ক্রীড়া ডেস্ক
ফুটবল বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন জিনেদিন জিদান। সেখানে জিদানকে নিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। রিয়াল মাদ্রিদ ক্লাব দাবি করছে, ফরাসি এই কিংবদন্তিকে যথার্থ সম্মান দেওয়া হয়নি।
রিয়াল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জিদানকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘জিনেদিন জিদানকে নিয়ে এফএফএফ সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্যে দুঃখ প্রকাশ করছে রিয়াল মাদ্রিদ। জিদান অন্যতম সেরা ফুটবল কিংবদন্তি। এমন মন্তব্য জিদানের মতো খেলোয়াড়ের প্রতি যথাযথ শ্রদ্ধার অভাব। খেলোয়াড় ও কোচ হিসেবে জিদান অনেক কিছু অর্জন করেছেন। এবারের ব্যালন ডি’অর জয়ী আমাদের অধিনায়ক করিম বেনজেমা তো তাঁর হাতেই তৈরি। পাঁচবার চ্যাম্পিয়নস লিগসহ অনেক কিছু জিতেছেন।’
শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এফএফএফ। ২০২৬ পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্বে থাকবেন দেশম। এরপর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’
জাতীয় দলে কোচিং না করালেও কোচ হিসেবে জিদান অর্জন করেছেন অনেক। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাঙ্কোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাঙ্কোসরা। আর খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০০ ইউরো জিতেছিলেন জিদান।
ফুটবল বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন জিনেদিন জিদান। সেখানে জিদানকে নিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। রিয়াল মাদ্রিদ ক্লাব দাবি করছে, ফরাসি এই কিংবদন্তিকে যথার্থ সম্মান দেওয়া হয়নি।
রিয়াল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জিদানকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘জিনেদিন জিদানকে নিয়ে এফএফএফ সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্যে দুঃখ প্রকাশ করছে রিয়াল মাদ্রিদ। জিদান অন্যতম সেরা ফুটবল কিংবদন্তি। এমন মন্তব্য জিদানের মতো খেলোয়াড়ের প্রতি যথাযথ শ্রদ্ধার অভাব। খেলোয়াড় ও কোচ হিসেবে জিদান অনেক কিছু অর্জন করেছেন। এবারের ব্যালন ডি’অর জয়ী আমাদের অধিনায়ক করিম বেনজেমা তো তাঁর হাতেই তৈরি। পাঁচবার চ্যাম্পিয়নস লিগসহ অনেক কিছু জিতেছেন।’
শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এফএফএফ। ২০২৬ পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্বে থাকবেন দেশম। এরপর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’
জাতীয় দলে কোচিং না করালেও কোচ হিসেবে জিদান অর্জন করেছেন অনেক। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাঙ্কোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাঙ্কোসরা। আর খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০০ ইউরো জিতেছিলেন জিদান।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
১০ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২২ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
১ ঘণ্টা আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে