ক্রীড়া ডেস্ক
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হচ্ছেন নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৫ ক্লাব বিশ্বকাপ সামনে রেখে যে ড্র হয়েছে, সেখানে তাঁরা পড়েছেন একই গ্রুপে। আর লিওনেল মেসির ইন্টার মায়ামি গ্রুপ পর্বে পাচ্ছে এক ব্রাজিলিয়ান ক্লাবকে।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে গতকাল রাতে হয়েছে ২০২৫ ক্লাব বিশ্বকাপের ড্র। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, অনেক তারকা ফুটবলাররা ছিলেন সেই অনুষ্ঠানে। আয়োজন শুরুর আগে শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। উৎসবমুখর পরিবেশে এই ড্রয়ে স্পেনের রিয়াল মাদ্রিদ ও সৌদি আরবের আল হিলাল পড়েছে এক গ্রুপে। ‘এইচ’ গ্রুপে রিয়াল ও আল হিলালের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকোর পাচুয়া ও অস্ট্রিয়ার সালজবুর্গ।
ড্রয়ে মেসির ইন্টার মায়ামি পড়েছে ‘এ’ গ্রুপে। মায়ামির গ্রুপে থাকছে ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও মিসরের আল আহলি।
২০২৫ ক্লাব বিশ্বকাপে ৩২ দল ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে থাকছে ৪টি করে দল। গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ ষোলোয় যাবে। আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই। ইন্টার মায়ামি আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে খেলবে ক্লাব বিশ্বকাপে।
ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ইউরোপীয় ফুটবলের কয়েকটি বিখ্যাত ক্লাব পড়েছে একই গ্রুপে। পিএসজি, আতলেতিকো মাদ্রিদ পড়েছে ‘বি’ গ্রুপে। ‘জি’ গ্রুপে পড়েছে ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস। বায়ার্ন মিউনিখ, বেনফিকা পড়েছে ‘সি’ গ্রুপে। পিএসজি-আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি-জুভেন্টাস এই ম্যাচগুলোর দিকে ফুটবলপ্রেমীদের স্বাভাবিকভাবেই চোখ থাকবে।
ভিনি রিয়ালের জার্সিতে খেলছেন দুর্দান্ত। তবে নেইমার চোটের গ্রাস থেকে মুক্তি পাচ্ছেন না সহজেই। এই সেরে ওঠেন তো কিছুদিন পর আবার চোটে আক্রান্ত হচ্ছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। আল হিলালে ২০২৩ সালের আগস্টে যোগ দিলেও এখন পর্যন্ত খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। করেছেন ১ গোল। সতীর্থদের দিয়ে তিনটি গোল করিয়েছেন।
২০০০ থেকে শুরু করে এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপ হয়েছে ২০ বার। সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা বার্সা ক্লাব বিশ্বকাপ জিতেছে তিন বার।
২০২৫ ক্লাব বিশ্বকাপে কোন গ্রুপে কারা
গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি
গ্রুপ বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ
গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবুর্গ
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হচ্ছেন নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৫ ক্লাব বিশ্বকাপ সামনে রেখে যে ড্র হয়েছে, সেখানে তাঁরা পড়েছেন একই গ্রুপে। আর লিওনেল মেসির ইন্টার মায়ামি গ্রুপ পর্বে পাচ্ছে এক ব্রাজিলিয়ান ক্লাবকে।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে গতকাল রাতে হয়েছে ২০২৫ ক্লাব বিশ্বকাপের ড্র। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, অনেক তারকা ফুটবলাররা ছিলেন সেই অনুষ্ঠানে। আয়োজন শুরুর আগে শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। উৎসবমুখর পরিবেশে এই ড্রয়ে স্পেনের রিয়াল মাদ্রিদ ও সৌদি আরবের আল হিলাল পড়েছে এক গ্রুপে। ‘এইচ’ গ্রুপে রিয়াল ও আল হিলালের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকোর পাচুয়া ও অস্ট্রিয়ার সালজবুর্গ।
ড্রয়ে মেসির ইন্টার মায়ামি পড়েছে ‘এ’ গ্রুপে। মায়ামির গ্রুপে থাকছে ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও মিসরের আল আহলি।
২০২৫ ক্লাব বিশ্বকাপে ৩২ দল ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে থাকছে ৪টি করে দল। গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ ষোলোয় যাবে। আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই। ইন্টার মায়ামি আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে খেলবে ক্লাব বিশ্বকাপে।
ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ইউরোপীয় ফুটবলের কয়েকটি বিখ্যাত ক্লাব পড়েছে একই গ্রুপে। পিএসজি, আতলেতিকো মাদ্রিদ পড়েছে ‘বি’ গ্রুপে। ‘জি’ গ্রুপে পড়েছে ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস। বায়ার্ন মিউনিখ, বেনফিকা পড়েছে ‘সি’ গ্রুপে। পিএসজি-আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি-জুভেন্টাস এই ম্যাচগুলোর দিকে ফুটবলপ্রেমীদের স্বাভাবিকভাবেই চোখ থাকবে।
ভিনি রিয়ালের জার্সিতে খেলছেন দুর্দান্ত। তবে নেইমার চোটের গ্রাস থেকে মুক্তি পাচ্ছেন না সহজেই। এই সেরে ওঠেন তো কিছুদিন পর আবার চোটে আক্রান্ত হচ্ছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। আল হিলালে ২০২৩ সালের আগস্টে যোগ দিলেও এখন পর্যন্ত খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। করেছেন ১ গোল। সতীর্থদের দিয়ে তিনটি গোল করিয়েছেন।
২০০০ থেকে শুরু করে এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপ হয়েছে ২০ বার। সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা বার্সা ক্লাব বিশ্বকাপ জিতেছে তিন বার।
২০২৫ ক্লাব বিশ্বকাপে কোন গ্রুপে কারা
গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি
গ্রুপ বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ
গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবুর্গ
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
৭ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
৭ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
৮ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
৯ ঘণ্টা আগে