নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে সাকল্যে ২০ মিনিট সুযোগ পেয়েছেন আব্দুল কাদির। তাতে কী; এরই মধ্যে নামটা যথেষ্ট পরিচিত হয়ে উঠেছে দেশের ফুটবল সমর্থকদের কাছে। সদ্য সমাপ্ত যুব সাফ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ বাংলাদেশের পারফরম্যান্স যথেষ্ট প্রশংসনীয় ছিল। মুরশেদ-ফয়সালদের পারফরম্যান্স বিশেষ আশাবাদী করে তুলেছে দেশের ফুটবলকে। পারফরম্যান্সে মুরশেদ-ফয়সালদের সঙ্গে তুলনীয় না হলেও কাদির পরিচিতি পেয়েছেন অন্য কারণে।
গত মার্চের শেষ দিকে চার প্রবাসী ফুটবলার ট্রায়াল দিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের দলে জায়গা করে নিতে। ট্রায়ালের নানা ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ হয়েছিল কাদির আর ফারজাদ আফতাবের। ফারজাদ কোনো ম্যাচ খেলার সুযোগ না পেলেও কাদির নেমেছিলেন মালদ্বীপের ম্যাচে। দ্বিতীয়ার্ধে নামার ১০ মিনিটের মধ্যে হলুদ কার্ড দেখেন কাদির। ২০ মিনিটের মতো খেলানোর পর তাঁকে উঠিয়ে নেন কোচ গোলাম রব্বানী ছোটন। পুরো টুর্নামেন্টে আর সুযোগ মেলেনি কাদিরের। প্রবাসী ফুটবলাররা যথেষ্ট সুযোগ না পাওয়ায় সমর্থকদের বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে কোচ ছোটনকে।
যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় কাদিরের কিছুটা মন খারাপ হলেও তিনি মনে করেন, কোচ দলকে জেতাতে যেটা দরকার, সেটাই করেছেন। ভারত থেকে ঢাকায় ফিরে কাদির চলে গেছেন সিলেটে আত্মীয়স্বজনের বাড়িতে সময় কাটাতে। সেখান থেকে কাল ফোনে তিনি বললেন, ‘মন খারাপ লেগেছিল (সুযোগ না পেয়ে)। তবে কোচ যেটা ভালো বুঝেছেন, সেটাই করেছেন।’ একটু থেমে কাদির আরও যোগ করলেন, ‘মালদ্বীপের বিপক্ষে খেললাম ২০ মিনিট। এর মধ্যে হলুদ কার্ড দেখলাম। এরপর স্যার (ছোটন) আমাকে উঠিয়ে নিয়েছেন। পরের ম্যাচগুলোয় আমাকে খেলাননি দেশের জন্য। প্রথম এসেছি, আন্তর্জাতিক পর্যায়ে আমার সেভাবে অভিজ্ঞতা নেই। যতটা রয়েছে দলের স্যামুয়েল, কামাল, ফয়সাল ও মুর্শেদের। ওরা চার-পাঁচ বছর এই দলে খেলছে। এ কারণে হতে পারে (সুযোগ না দেওয়া)।’
ইতালিপ্রবাসী কাদিরের বাংলাদেশে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডেনমার্কপ্রবাসী কোচ সাকিব মাহমুদের। ঢাকায় এসে শুরুতে আবহাওয়ার চ্যালেঞ্জ নিতে হয়েছে কাদিরকে। এরপর ধীরে ধীরে মানিয়ে নিয়ে নিজের সেরাটা দিয়েছেন এই লেফট উইঙ্গার। এ দুই মাসে দলের মধ্যে সবচেয়ে ভালো বন্ধুত্ব হয়েছে তাঁর ফয়সাল ও মুরশেদের সঙ্গে। কাদিরের কাছে সবচেয়ে উপভোগ্য ছিল যশোরের শামসুল হুদা একাডেমিতে করা প্রস্তুতি ক্যাম্প।
আপাতত কয়েক দিন সিলেটে কাটিয়ে কাদির ১০ জুন ঢাকায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখে ফিরে যাবেন ইতালিতে। গত দুই মাসে নিজের উপলব্ধি নিয়ে বললেন, ‘আমার স্ট্যামিনা বাড়াতে হবে। মাঠে দম বাড়াতে হবে। সামনে এলে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসব।’ তবে এ কদিনে মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন, তাতে রীতিমতো মুগ্ধ কাদির, ‘বাংলাদেশের মানুষ এত ভালোবেসেছে, ভবিষ্যতে আবার আসতে উৎসাহিত করবে।’
অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে সাকল্যে ২০ মিনিট সুযোগ পেয়েছেন আব্দুল কাদির। তাতে কী; এরই মধ্যে নামটা যথেষ্ট পরিচিত হয়ে উঠেছে দেশের ফুটবল সমর্থকদের কাছে। সদ্য সমাপ্ত যুব সাফ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ বাংলাদেশের পারফরম্যান্স যথেষ্ট প্রশংসনীয় ছিল। মুরশেদ-ফয়সালদের পারফরম্যান্স বিশেষ আশাবাদী করে তুলেছে দেশের ফুটবলকে। পারফরম্যান্সে মুরশেদ-ফয়সালদের সঙ্গে তুলনীয় না হলেও কাদির পরিচিতি পেয়েছেন অন্য কারণে।
গত মার্চের শেষ দিকে চার প্রবাসী ফুটবলার ট্রায়াল দিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের দলে জায়গা করে নিতে। ট্রায়ালের নানা ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ হয়েছিল কাদির আর ফারজাদ আফতাবের। ফারজাদ কোনো ম্যাচ খেলার সুযোগ না পেলেও কাদির নেমেছিলেন মালদ্বীপের ম্যাচে। দ্বিতীয়ার্ধে নামার ১০ মিনিটের মধ্যে হলুদ কার্ড দেখেন কাদির। ২০ মিনিটের মতো খেলানোর পর তাঁকে উঠিয়ে নেন কোচ গোলাম রব্বানী ছোটন। পুরো টুর্নামেন্টে আর সুযোগ মেলেনি কাদিরের। প্রবাসী ফুটবলাররা যথেষ্ট সুযোগ না পাওয়ায় সমর্থকদের বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে কোচ ছোটনকে।
যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় কাদিরের কিছুটা মন খারাপ হলেও তিনি মনে করেন, কোচ দলকে জেতাতে যেটা দরকার, সেটাই করেছেন। ভারত থেকে ঢাকায় ফিরে কাদির চলে গেছেন সিলেটে আত্মীয়স্বজনের বাড়িতে সময় কাটাতে। সেখান থেকে কাল ফোনে তিনি বললেন, ‘মন খারাপ লেগেছিল (সুযোগ না পেয়ে)। তবে কোচ যেটা ভালো বুঝেছেন, সেটাই করেছেন।’ একটু থেমে কাদির আরও যোগ করলেন, ‘মালদ্বীপের বিপক্ষে খেললাম ২০ মিনিট। এর মধ্যে হলুদ কার্ড দেখলাম। এরপর স্যার (ছোটন) আমাকে উঠিয়ে নিয়েছেন। পরের ম্যাচগুলোয় আমাকে খেলাননি দেশের জন্য। প্রথম এসেছি, আন্তর্জাতিক পর্যায়ে আমার সেভাবে অভিজ্ঞতা নেই। যতটা রয়েছে দলের স্যামুয়েল, কামাল, ফয়সাল ও মুর্শেদের। ওরা চার-পাঁচ বছর এই দলে খেলছে। এ কারণে হতে পারে (সুযোগ না দেওয়া)।’
ইতালিপ্রবাসী কাদিরের বাংলাদেশে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডেনমার্কপ্রবাসী কোচ সাকিব মাহমুদের। ঢাকায় এসে শুরুতে আবহাওয়ার চ্যালেঞ্জ নিতে হয়েছে কাদিরকে। এরপর ধীরে ধীরে মানিয়ে নিয়ে নিজের সেরাটা দিয়েছেন এই লেফট উইঙ্গার। এ দুই মাসে দলের মধ্যে সবচেয়ে ভালো বন্ধুত্ব হয়েছে তাঁর ফয়সাল ও মুরশেদের সঙ্গে। কাদিরের কাছে সবচেয়ে উপভোগ্য ছিল যশোরের শামসুল হুদা একাডেমিতে করা প্রস্তুতি ক্যাম্প।
আপাতত কয়েক দিন সিলেটে কাটিয়ে কাদির ১০ জুন ঢাকায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখে ফিরে যাবেন ইতালিতে। গত দুই মাসে নিজের উপলব্ধি নিয়ে বললেন, ‘আমার স্ট্যামিনা বাড়াতে হবে। মাঠে দম বাড়াতে হবে। সামনে এলে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসব।’ তবে এ কদিনে মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন, তাতে রীতিমতো মুগ্ধ কাদির, ‘বাংলাদেশের মানুষ এত ভালোবেসেছে, ভবিষ্যতে আবার আসতে উৎসাহিত করবে।’
‘টাকার বৃষ্টি’ ঝরে বলেই ক্রিকেটার থেকে শুরু করে ধনকুবেররা পাখির চোখ করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএল তাই হয়ে উঠেছে ভারতের সোনার ডিম পাড়া রাজহাঁস।
১ মিনিট আগেরংপুর রাইডার্স এবারের গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দারুণ খেললেও সৌম্য সরকার নেই ছন্দে। ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার এমন এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন, যেখানে পাশে পাচ্ছেন সাকিব আল হাসানকে।
১ ঘণ্টা আগেগ্লোবাল সুপার লিগে (জিএসএল) শুরুটা সাকিব আল হাসানের বোলিং যেমনই হোক, ব্যাটিংটা হয়েছে বাজে। এবার সংস্করণটা টি-টোয়েন্টি থেকে টি-টেনে বদলাতেই সাকিবও দেখালেন ঝলক। ব্যাটিং, বোলিং—দুই বিভাগেই জ্বলে উঠলেন তিনি। যদিও তাতে কাজের কাজ কিছুই হয়নি।
১ ঘণ্টা আগেলিটন দাসের হাতে সোনালি ট্রফি, মুখে চওড়া হাসি। সর্বশেষ বাংলাদেশ বিদেশ থেকে কোনো সিরিজের ট্রফি জিতে ফিরেছিল লিটনেরই নেতৃত্বে, গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মাঝে ৬টা মাস বাংলাদেশের বড্ড কঠিন সময় গেল। টানা ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছিল দল। ব্যর্থ হওয়ার তালিকায় আছে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার...
২ ঘণ্টা আগে