ঢাকা: দিন দিন যেন হতাশা গ্রাস করছে জিনেদিন জিদানকে। হতাশা আরও বেড়েছে পরশু স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে গিয়েছে রিয়াল মাদ্রিদ। চোটজর্জর রিয়ালকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন জিজু। ক্লান্ত জিদান আগামী মৌসুমের আগেই রিয়ালের কোচের দায়িত্ব ছাড়তে পারেন, এমন গুঞ্জন জোরাল।
জিদানের বিকল্পও নাকি দেখতে শুরু করেছে রিয়াল। সম্ভাব্য কোচের তালিকায় রিয়ালের ভাবনায় আছে রাউল গঞ্জালেস, জোয়াকিম লো ও মাসেমিলানো পেলেগ্রির মতো তারকা কোচরা।
গত সেপ্টেম্বরে নতুন মৌসুম শুরু হয়েছিল করোনা মহামারিতেই। এরপর একের পর এক ঝামেলা ঘিরে ধরেছে জিদানকে। খেলোয়াড়দের চোটের সঙ্গে ব্যস্ত সূচি, মাঠ ও মাঠের বাইরে নানা সমালোচনায় জর্জরিত রিয়ালের হ্যাটট্রিক শিরোপাজয়ী এই কোচ। পরশু স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে কৌশলগত ভুলের হার যেন সেই আগুনে ঘি ঢেলেছে! টানা ১২ মাসের ব্যস্ততার সঙ্গে তাল মেলাতে গিয়ে ক্লান্তি যেন ঘিরে ধরেছে জিদানকে।
জিদান যদি শেষমেশ চলেই যান বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদ যুব দলের ম্যানেজারের দায়িত্বে থাকা রাউল হতে পারে তাদের প্রথম পছন্দ। এই গ্রীষ্মেই জার্মানির দায়িত্ব ছেড়ে দেওয়া লোও আছেন পছন্দের তালিকায়। তালিকায় আছেন সাবেক জুভেন্টাস কোচ অ্যালেগ্রিও। রিয়ালের পরবর্তী কোচ কে, সে প্রসঙ্গ পরে। আগে তো নিশ্চিত হতে হবে জিদান আসলেই রিয়াল ছাড়ছেন কি না!
ঢাকা: দিন দিন যেন হতাশা গ্রাস করছে জিনেদিন জিদানকে। হতাশা আরও বেড়েছে পরশু স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে গিয়েছে রিয়াল মাদ্রিদ। চোটজর্জর রিয়ালকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন জিজু। ক্লান্ত জিদান আগামী মৌসুমের আগেই রিয়ালের কোচের দায়িত্ব ছাড়তে পারেন, এমন গুঞ্জন জোরাল।
জিদানের বিকল্পও নাকি দেখতে শুরু করেছে রিয়াল। সম্ভাব্য কোচের তালিকায় রিয়ালের ভাবনায় আছে রাউল গঞ্জালেস, জোয়াকিম লো ও মাসেমিলানো পেলেগ্রির মতো তারকা কোচরা।
গত সেপ্টেম্বরে নতুন মৌসুম শুরু হয়েছিল করোনা মহামারিতেই। এরপর একের পর এক ঝামেলা ঘিরে ধরেছে জিদানকে। খেলোয়াড়দের চোটের সঙ্গে ব্যস্ত সূচি, মাঠ ও মাঠের বাইরে নানা সমালোচনায় জর্জরিত রিয়ালের হ্যাটট্রিক শিরোপাজয়ী এই কোচ। পরশু স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে কৌশলগত ভুলের হার যেন সেই আগুনে ঘি ঢেলেছে! টানা ১২ মাসের ব্যস্ততার সঙ্গে তাল মেলাতে গিয়ে ক্লান্তি যেন ঘিরে ধরেছে জিদানকে।
জিদান যদি শেষমেশ চলেই যান বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদ যুব দলের ম্যানেজারের দায়িত্বে থাকা রাউল হতে পারে তাদের প্রথম পছন্দ। এই গ্রীষ্মেই জার্মানির দায়িত্ব ছেড়ে দেওয়া লোও আছেন পছন্দের তালিকায়। তালিকায় আছেন সাবেক জুভেন্টাস কোচ অ্যালেগ্রিও। রিয়ালের পরবর্তী কোচ কে, সে প্রসঙ্গ পরে। আগে তো নিশ্চিত হতে হবে জিদান আসলেই রিয়াল ছাড়ছেন কি না!
খেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
২২ মিনিট আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
২ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
৩ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৪ ঘণ্টা আগে