Ajker Patrika

ফাইনালের আগে ২০ বছরের পুরোনো স্মৃতি ভাবাচ্ছে আনচেলত্তিকে

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

লা লিগা ধরে রাখার আশা শেষ রিয়াল মাদ্রিদের। আর এক ম্যাচ জিতলেই শিরোপা পুনরুদ্ধার করবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তবে চলতি মৌসুমে এখনো দুটি বড় শিরোপার আশা আছে লস ব্লাঙ্কোসদের। কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ। আজ রাতে সেভিয়া সফরে ওসাসুনাকে হারাতে পারলে ৯ বছর পর কোপা দেল রে জিতবে কার্লো আনচেলত্তির দল। 

আর আগামী ৯ মে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে আতিথেয়তা দেবে রিয়াল। তবে সিটিজেনদের বিপক্ষে ম্যাচটি নিয়ে ভাবছেন না আনচেলত্তি। রিয়াল কোচের ভাবনায় এখন কেবল ওসাসুনার বিপক্ষে ম্যাচটি। সেটি হওয়ায় যেন স্বাভাবিক। বলতে গেলে, চ্যাম্পিয়নস লিগ জয়ের চেয়ে কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হওয়ায় যেন সবচেয়ে কঠিন তাদের জন্য। 

এমন কথা আনচেলত্তির জন্যও প্রযোজ্য। চারটি চ্যাম্পিয়নস লিগ জেতা কোচের অধীনে রিয়াল শেষ কোপা দেল রে জিতেছিল ২০১৪ সালে। তবে এই মৌসুমে ঘরোয়া লিগের এই শিরোপা জিততে চান ৬৩ বছর বয়সী ইতালিয়ান কোচ। এটাই হতে পারে তাঁর শেষ ফাইনাল, এমন ইঙ্গিত দিয়েছেন খোদ আনচেলত্তি নিজেই। 

শেষের আগে রিয়াল ও নিজের কাপ শিরোপা খরা কাটাতে চান তিনি। আজ ওসাসুনার বিপক্ষে ফাইনালের আগে শিষ্যদের জয়ের স্পৃহা জাগাতে আনচেলত্তি বলেছেন, ‘আরেকটি শিরোপা জেতার জন্য দুনিয়ার সব শক্তি নিয়ে বেরিয়ে পড়ব।’ 

আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হচ্ছে চলতি মৌসুমের পর। এই কারণে তিনি জানিয়েছেন, ওসাসুনার বিপক্ষে ম্যাচটি হতে পারে তাঁর শেষ শিরোপা জয়ের মঞ্চ। ম্যাচের আগে আনচেলত্তি বলেছেন, ‘ফাইনাল খেলা খুবই রোমাঞ্চের। ফাইনালের আগে আমি সব সময় এমনটাই ভাবি। ব্যক্তিগতভাবে এটাই আমার শেষ ফাইনাল হতে পারে। ২০০৩ সালেও আমি এমনটা ভেবেছিলাম, তবে সেটি আমার শেষ ছিল না এবং আজকেও আমার মনে এমন ভাবনা আসছে। এটাই হতে পারে আমার শেষ।’ 

আনচেলত্তি বলেছেন, ‘আপনাকে এই ম্যাচ উপভোগ করতে হবে এবং আমি খেলোয়াড়দের বলেছি, ম্যাচটি উপভোগ করতে কারণ ম্যাচটি স্পেশাল।’ ম্যাচের আগে সমর্থকদের সুখবর দিয়েছেন রিয়াল কোচ। তিনি জানিয়েছেন, মিডফিল্ডার লুকা মদরিচ ও ডিফেন্ডার ডেভিড আলাবা ফিট আছেন। 

তবে আনচেলত্তির সম্ভাব্য শেষটায় হতাশা উপহার দিতে চান ওসাসুনা কোচ জাগোবা আরাসাতে। রিয়ালকে হারাতে পারলেই যে তারা প্রথম কোনো প্রধান শিরোপা ঘরে তুলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত