অনলাইন ডেস্ক
আগামী বছরের জুনে এএফসি এশিয়ান কাপের বাছাই। তার আগে দেশে এবং দেশের বাইরে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে খেলার জন্য প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ।
আজ এমনটাই বলেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘আমরা ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলার কথা ভাবছি। এরই মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে চিঠি দিয়েছি। এখন তাদের উত্তরের অপেক্ষায়।’
এই দুই দেশের আগে অবশ্য সৌদি আরবকে চিঠি দিয়েছিল বাফুফে। কিন্তু তারা খেলতে রাজি হয়নি। সে জন্য নতুন করে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে চিঠি পাঠাল বাফুফে। ফেডারেশনের ভাবনা, নতুন বছরে ফেব্রুয়ারির ফিফা উইন্ডোটা ভালোভাবে কাজে লাগানো।
ফিফা ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। এই সময়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে দেশে এনে ম্যাচ খেলতে চায় বাফুফে। যদি দুই দেশ সন্মতি জানায় তাহলে দিনক্ষণ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করে ফেলবে ফেডারেশন।
সূত্র জানিয়েছে, যেহেতু বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারটা এখনো চলমান। পাশাপাশি ফিফার অর্থায়নে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ বসানোর কাজও চলছে। সে ক্ষেত্রে ম্যাচ আয়োজন করতে বাফুফেকে ঢাকার বাইরেই যেতে হবে। যত দূর শোনা যাচ্ছে, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ম্যাচ খেলতে রাজি হলে সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজন করতে পারে বাফুফে।
সাফ জেতার পর লম্বা সময়ের জন্য ছুটিতে যায় বাংলাদেশ নারী ফুটবল দল। জানুয়ারিতে তারা ক্যাম্পে ফিরবে। এরপরই শুরু এএফসি বাছাইয়ের প্রস্তুতি। আগামী বছরের ২৩ জুন থেকে শুরু সেই বাছাই। তার আগে চারটি ফিফা উইন্ডো পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই চার উইন্ডোতে পর্যায়ক্রমে নয়টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মেয়েরা।
আগামী বছরের জুনে এএফসি এশিয়ান কাপের বাছাই। তার আগে দেশে এবং দেশের বাইরে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে খেলার জন্য প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ।
আজ এমনটাই বলেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘আমরা ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলার কথা ভাবছি। এরই মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে চিঠি দিয়েছি। এখন তাদের উত্তরের অপেক্ষায়।’
এই দুই দেশের আগে অবশ্য সৌদি আরবকে চিঠি দিয়েছিল বাফুফে। কিন্তু তারা খেলতে রাজি হয়নি। সে জন্য নতুন করে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে চিঠি পাঠাল বাফুফে। ফেডারেশনের ভাবনা, নতুন বছরে ফেব্রুয়ারির ফিফা উইন্ডোটা ভালোভাবে কাজে লাগানো।
ফিফা ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। এই সময়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে দেশে এনে ম্যাচ খেলতে চায় বাফুফে। যদি দুই দেশ সন্মতি জানায় তাহলে দিনক্ষণ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করে ফেলবে ফেডারেশন।
সূত্র জানিয়েছে, যেহেতু বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারটা এখনো চলমান। পাশাপাশি ফিফার অর্থায়নে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ বসানোর কাজও চলছে। সে ক্ষেত্রে ম্যাচ আয়োজন করতে বাফুফেকে ঢাকার বাইরেই যেতে হবে। যত দূর শোনা যাচ্ছে, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ম্যাচ খেলতে রাজি হলে সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজন করতে পারে বাফুফে।
সাফ জেতার পর লম্বা সময়ের জন্য ছুটিতে যায় বাংলাদেশ নারী ফুটবল দল। জানুয়ারিতে তারা ক্যাম্পে ফিরবে। এরপরই শুরু এএফসি বাছাইয়ের প্রস্তুতি। আগামী বছরের ২৩ জুন থেকে শুরু সেই বাছাই। তার আগে চারটি ফিফা উইন্ডো পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই চার উইন্ডোতে পর্যায়ক্রমে নয়টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মেয়েরা।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
৩৫ মিনিট আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
২ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
২ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৩ ঘণ্টা আগে