নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের মেয়েদের পায়ে। ম্যাচে হয়েছে একের পর এক আক্রমণ। কিন্তু শেষ সময়ে একটা ভুল পাল্টে দিল ম্যাচের সমীকরণ। বয়সভিত্তিক সাফে নেপালের কাছে প্রথম হার দেখল বাংলাদেশের মেয়েরা।
অনূর্ধ্ব-১৫ নারী সাফে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্বাগতিক বাংলাদেশ। পরের ম্যাচেই বড় রকমের ধাক্কা খেয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। দাপুটে খেলেও শেষ সময়ের গোলে নেপালের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।
এই জয়ে একটা ইতিহাসও গড়েছে নেপালের মেয়েরা। নারীদের বয়সভিত্তিক ফুটবলে এত দিন নেপালের বিপক্ষে অপরাজেয় ছিল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় হিমালয়ের দেশটির। জয়ের সঙ্গে অবশ্য দুঃসংবাদও আছে নেপাল শিবিরে। ম্যাচের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন গোলরক্ষক সুজাতা তামাং। স্ট্রেচারে করে শেষ পর্যন্ত তাঁকে নিতে হয়েছে হাসপাতালে।
আজ ম্যাচে একের পর এক সুযোগ নষ্ট করেছেন বাংলাদেশের ফুটবলাররা। ১২ মিনিটে প্রথম সুযোগ নষ্ট করেন নুসরাত জাহান মিতু। জয়নব বিবি রিতার পাসে মিতু শট নিতে পারলে গোল পেতে পারত বাংলাদেশ। ১৬ মিনিটেও গোলের সুযোগ নষ্ট। জয়নব বিবির শট নেপালি গোলরক্ষকের গ্লাভস ফসকালে সুযোগের ফাঁকা পোস্ট পেয়েও বল বাইরে পাঠান উমেহ্লা মারমা। ২৪ মিনিটে জয়নব বিবির ফ্রি-কিক প্রতিহত হয় পোস্টে লেগে।
৪১ মিনিটে প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগটাকে নষ্ট করেছেন উমেহ্লা। সতীর্থের বাড়ানো বলে নেপাল গোলরক্ষককে আবারও একা পেয়ে বল পোস্ট উঁচিয়ে মেরেছেন উমেহ্লা।
গোলশূন্য প্রথমার্ধ শেষে খরা কাটাতে দ্বিতীয়ার্ধের শুরুতে দুই বদলি আনেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। ঐশী আক্তারের বদলি মাঠে নামেন ভুটান ম্যাচের হ্যাটট্রিক পাওয়া ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি। থুইনু মারমার বদলি নামানো হয় লিভা আক্তারকে। ৬৭ মিনিটে তৃষ্ণা রানীর বদলি হিসেবে নামানো হয় পূজা দাসকে।কিন্তু একের পর এক খেলোয়াড় বদলেও নেপালের জমাট রক্ষণে ফাঁক খুঁজে পায়নি বাংলাদেশ। এই অর্ধের প্রায় পুরোটা সময় খেলার নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখলেও গোল করার মতো একটিও সুযোগ বের করতে পারেনি গোলাম রব্বানী ছোটনের দল।
উল্টো ৮৭ মিনিটে বাংলাদেশ শিবিরকে স্তব্ধ করে জয় সূচক গোল তুলে নেয় নেপাল। মাঝমাঠ থেকে নেপালের ফ্রি-কিক ঠেকাতে সামনে এগিয়ে এসেছিলেন বাংলাদেশি গোলরক্ষক সংগীতা রানী দাস। বাংলাদেশ গোলরক্ষককে এগোতে দেখে প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন আগের ম্যাচে চার গোল করা ফরোয়ার্ড বর্ষা অলি।
নেপালের জয়ে শিরোপার সমীকরণটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আগামী পরশু ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে স্বাগতিকদের। ১১ নভেম্বর শেষ ম্যাচে আবারও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে নেপালকে অন্তত ২ গোলের ব্যবধানে হারাতে পারলে তবেই শিরোপা জিতবে বাংলাদেশ।
পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের মেয়েদের পায়ে। ম্যাচে হয়েছে একের পর এক আক্রমণ। কিন্তু শেষ সময়ে একটা ভুল পাল্টে দিল ম্যাচের সমীকরণ। বয়সভিত্তিক সাফে নেপালের কাছে প্রথম হার দেখল বাংলাদেশের মেয়েরা।
অনূর্ধ্ব-১৫ নারী সাফে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্বাগতিক বাংলাদেশ। পরের ম্যাচেই বড় রকমের ধাক্কা খেয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। দাপুটে খেলেও শেষ সময়ের গোলে নেপালের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।
এই জয়ে একটা ইতিহাসও গড়েছে নেপালের মেয়েরা। নারীদের বয়সভিত্তিক ফুটবলে এত দিন নেপালের বিপক্ষে অপরাজেয় ছিল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় হিমালয়ের দেশটির। জয়ের সঙ্গে অবশ্য দুঃসংবাদও আছে নেপাল শিবিরে। ম্যাচের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন গোলরক্ষক সুজাতা তামাং। স্ট্রেচারে করে শেষ পর্যন্ত তাঁকে নিতে হয়েছে হাসপাতালে।
আজ ম্যাচে একের পর এক সুযোগ নষ্ট করেছেন বাংলাদেশের ফুটবলাররা। ১২ মিনিটে প্রথম সুযোগ নষ্ট করেন নুসরাত জাহান মিতু। জয়নব বিবি রিতার পাসে মিতু শট নিতে পারলে গোল পেতে পারত বাংলাদেশ। ১৬ মিনিটেও গোলের সুযোগ নষ্ট। জয়নব বিবির শট নেপালি গোলরক্ষকের গ্লাভস ফসকালে সুযোগের ফাঁকা পোস্ট পেয়েও বল বাইরে পাঠান উমেহ্লা মারমা। ২৪ মিনিটে জয়নব বিবির ফ্রি-কিক প্রতিহত হয় পোস্টে লেগে।
৪১ মিনিটে প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগটাকে নষ্ট করেছেন উমেহ্লা। সতীর্থের বাড়ানো বলে নেপাল গোলরক্ষককে আবারও একা পেয়ে বল পোস্ট উঁচিয়ে মেরেছেন উমেহ্লা।
গোলশূন্য প্রথমার্ধ শেষে খরা কাটাতে দ্বিতীয়ার্ধের শুরুতে দুই বদলি আনেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। ঐশী আক্তারের বদলি মাঠে নামেন ভুটান ম্যাচের হ্যাটট্রিক পাওয়া ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি। থুইনু মারমার বদলি নামানো হয় লিভা আক্তারকে। ৬৭ মিনিটে তৃষ্ণা রানীর বদলি হিসেবে নামানো হয় পূজা দাসকে।কিন্তু একের পর এক খেলোয়াড় বদলেও নেপালের জমাট রক্ষণে ফাঁক খুঁজে পায়নি বাংলাদেশ। এই অর্ধের প্রায় পুরোটা সময় খেলার নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখলেও গোল করার মতো একটিও সুযোগ বের করতে পারেনি গোলাম রব্বানী ছোটনের দল।
উল্টো ৮৭ মিনিটে বাংলাদেশ শিবিরকে স্তব্ধ করে জয় সূচক গোল তুলে নেয় নেপাল। মাঝমাঠ থেকে নেপালের ফ্রি-কিক ঠেকাতে সামনে এগিয়ে এসেছিলেন বাংলাদেশি গোলরক্ষক সংগীতা রানী দাস। বাংলাদেশ গোলরক্ষককে এগোতে দেখে প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন আগের ম্যাচে চার গোল করা ফরোয়ার্ড বর্ষা অলি।
নেপালের জয়ে শিরোপার সমীকরণটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আগামী পরশু ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে স্বাগতিকদের। ১১ নভেম্বর শেষ ম্যাচে আবারও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে নেপালকে অন্তত ২ গোলের ব্যবধানে হারাতে পারলে তবেই শিরোপা জিতবে বাংলাদেশ।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
১ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
২ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৭ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৭ ঘণ্টা আগে