Ajker Patrika

১১০০ কোটি টাকা আয় করে মেসি-নেইমারকে পেছনে ফেললেন রোনালদো

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০৮
১১০০ কোটি টাকা আয় করে মেসি-নেইমারকে পেছনে ফেললেন রোনালদো

ক্লাব বদলে মৌসুমের শুরু থেকেই উল্টো পথে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদো দারুণ ছন্দে থাকলেও পিএসজিতে এখনো থিতু হতে পারেননি মেসি। এর মধ্যে সামনে এল মেসিভক্তদের মন খারাপ করে দেওয়ার মতো আরেকটি সংবাদ। আয়ের দিকেও মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। 

ফোর্বসের প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে এ বছর রোনালদোর আয় ১২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১১০০ কোটি টাকা)। রোনালদোর চেয়ে এ বছর ১৫ মিলিয়ন ডলার কম আয় মেসির। তালিকার দুইয়ে থাকা পিএসজি মহাতারকার আয় ১১০ মিলিয়ন ডলার (প্রায় ৯৫০ কোটি টাকা)। 

আয়ে মেসি-নেইমারের ওপরে রোনালদোরোনালদো আর মেসির পরে অবস্থান করছেন নেইমার। এই তালিকার তিনে থাকা ব্রাজিলিয়ান তারকার আয় ৯৫ মিলিয়ন ডলার (প্রায় ৮০০ কোটি টাকা)। তালিকার পরের সাতজনের আয় ৫০ মিলিয়ন ডলারের নিচে। 

তালিকার চারে থাকা কিলিয়ান এমবাপ্পের বছরে আয় ৪৩ মিলিয়ন ডলার। লিভারপুল তারকা মোহামেদ সালাহর ৪১ মিলিয়ন ডলার। আর বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডফস্কির আয় বছরে ৩৫ মিলিয়ন ডলার। তালিকার শেষ চারে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা, পল পগবা, গ্যারেথ বেল ও এডেন হ্যাজার্ড। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত