ঢাকা: দিন দিন যেন হতাশা গ্রাস করছে জিনেদিন জিদানকে। হতাশা আরও বেড়েছে পরশু স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে গিয়েছে রিয়াল মাদ্রিদ। চোটজর্জর রিয়ালকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন জিজু। ক্লান্ত জিদান আগামী মৌসুমের আগেই রিয়ালের কোচের দায়িত্ব ছাড়তে পারেন, এমন গুঞ্জন জোরাল।
জিদানের বিকল্পও নাকি দেখতে শুরু করেছে রিয়াল। সম্ভাব্য কোচের তালিকায় রিয়ালের ভাবনায় আছে রাউল গঞ্জালেস, জোয়াকিম লো ও মাসেমিলানো পেলেগ্রির মতো তারকা কোচরা।
গত সেপ্টেম্বরে নতুন মৌসুম শুরু হয়েছিল করোনা মহামারিতেই। এরপর একের পর এক ঝামেলা ঘিরে ধরেছে জিদানকে। খেলোয়াড়দের চোটের সঙ্গে ব্যস্ত সূচি, মাঠ ও মাঠের বাইরে নানা সমালোচনায় জর্জরিত রিয়ালের হ্যাটট্রিক শিরোপাজয়ী এই কোচ। পরশু স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে কৌশলগত ভুলের হার যেন সেই আগুনে ঘি ঢেলেছে! টানা ১২ মাসের ব্যস্ততার সঙ্গে তাল মেলাতে গিয়ে ক্লান্তি যেন ঘিরে ধরেছে জিদানকে।
জিদান যদি শেষমেশ চলেই যান বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদ যুব দলের ম্যানেজারের দায়িত্বে থাকা রাউল হতে পারে তাদের প্রথম পছন্দ। এই গ্রীষ্মেই জার্মানির দায়িত্ব ছেড়ে দেওয়া লোও আছেন পছন্দের তালিকায়। তালিকায় আছেন সাবেক জুভেন্টাস কোচ অ্যালেগ্রিও। রিয়ালের পরবর্তী কোচ কে, সে প্রসঙ্গ পরে। আগে তো নিশ্চিত হতে হবে জিদান আসলেই রিয়াল ছাড়ছেন কি না!
ঢাকা: দিন দিন যেন হতাশা গ্রাস করছে জিনেদিন জিদানকে। হতাশা আরও বেড়েছে পরশু স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে গিয়েছে রিয়াল মাদ্রিদ। চোটজর্জর রিয়ালকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন জিজু। ক্লান্ত জিদান আগামী মৌসুমের আগেই রিয়ালের কোচের দায়িত্ব ছাড়তে পারেন, এমন গুঞ্জন জোরাল।
জিদানের বিকল্পও নাকি দেখতে শুরু করেছে রিয়াল। সম্ভাব্য কোচের তালিকায় রিয়ালের ভাবনায় আছে রাউল গঞ্জালেস, জোয়াকিম লো ও মাসেমিলানো পেলেগ্রির মতো তারকা কোচরা।
গত সেপ্টেম্বরে নতুন মৌসুম শুরু হয়েছিল করোনা মহামারিতেই। এরপর একের পর এক ঝামেলা ঘিরে ধরেছে জিদানকে। খেলোয়াড়দের চোটের সঙ্গে ব্যস্ত সূচি, মাঠ ও মাঠের বাইরে নানা সমালোচনায় জর্জরিত রিয়ালের হ্যাটট্রিক শিরোপাজয়ী এই কোচ। পরশু স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে কৌশলগত ভুলের হার যেন সেই আগুনে ঘি ঢেলেছে! টানা ১২ মাসের ব্যস্ততার সঙ্গে তাল মেলাতে গিয়ে ক্লান্তি যেন ঘিরে ধরেছে জিদানকে।
জিদান যদি শেষমেশ চলেই যান বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদ যুব দলের ম্যানেজারের দায়িত্বে থাকা রাউল হতে পারে তাদের প্রথম পছন্দ। এই গ্রীষ্মেই জার্মানির দায়িত্ব ছেড়ে দেওয়া লোও আছেন পছন্দের তালিকায়। তালিকায় আছেন সাবেক জুভেন্টাস কোচ অ্যালেগ্রিও। রিয়ালের পরবর্তী কোচ কে, সে প্রসঙ্গ পরে। আগে তো নিশ্চিত হতে হবে জিদান আসলেই রিয়াল ছাড়ছেন কি না!
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
৮ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
২ ঘণ্টা আগেআইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১৩ ঘণ্টা আগে