Ajker Patrika

সিলেট টেস্টে জয়ের আশা দেখছে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক    
জয়ের আশা দেখছেন ব্রায়ান বেনেট। ছবি: এএফপি
জয়ের আশা দেখছেন ব্রায়ান বেনেট। ছবি: এএফপি

ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের। ২৫ রানে এগিয়ে থেকে কাল তৃতীয় দিন মাঠে নামবে সফরকারীরা। জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেটের মতে, সিলেট টেস্ট এখন দুই দলই সম অবস্থানে দাঁড়িয়ে। নিজেদের কিছুটা এগিয়েই রাখছেন। তবে একাধিকবার তাঁর মুখ থেকে বেরিয়ে এল, ‘ম্যাচটা জয়ের সুযোগ আছে আমাদের।’

দ্বিতীয় ইনিংসে দলীয় ১৩ রানে সাদমান ইসলাম ফেরান ব্লেসিং মুজারাবানি। বেনেটের আশা কাল বাংলাদেশকে অল্প রানেই আটকে রাখবেন বোলাররা, ‘বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করা এবং আমাদের ব্যাটিং পারফরম্যান্সের পর আমি মনে করি এখন ম্যাচ সমতায় আছে। মনে করি, আমরা একটু এগিয়ে আছি, কারণ সন্ধ্যায় একটা উইকেট নিতে পেরেছি। আগামীকাল গুরুত্বপূর্ণ একটা দিন হতে যাচ্ছে। আমাদের সকালে জোর দিয়ে খেলতে হবে। আশা করি ওরা চতুর্থ ইনিংসে আমাদের জন্য বেশি বড় লক্ষ্য দাঁড় করাতে পারবে না।’

জিম্বাবুয়ে অবশ্য টেস্টে টানা ১৬ ইনিংসে ফিফটিহীন মাহমুদুল হাসান জয়ের দুটি সহজ ক্যাচ হাতছাড়া করেছে। ক্যাচ নিতে পারলে হয়তো ম্যাচটা নিয়ন্ত্রণেই থাকত তাদের। বেনেট অবশ্য বললেন, ‘সন্ধ্যায় দুটো সুযোগ মিস হয়েছে। কেউই ইচ্ছে করে ক্যাচ ফেলে না। কাল আমরা আরও শক্তভাবে ফিরে আসব।’

সিলেটে এর আগে বাংলাদেশের বিপক্ষে একবারের দেখায় ১৫১ রানে জিতেছিল জিম্বাবুয়ে। ২০১৮ সালে সে ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন শন উইলিয়ামস। এবারও দলের সেরা ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। সঙ্গে ওপেনিংয়ে নেমে বেনেট খেলেছেন ৬৪ বলে ৫৭ রানের ওয়ানডেসুলভ ইনিংস। বেনেট বললেন জয়ের ছন্দ ধরে রাখতে হলে ১৫ জনকেই সমর্থন দিতে হবে দলকে, ‘বাংলাদেশে আমরা খুব কমই টেস্ট ম্যাচ জিতি। আজকে আমরা শক্ত অবস্থানে আছি। আমরা মনে করি, আমাদের জয়ের ভালো সুযোগ আছে। স্কোয়াডের ১৫ জনকে আমাদের সমর্থন দিতে হবে।’

ভিক্টর নিয়াউচি, মুজারাবানি, রিচার্ড এনগারাভা—পেসত্রয়ীর সঙ্গে ওয়েলিংটন মাসাকাদজা বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। বেনেটের আশা, সম্মিলিত বোলিং আক্রমণে কাল আবারও লড়াইয়ে ফিরবেন তাঁরা, ‘আমাদের দারুণ সুযোগ আছে ম্যাচটা জেতার। আমরা এখনো ২০-৩০ রান এগিয়ে আছি। আমাদের বোলাররা আজ রাতে বিশ্রাম নেবে, কাল তারা আবার লড়াইয়ে ফিরে আসবে। আমরা আমাদের সেরাটা দেব আগামীকাল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত