Ajker Patrika

আবারও ক্যাম্পে এলিটা, ৩ বছর পর জাতীয় দলে রবিউল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবারও ক্যাম্পে এলিটা, ৩ বছর পর জাতীয় দলে রবিউল

বাংলাদেশি হয়েও তিনি যেন বাংলাদেশি নন। দেড় বছর আগে সাফের প্রাথমিক দলের ক্যাম্প থেকে যখন তাঁকে বাদ দেওয়া হলো তখন হয়তো নিজেকে নিজেই এই প্রশ্ন করেছেন এলিটা কিংসলে। প্রায় একই একটা প্রশ্ন ছিল বাংলাদেশের ফুটবল সমর্থকদেরও, নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়ার পর কখনো কী লাল-সবুজ জার্সি পরা হবে আবাহনী ফরোয়ার্ডের?

সেই সমর্থকদের জন্য কিছুটা হলেও আনন্দের খবর হচ্ছে, বিপিএল ফুটবলে প্রথম লেগে বাংলাদেশের ফরোয়ার্ডদের মান রক্ষার পুরস্কার পাচ্ছেন এলিটা। আবাহনীর হয়ে বিপিএল ফুটবলে এখন পর্যন্ত ৭ গোল করেছেন সাবেক এই নাইজেরিয়ান। তাই ব্রুনাই দারুস সালাম ও সিশেলসের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের ২৭ সদস্যের প্রাথমিক দলে এলিটাকে রেখেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। এলিটার সঙ্গে প্রাথমিক দলে চমক হয়ে এসেছে রবিউল হাসানের নামও। 

পাঁচ বছর আগেও বাংলাদেশ দলে সবচেয়ে প্রতিভাবানদের একজন মনে করা হতো রবিউল হাসানকে। নিজের প্রতিভাকে নিজেই এক প্রকার নষ্ট করেছেন অনিয়ন্ত্রিত-বিশৃঙ্খল জীবন যাপনে। বসুন্ধরা কিংস ও মোহামেডান থেকে বাদ পড়েন রবিউল। হারিয়ে যেতে বসা এ ফুটবলার এ মৌসুমে খেলছেন পুলিশ এফসির হয়ে। ২০ জানুয়ারি আজমপুরের বিপক্ষে জোড়া গোলেই আবারও প্রাথমিক দলে ফেরা ২৩ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের। 

হাভিয়ের কাবরেরার ২৭ সদস্যের দলে নতুন তিন মুখ। ফর্টিস এফসির মিডফিল্ডার মুজিবুর রহমান জনি, মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ ও আবাহনী লিমিটেডের ডিফেন্ডার আলমগীর মোল্লা ডাক পেয়েছেন জাতীয় দলের প্রাথমিক দলে। সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন মুক্তিযোদ্ধা ফরোয়ার্ড আমিনুর রহমান সজীবও। 

ব্রুনাই ও সিশেলসকে নিয়ে ২৩ থেকে ২৮ মার্চ সিলেটে হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের আগে সৌদি আরবে ক্যাম্প করার সুযোগ অবশেষে পেয়েছে বাংলাদেশ। ৫ ও ৬ মার্চ দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়বেন জামাল ভূঁইয়ারা। সেখানে স্থানীয় ক্লাবের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৭ই মার্চ ঢাকায় ফিরবে বাংলাদেশ দল। 

বাংলাদেশের প্রাথমিক দল 

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও মেহেদি হাসান শ্রাবণ। 

রক্ষণ: কাজী তারিক রায়হান, সাদউদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, রহমত মিয়া ও আলমগীর মোল্লা। 

মিডফিল্ডার: মাশুক মিয়া জনি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। 

ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম ও আমিনুর রহমান সজীব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত