কাতার বিশ্বকাপের গ্রুপ-‘সি’ এর সমীকরণ বেশ জটিল। আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব-চারটি দলের সামনেই রয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ। কেননা গ্রুপের চারটি দলই ন্যুনতম একটি করে জয় পেয়েছে। কোন দুটো দল শেষ ষোলোতে যাবে, তা জানতে অপেক্ষা হবে আজ মধ্যরাত পর্যন্ত।
‘সি’ গ্রুপের শেষ দুটো ম্যাচ হবে আজ। যেখানে স্টেডিয়াম ৯৭৪ এ মুখোমুখি হবে পোল্যান্ড-আর্জেন্টিনা। আর লুসাইলে খেলবে মেক্সিকো-সৌদি আরব। যদি আর্জেন্টিনা, সৌদি আরব-এই দুটো দল তাদের নিজেদের শেষ ম্যাচ জেতে, তাহলে সমীকরণ ছাড়াই তারা চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। তবে যদি কেউ হারে বা কোনো ম্যাচ ড্র হয়, তখনই ম্যাচ দুটো একে অন্যের সঙ্গে জড়িয়ে যাবে। পয়েন্ট তো আছেই, মোট গোল, গোল ব্যবধান, মুখোমুখি ফল-এই জিনিসগুলোও তখন পার্থক্য গড়ে দেবে।
পয়েন্ট টেবিলে ‘সি’ গ্রুপে শীর্ষে থাকা পোল্যান্ডের পয়েন্ট ৪। আর্জেন্টিনা, সৌদি আরব দুটো দলেরই পয়েন্ট তিন। তবে আর্জেন্টিনা রয়েছে দুইয়ে আর তিনে রয়েছে সৌদি আরব। কারণ আর্জেন্টিনার গোল ব্যবধান: + ১ আর সৌদি আরবের গোল ব্যবধান:-১। আর ১ পয়েন্ট নিয়ে চারে রয়েছে মেক্সিকো এবং তাদের গোল ব্যবধান:-২। শেষ ম্যাচ আর্জেন্টিনা হারলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে পোল্যান্ড। একই সঙ্গে লিওনেল মেসিদেরও বিদায় নিশ্চিত হয়ে যাবে। তখন সৌদি আরব-মেক্সিকো ম্যাচ ড্র হলে সৌদি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে, বাদ পড়বে মেক্সিকো। আর যদি আর্জেন্টিনা-পোল্যান্ড ড্র হয়, তখন আর্জেন্টিনার পয়েন্ট হবে ৪ এবং পোল্যান্ড পাবে ৫ পয়েন্ট। পোল্যান্ড নিশ্চিত করলেও আর্জেন্টিনার ভাগ্য তখন মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ওপর নির্ভর করবে। মেক্সিকানরা যদি সৌদিকে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে হারায়, তাহলে আকাশী-নীলরা নিশ্চিত বাদ পড়বে।
২২ নভেম্বর লুসাইলে সি-গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় সৌদি আরব। যাকে ধরা হয় বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটন হিসেবে। ওইদিনই স্টেডিয়াম ৯৭৪ এ মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ হয় গোলশূন্য ড্র। এরপর ২৬ নভেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে সৌদিকে ২-০ গোলে হারায় পোল্যান্ড। একই দিন লুসাইলে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।
কাতার বিশ্বকাপের গ্রুপ-‘সি’ এর সমীকরণ বেশ জটিল। আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব-চারটি দলের সামনেই রয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ। কেননা গ্রুপের চারটি দলই ন্যুনতম একটি করে জয় পেয়েছে। কোন দুটো দল শেষ ষোলোতে যাবে, তা জানতে অপেক্ষা হবে আজ মধ্যরাত পর্যন্ত।
‘সি’ গ্রুপের শেষ দুটো ম্যাচ হবে আজ। যেখানে স্টেডিয়াম ৯৭৪ এ মুখোমুখি হবে পোল্যান্ড-আর্জেন্টিনা। আর লুসাইলে খেলবে মেক্সিকো-সৌদি আরব। যদি আর্জেন্টিনা, সৌদি আরব-এই দুটো দল তাদের নিজেদের শেষ ম্যাচ জেতে, তাহলে সমীকরণ ছাড়াই তারা চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। তবে যদি কেউ হারে বা কোনো ম্যাচ ড্র হয়, তখনই ম্যাচ দুটো একে অন্যের সঙ্গে জড়িয়ে যাবে। পয়েন্ট তো আছেই, মোট গোল, গোল ব্যবধান, মুখোমুখি ফল-এই জিনিসগুলোও তখন পার্থক্য গড়ে দেবে।
পয়েন্ট টেবিলে ‘সি’ গ্রুপে শীর্ষে থাকা পোল্যান্ডের পয়েন্ট ৪। আর্জেন্টিনা, সৌদি আরব দুটো দলেরই পয়েন্ট তিন। তবে আর্জেন্টিনা রয়েছে দুইয়ে আর তিনে রয়েছে সৌদি আরব। কারণ আর্জেন্টিনার গোল ব্যবধান: + ১ আর সৌদি আরবের গোল ব্যবধান:-১। আর ১ পয়েন্ট নিয়ে চারে রয়েছে মেক্সিকো এবং তাদের গোল ব্যবধান:-২। শেষ ম্যাচ আর্জেন্টিনা হারলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে পোল্যান্ড। একই সঙ্গে লিওনেল মেসিদেরও বিদায় নিশ্চিত হয়ে যাবে। তখন সৌদি আরব-মেক্সিকো ম্যাচ ড্র হলে সৌদি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে, বাদ পড়বে মেক্সিকো। আর যদি আর্জেন্টিনা-পোল্যান্ড ড্র হয়, তখন আর্জেন্টিনার পয়েন্ট হবে ৪ এবং পোল্যান্ড পাবে ৫ পয়েন্ট। পোল্যান্ড নিশ্চিত করলেও আর্জেন্টিনার ভাগ্য তখন মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ওপর নির্ভর করবে। মেক্সিকানরা যদি সৌদিকে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে হারায়, তাহলে আকাশী-নীলরা নিশ্চিত বাদ পড়বে।
২২ নভেম্বর লুসাইলে সি-গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় সৌদি আরব। যাকে ধরা হয় বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটন হিসেবে। ওইদিনই স্টেডিয়াম ৯৭৪ এ মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ হয় গোলশূন্য ড্র। এরপর ২৬ নভেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে সৌদিকে ২-০ গোলে হারায় পোল্যান্ড। একই দিন লুসাইলে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে