সাবেক লিভারপুল খেলোয়াড় ফাবিও আউরেলিও ফুটবল দুনিয়ায় খুব পরিচিত কোনো নাম নয়। লম্বা সময় ফুটবলে কাটালেও কখনো জাতীয় দলের জার্সি পরা হয়নি তাঁর। তবে অচেনা সেই আউরেলিও সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আছেন নেইমার ইস্যুতে।
সম্প্রতি গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে কথা বলেছেন আউরেলিও। এ সময় নেইমারের অর্জন নিয়েও আলাপ করেছেন তিনি। বলেছেন, নেইমার যা অর্জন করেছেন তাতে তিনি হতাশ। তবে পূর্বসূরির এমন সমালোচনা পছন্দ হয়নি নেইমারের। যে কারণে তাঁকে এক হাত নিয়েছেন ব্রাজিলয়ান এই তারকা।
সাক্ষাৎকারে নেইমারকে উদ্দেশ্য করে আউরেলিও বলেন, ‘আমি সব সময় বলি, আমি যদি সে হতাম তবে হতাশ হতাম।’ এ সময় নেইমার ব্যালন, ডি’অর না জেতা নিয়েও আক্ষেপ করেন সাবেক এই লিভারপুল ডিফেন্ডার। তিনি আরও বলেন, ‘তার কাছে মনে হয় খেলার চেয়েও গুরুত্বপূর্ণ আরও কিছু আছে। অথচ আপনারা দেখবেন, রোনালদো-মেসিরা ১০-১৫ বছর ধরে শীর্ষে অবস্থান করছেন।’
তবে আউরেলিওর এই মন্তব্য ভালো লাগেনি নেইমারের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নেইমার বলেন, ‘আমি সেই সব সাবেক খেলোয়াড় নিয়ে বিরক্ত, যারা মুখ খুললেই বাজে কথা বলে। পাঁচ মিনিটের একটি সাক্ষাৎকার, যেখান সে শুধু অন্য মানুষের জীবন নিয়েই কথা বলেছে। সমালোচনা করতে হলে সেটা করুক, ফালতু কথা বলার দরকার নেই।’
সাবেক লিভারপুল খেলোয়াড় ফাবিও আউরেলিও ফুটবল দুনিয়ায় খুব পরিচিত কোনো নাম নয়। লম্বা সময় ফুটবলে কাটালেও কখনো জাতীয় দলের জার্সি পরা হয়নি তাঁর। তবে অচেনা সেই আউরেলিও সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আছেন নেইমার ইস্যুতে।
সম্প্রতি গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে কথা বলেছেন আউরেলিও। এ সময় নেইমারের অর্জন নিয়েও আলাপ করেছেন তিনি। বলেছেন, নেইমার যা অর্জন করেছেন তাতে তিনি হতাশ। তবে পূর্বসূরির এমন সমালোচনা পছন্দ হয়নি নেইমারের। যে কারণে তাঁকে এক হাত নিয়েছেন ব্রাজিলয়ান এই তারকা।
সাক্ষাৎকারে নেইমারকে উদ্দেশ্য করে আউরেলিও বলেন, ‘আমি সব সময় বলি, আমি যদি সে হতাম তবে হতাশ হতাম।’ এ সময় নেইমার ব্যালন, ডি’অর না জেতা নিয়েও আক্ষেপ করেন সাবেক এই লিভারপুল ডিফেন্ডার। তিনি আরও বলেন, ‘তার কাছে মনে হয় খেলার চেয়েও গুরুত্বপূর্ণ আরও কিছু আছে। অথচ আপনারা দেখবেন, রোনালদো-মেসিরা ১০-১৫ বছর ধরে শীর্ষে অবস্থান করছেন।’
তবে আউরেলিওর এই মন্তব্য ভালো লাগেনি নেইমারের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নেইমার বলেন, ‘আমি সেই সব সাবেক খেলোয়াড় নিয়ে বিরক্ত, যারা মুখ খুললেই বাজে কথা বলে। পাঁচ মিনিটের একটি সাক্ষাৎকার, যেখান সে শুধু অন্য মানুষের জীবন নিয়েই কথা বলেছে। সমালোচনা করতে হলে সেটা করুক, ফালতু কথা বলার দরকার নেই।’
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৫ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৬ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৭ ঘণ্টা আগে