগঞ্জে ইরফান হোসেন ও মোশারফ হোসেন শান্তর গোলে রহমতগঞ্জকে হারায় তারা। দিনের অপর ম্যাচে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে পুলিশ এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে আবাহনী লিমিটেড। ম্যাচে লাল কার্ড দেখেছেন আবাহনীর মিডফিল্ডার পাপন সিংহ।

আজ জিততে পারলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ব্যবধান কমানো সুযোগ ছিল আকাশী-নীলদের। কিন্তু উল্টো সমীকরণ আরও সহজ করে দিল। আর দুই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করবে মোহামেডান। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সাদা-কালোরা। ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী। তিনে থাকা বসুন্ধরার সংগ্রহ ২৫ পয়েন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত