নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের মেয়েদের পায়ে। ম্যাচে হয়েছে একের পর এক আক্রমণ। কিন্তু শেষ সময়ে একটা ভুল পাল্টে দিল ম্যাচের সমীকরণ। বয়সভিত্তিক সাফে নেপালের কাছে প্রথম হার দেখল বাংলাদেশের মেয়েরা।
অনূর্ধ্ব-১৫ নারী সাফে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্বাগতিক বাংলাদেশ। পরের ম্যাচেই বড় রকমের ধাক্কা খেয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। দাপুটে খেলেও শেষ সময়ের গোলে নেপালের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।
এই জয়ে একটা ইতিহাসও গড়েছে নেপালের মেয়েরা। নারীদের বয়সভিত্তিক ফুটবলে এত দিন নেপালের বিপক্ষে অপরাজেয় ছিল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় হিমালয়ের দেশটির। জয়ের সঙ্গে অবশ্য দুঃসংবাদও আছে নেপাল শিবিরে। ম্যাচের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন গোলরক্ষক সুজাতা তামাং। স্ট্রেচারে করে শেষ পর্যন্ত তাঁকে নিতে হয়েছে হাসপাতালে।
আজ ম্যাচে একের পর এক সুযোগ নষ্ট করেছেন বাংলাদেশের ফুটবলাররা। ১২ মিনিটে প্রথম সুযোগ নষ্ট করেন নুসরাত জাহান মিতু। জয়নব বিবি রিতার পাসে মিতু শট নিতে পারলে গোল পেতে পারত বাংলাদেশ। ১৬ মিনিটেও গোলের সুযোগ নষ্ট। জয়নব বিবির শট নেপালি গোলরক্ষকের গ্লাভস ফসকালে সুযোগের ফাঁকা পোস্ট পেয়েও বল বাইরে পাঠান উমেহ্লা মারমা। ২৪ মিনিটে জয়নব বিবির ফ্রি-কিক প্রতিহত হয় পোস্টে লেগে।
৪১ মিনিটে প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগটাকে নষ্ট করেছেন উমেহ্লা। সতীর্থের বাড়ানো বলে নেপাল গোলরক্ষককে আবারও একা পেয়ে বল পোস্ট উঁচিয়ে মেরেছেন উমেহ্লা।
গোলশূন্য প্রথমার্ধ শেষে খরা কাটাতে দ্বিতীয়ার্ধের শুরুতে দুই বদলি আনেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। ঐশী আক্তারের বদলি মাঠে নামেন ভুটান ম্যাচের হ্যাটট্রিক পাওয়া ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি। থুইনু মারমার বদলি নামানো হয় লিভা আক্তারকে। ৬৭ মিনিটে তৃষ্ণা রানীর বদলি হিসেবে নামানো হয় পূজা দাসকে।কিন্তু একের পর এক খেলোয়াড় বদলেও নেপালের জমাট রক্ষণে ফাঁক খুঁজে পায়নি বাংলাদেশ। এই অর্ধের প্রায় পুরোটা সময় খেলার নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখলেও গোল করার মতো একটিও সুযোগ বের করতে পারেনি গোলাম রব্বানী ছোটনের দল।
উল্টো ৮৭ মিনিটে বাংলাদেশ শিবিরকে স্তব্ধ করে জয় সূচক গোল তুলে নেয় নেপাল। মাঝমাঠ থেকে নেপালের ফ্রি-কিক ঠেকাতে সামনে এগিয়ে এসেছিলেন বাংলাদেশি গোলরক্ষক সংগীতা রানী দাস। বাংলাদেশ গোলরক্ষককে এগোতে দেখে প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন আগের ম্যাচে চার গোল করা ফরোয়ার্ড বর্ষা অলি।
নেপালের জয়ে শিরোপার সমীকরণটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আগামী পরশু ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে স্বাগতিকদের। ১১ নভেম্বর শেষ ম্যাচে আবারও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে নেপালকে অন্তত ২ গোলের ব্যবধানে হারাতে পারলে তবেই শিরোপা জিতবে বাংলাদেশ।
পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের মেয়েদের পায়ে। ম্যাচে হয়েছে একের পর এক আক্রমণ। কিন্তু শেষ সময়ে একটা ভুল পাল্টে দিল ম্যাচের সমীকরণ। বয়সভিত্তিক সাফে নেপালের কাছে প্রথম হার দেখল বাংলাদেশের মেয়েরা।
অনূর্ধ্ব-১৫ নারী সাফে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্বাগতিক বাংলাদেশ। পরের ম্যাচেই বড় রকমের ধাক্কা খেয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। দাপুটে খেলেও শেষ সময়ের গোলে নেপালের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।
এই জয়ে একটা ইতিহাসও গড়েছে নেপালের মেয়েরা। নারীদের বয়সভিত্তিক ফুটবলে এত দিন নেপালের বিপক্ষে অপরাজেয় ছিল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় হিমালয়ের দেশটির। জয়ের সঙ্গে অবশ্য দুঃসংবাদও আছে নেপাল শিবিরে। ম্যাচের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন গোলরক্ষক সুজাতা তামাং। স্ট্রেচারে করে শেষ পর্যন্ত তাঁকে নিতে হয়েছে হাসপাতালে।
আজ ম্যাচে একের পর এক সুযোগ নষ্ট করেছেন বাংলাদেশের ফুটবলাররা। ১২ মিনিটে প্রথম সুযোগ নষ্ট করেন নুসরাত জাহান মিতু। জয়নব বিবি রিতার পাসে মিতু শট নিতে পারলে গোল পেতে পারত বাংলাদেশ। ১৬ মিনিটেও গোলের সুযোগ নষ্ট। জয়নব বিবির শট নেপালি গোলরক্ষকের গ্লাভস ফসকালে সুযোগের ফাঁকা পোস্ট পেয়েও বল বাইরে পাঠান উমেহ্লা মারমা। ২৪ মিনিটে জয়নব বিবির ফ্রি-কিক প্রতিহত হয় পোস্টে লেগে।
৪১ মিনিটে প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগটাকে নষ্ট করেছেন উমেহ্লা। সতীর্থের বাড়ানো বলে নেপাল গোলরক্ষককে আবারও একা পেয়ে বল পোস্ট উঁচিয়ে মেরেছেন উমেহ্লা।
গোলশূন্য প্রথমার্ধ শেষে খরা কাটাতে দ্বিতীয়ার্ধের শুরুতে দুই বদলি আনেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। ঐশী আক্তারের বদলি মাঠে নামেন ভুটান ম্যাচের হ্যাটট্রিক পাওয়া ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি। থুইনু মারমার বদলি নামানো হয় লিভা আক্তারকে। ৬৭ মিনিটে তৃষ্ণা রানীর বদলি হিসেবে নামানো হয় পূজা দাসকে।কিন্তু একের পর এক খেলোয়াড় বদলেও নেপালের জমাট রক্ষণে ফাঁক খুঁজে পায়নি বাংলাদেশ। এই অর্ধের প্রায় পুরোটা সময় খেলার নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখলেও গোল করার মতো একটিও সুযোগ বের করতে পারেনি গোলাম রব্বানী ছোটনের দল।
উল্টো ৮৭ মিনিটে বাংলাদেশ শিবিরকে স্তব্ধ করে জয় সূচক গোল তুলে নেয় নেপাল। মাঝমাঠ থেকে নেপালের ফ্রি-কিক ঠেকাতে সামনে এগিয়ে এসেছিলেন বাংলাদেশি গোলরক্ষক সংগীতা রানী দাস। বাংলাদেশ গোলরক্ষককে এগোতে দেখে প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন আগের ম্যাচে চার গোল করা ফরোয়ার্ড বর্ষা অলি।
নেপালের জয়ে শিরোপার সমীকরণটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আগামী পরশু ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে স্বাগতিকদের। ১১ নভেম্বর শেষ ম্যাচে আবারও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে নেপালকে অন্তত ২ গোলের ব্যবধানে হারাতে পারলে তবেই শিরোপা জিতবে বাংলাদেশ।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৩ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৮ ঘণ্টা আগে