চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গত রাতে লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ৫-০ গোলে স্পোর্টিং লিসবনকে উড়িয়ে দিয়েছে সিটি। ম্যাচে জোড়া গোল করেছেন বের্নার্দো সিলভা। একটি করে গোল করেছেন রাহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজ ও ফিল ফোডেন।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলেন পেপ গার্দিওলার শিষ্যরা। ফিরতি লেগে ঘরের মাঠে অবিশ্বাস্য কোনো কিছু না ঘটলে স্কাই ব্লুজদের শেষ আটে ওঠা প্রায় নিশ্চিত। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে লিসবনকে চেপে ধরে সিটি। এবং প্রথমার্ধেই তাদের জালে গুনে গুনে চারবার বল জড়ায় স্টার্লিং ফোডেন। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় সিটি, যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নতুন রেকর্ড। ম্যানসিটি একমাত্র ক্লাব, যারা নকআউট পর্বের ম্যাচে প্রথমার্ধেই চার গোলের লিড নেয়।
গোল উৎসবের শুরুটা করেন রিয়াদ মাহরেজ। এই আলজেরিয়ানের গোলে ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় সিটি। এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় সিলভার গোলে। ৩২ মিনিটে ফিল ফোডেনের গোলে সিটির লিড ৩-০। প্রথমার্ধের শেষ মুহূর্তে সিলভার দ্বিতীয় গোলে হালি পূর্ণ করে সিটি। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে সিটি। ৫৮ মিনিটে গোলটি করেন রাহিম স্টার্লিং। ম্যাচের বাকি সময় গোল না পেলেও নিজেদের আধিপত্য ধরে রাখে সিটি। আগামী ৯ মার্চ হবে ফিরতি লেগ।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গত রাতে লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ৫-০ গোলে স্পোর্টিং লিসবনকে উড়িয়ে দিয়েছে সিটি। ম্যাচে জোড়া গোল করেছেন বের্নার্দো সিলভা। একটি করে গোল করেছেন রাহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজ ও ফিল ফোডেন।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলেন পেপ গার্দিওলার শিষ্যরা। ফিরতি লেগে ঘরের মাঠে অবিশ্বাস্য কোনো কিছু না ঘটলে স্কাই ব্লুজদের শেষ আটে ওঠা প্রায় নিশ্চিত। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে লিসবনকে চেপে ধরে সিটি। এবং প্রথমার্ধেই তাদের জালে গুনে গুনে চারবার বল জড়ায় স্টার্লিং ফোডেন। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় সিটি, যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নতুন রেকর্ড। ম্যানসিটি একমাত্র ক্লাব, যারা নকআউট পর্বের ম্যাচে প্রথমার্ধেই চার গোলের লিড নেয়।
গোল উৎসবের শুরুটা করেন রিয়াদ মাহরেজ। এই আলজেরিয়ানের গোলে ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় সিটি। এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় সিলভার গোলে। ৩২ মিনিটে ফিল ফোডেনের গোলে সিটির লিড ৩-০। প্রথমার্ধের শেষ মুহূর্তে সিলভার দ্বিতীয় গোলে হালি পূর্ণ করে সিটি। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে সিটি। ৫৮ মিনিটে গোলটি করেন রাহিম স্টার্লিং। ম্যাচের বাকি সময় গোল না পেলেও নিজেদের আধিপত্য ধরে রাখে সিটি। আগামী ৯ মার্চ হবে ফিরতি লেগ।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১১ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১৩ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১৩ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৪ ঘণ্টা আগে