ক্রীড়া ডেস্ক
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের। ২৫ রানে এগিয়ে থেকে কাল তৃতীয় দিন মাঠে নামবে সফরকারীরা। জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেটের মতে, সিলেট টেস্ট এখন দুই দলই সম অবস্থানে দাঁড়িয়ে। নিজেদের কিছুটা এগিয়েই রাখছেন। তবে একাধিকবার তাঁর মুখ থেকে বেরিয়ে এল, ‘ম্যাচটা জয়ের সুযোগ আছে আমাদের।’
দ্বিতীয় ইনিংসে দলীয় ১৩ রানে সাদমান ইসলাম ফেরান ব্লেসিং মুজারাবানি। বেনেটের আশা কাল বাংলাদেশকে অল্প রানেই আটকে রাখবেন বোলাররা, ‘বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করা এবং আমাদের ব্যাটিং পারফরম্যান্সের পর আমি মনে করি এখন ম্যাচ সমতায় আছে। মনে করি, আমরা একটু এগিয়ে আছি, কারণ সন্ধ্যায় একটা উইকেট নিতে পেরেছি। আগামীকাল গুরুত্বপূর্ণ একটা দিন হতে যাচ্ছে। আমাদের সকালে জোর দিয়ে খেলতে হবে। আশা করি ওরা চতুর্থ ইনিংসে আমাদের জন্য বেশি বড় লক্ষ্য দাঁড় করাতে পারবে না।’
জিম্বাবুয়ে অবশ্য টেস্টে টানা ১৬ ইনিংসে ফিফটিহীন মাহমুদুল হাসান জয়ের দুটি সহজ ক্যাচ হাতছাড়া করেছে। ক্যাচ নিতে পারলে হয়তো ম্যাচটা নিয়ন্ত্রণেই থাকত তাদের। বেনেট অবশ্য বললেন, ‘সন্ধ্যায় দুটো সুযোগ মিস হয়েছে। কেউই ইচ্ছে করে ক্যাচ ফেলে না। কাল আমরা আরও শক্তভাবে ফিরে আসব।’
সিলেটে এর আগে বাংলাদেশের বিপক্ষে একবারের দেখায় ১৫১ রানে জিতেছিল জিম্বাবুয়ে। ২০১৮ সালে সে ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন শন উইলিয়ামস। এবারও দলের সেরা ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। সঙ্গে ওপেনিংয়ে নেমে বেনেট খেলেছেন ৬৪ বলে ৫৭ রানের ওয়ানডেসুলভ ইনিংস। বেনেট বললেন জয়ের ছন্দ ধরে রাখতে হলে ১৫ জনকেই সমর্থন দিতে হবে দলকে, ‘বাংলাদেশে আমরা খুব কমই টেস্ট ম্যাচ জিতি। আজকে আমরা শক্ত অবস্থানে আছি। আমরা মনে করি, আমাদের জয়ের ভালো সুযোগ আছে। স্কোয়াডের ১৫ জনকে আমাদের সমর্থন দিতে হবে।’
ভিক্টর নিয়াউচি, মুজারাবানি, রিচার্ড এনগারাভা—পেসত্রয়ীর সঙ্গে ওয়েলিংটন মাসাকাদজা বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। বেনেটের আশা, সম্মিলিত বোলিং আক্রমণে কাল আবারও লড়াইয়ে ফিরবেন তাঁরা, ‘আমাদের দারুণ সুযোগ আছে ম্যাচটা জেতার। আমরা এখনো ২০-৩০ রান এগিয়ে আছি। আমাদের বোলাররা আজ রাতে বিশ্রাম নেবে, কাল তারা আবার লড়াইয়ে ফিরে আসবে। আমরা আমাদের সেরাটা দেব আগামীকাল।’
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের। ২৫ রানে এগিয়ে থেকে কাল তৃতীয় দিন মাঠে নামবে সফরকারীরা। জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেটের মতে, সিলেট টেস্ট এখন দুই দলই সম অবস্থানে দাঁড়িয়ে। নিজেদের কিছুটা এগিয়েই রাখছেন। তবে একাধিকবার তাঁর মুখ থেকে বেরিয়ে এল, ‘ম্যাচটা জয়ের সুযোগ আছে আমাদের।’
দ্বিতীয় ইনিংসে দলীয় ১৩ রানে সাদমান ইসলাম ফেরান ব্লেসিং মুজারাবানি। বেনেটের আশা কাল বাংলাদেশকে অল্প রানেই আটকে রাখবেন বোলাররা, ‘বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করা এবং আমাদের ব্যাটিং পারফরম্যান্সের পর আমি মনে করি এখন ম্যাচ সমতায় আছে। মনে করি, আমরা একটু এগিয়ে আছি, কারণ সন্ধ্যায় একটা উইকেট নিতে পেরেছি। আগামীকাল গুরুত্বপূর্ণ একটা দিন হতে যাচ্ছে। আমাদের সকালে জোর দিয়ে খেলতে হবে। আশা করি ওরা চতুর্থ ইনিংসে আমাদের জন্য বেশি বড় লক্ষ্য দাঁড় করাতে পারবে না।’
জিম্বাবুয়ে অবশ্য টেস্টে টানা ১৬ ইনিংসে ফিফটিহীন মাহমুদুল হাসান জয়ের দুটি সহজ ক্যাচ হাতছাড়া করেছে। ক্যাচ নিতে পারলে হয়তো ম্যাচটা নিয়ন্ত্রণেই থাকত তাদের। বেনেট অবশ্য বললেন, ‘সন্ধ্যায় দুটো সুযোগ মিস হয়েছে। কেউই ইচ্ছে করে ক্যাচ ফেলে না। কাল আমরা আরও শক্তভাবে ফিরে আসব।’
সিলেটে এর আগে বাংলাদেশের বিপক্ষে একবারের দেখায় ১৫১ রানে জিতেছিল জিম্বাবুয়ে। ২০১৮ সালে সে ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন শন উইলিয়ামস। এবারও দলের সেরা ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। সঙ্গে ওপেনিংয়ে নেমে বেনেট খেলেছেন ৬৪ বলে ৫৭ রানের ওয়ানডেসুলভ ইনিংস। বেনেট বললেন জয়ের ছন্দ ধরে রাখতে হলে ১৫ জনকেই সমর্থন দিতে হবে দলকে, ‘বাংলাদেশে আমরা খুব কমই টেস্ট ম্যাচ জিতি। আজকে আমরা শক্ত অবস্থানে আছি। আমরা মনে করি, আমাদের জয়ের ভালো সুযোগ আছে। স্কোয়াডের ১৫ জনকে আমাদের সমর্থন দিতে হবে।’
ভিক্টর নিয়াউচি, মুজারাবানি, রিচার্ড এনগারাভা—পেসত্রয়ীর সঙ্গে ওয়েলিংটন মাসাকাদজা বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। বেনেটের আশা, সম্মিলিত বোলিং আক্রমণে কাল আবারও লড়াইয়ে ফিরবেন তাঁরা, ‘আমাদের দারুণ সুযোগ আছে ম্যাচটা জেতার। আমরা এখনো ২০-৩০ রান এগিয়ে আছি। আমাদের বোলাররা আজ রাতে বিশ্রাম নেবে, কাল তারা আবার লড়াইয়ে ফিরে আসবে। আমরা আমাদের সেরাটা দেব আগামীকাল।’
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৬ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে