ক্রীড়া ডেস্ক
দুই বছর আগে ইস্তাম্বুলে ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শিরোপা খুইয়েছিল ইন্টার মিলান। তখন ইন্টারের কোচ ছিলেন সিমিওনে ইনজাঘি।
২০২২-২৩ মৌসুমে হারের ক্ষতে প্রলেপ লাগানোর সুযোগ গত রাতে পেয়েছিলেন তিনি। কিন্তু আলিয়াঞ্জ অ্যারেনায় খড়কুটোর মতো উড়ে গেল ইনজাঘির ইন্টার মিলান।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। স্কোরকার্ডই বলে দিচ্ছে ইনজাঘির দল কতটা অসহায় ছিল তাদের সামনে। ইন্টারে ইনজাঘির ভবিষ্যৎ কী, সেই প্রশ্ন আসতেই তাঁর কথার সুরে বিরক্তির ছাপ স্পষ্ট হয়েছে। ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইন্টার মিলানের কোচ বলেন, ‘কদিন পরে ক্লাবের সঙ্গে সভা আছে ও সেখানে কথা হবে। ঠাণ্ডা মাথায় ক্লাবের সঙ্গে কথা বলার সুযোগ থাকছে। ফাইনালে হারের পর স্পষ্টভাবে অনেক কিছু চিন্তা করতে হয়। এটা সঠিক সময় নয়। ভবিষ্যৎ নিয়ে আলাপ-আলোচনা করাটা এখন অদ্ভুত দেখায়।’
৫ গোলের মধ্যে পিএসজি গত রাতে ২-০ করে ফেলে ২০ মিনিটে। এমন অবস্থা থেকেও ঘুরে দাঁড়ানোর নজির আছে ভুঁড়ি ভুঁড়ি। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও গুবলেট পাকিয়ে ফেলে ইন্টার মিলান। ৬৩ থেকে ৮৬—২৩ মিনিটে আরও তিন গোল করে পিএসজি। ইন্টারের অবস্থা কতটা হতশ্রী ছিল, তা বোঝাতে একটি পরিসংখ্যান যথেষ্ট। ম্যাচে ৪০ শতাংশ বল দখলে রেখে তারা প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ২ শট। অন্যদিকে ইন্টারের লক্ষ্য বরাবর বার্সা ৮ শট নিয়েছে। ম্যাচে যে ইন্টার আছে, সেটা তেমন একটা মনেও হয়নি।
২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজিকে জয়ের কৃতিত্ব দিয়েছেন ইনজাঘি। তবে যে ৫-০ ব্যবধানে ইন্টার মিলান হেরেছে, কোচ হিসেবে সেটা কি এত সহজে ভোলা যায়? সেজন্য বারবার তিক্ত হারের কথা উল্লেখ করেছেন তিনি। ইন্টার কোচ বলেন, ‘পিএসজি চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য যোগ্য দল। আমরা বাজে খেলেছি। তাতের জয়টা অনেক সহজ করে দিয়েছে। কৃতিত্ব তাদের দিতে হবে। তবে আমাদের কাছে এই হারটা হজম করা কঠিন। আমরা ভালো ফাইনাল খেলিনি। এটা হতাশাজনক। যা করেছি, সেটা তো মুছে ফেলা যাবে না।’
২০২০ সালে ফাইনালে উঠেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা খুইয়েছিল পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে পিএসজি নেমেছে ৫ বছর আগের ক্ষতে প্রলেপ লাগানোর মিশনে। ইন্টারের কাছে ছিল চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লক্ষ্যে। ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ। জোড়া গোল করেছেন ডিজায়ার ডুয়ে। একটি করে গোল করেন হাকিমি, খিচা কাভারেস্কিয়া ও সেনি মাইয়ুলু।
আরও পড়ুন:
দুই বছর আগে ইস্তাম্বুলে ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শিরোপা খুইয়েছিল ইন্টার মিলান। তখন ইন্টারের কোচ ছিলেন সিমিওনে ইনজাঘি।
২০২২-২৩ মৌসুমে হারের ক্ষতে প্রলেপ লাগানোর সুযোগ গত রাতে পেয়েছিলেন তিনি। কিন্তু আলিয়াঞ্জ অ্যারেনায় খড়কুটোর মতো উড়ে গেল ইনজাঘির ইন্টার মিলান।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। স্কোরকার্ডই বলে দিচ্ছে ইনজাঘির দল কতটা অসহায় ছিল তাদের সামনে। ইন্টারে ইনজাঘির ভবিষ্যৎ কী, সেই প্রশ্ন আসতেই তাঁর কথার সুরে বিরক্তির ছাপ স্পষ্ট হয়েছে। ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইন্টার মিলানের কোচ বলেন, ‘কদিন পরে ক্লাবের সঙ্গে সভা আছে ও সেখানে কথা হবে। ঠাণ্ডা মাথায় ক্লাবের সঙ্গে কথা বলার সুযোগ থাকছে। ফাইনালে হারের পর স্পষ্টভাবে অনেক কিছু চিন্তা করতে হয়। এটা সঠিক সময় নয়। ভবিষ্যৎ নিয়ে আলাপ-আলোচনা করাটা এখন অদ্ভুত দেখায়।’
৫ গোলের মধ্যে পিএসজি গত রাতে ২-০ করে ফেলে ২০ মিনিটে। এমন অবস্থা থেকেও ঘুরে দাঁড়ানোর নজির আছে ভুঁড়ি ভুঁড়ি। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও গুবলেট পাকিয়ে ফেলে ইন্টার মিলান। ৬৩ থেকে ৮৬—২৩ মিনিটে আরও তিন গোল করে পিএসজি। ইন্টারের অবস্থা কতটা হতশ্রী ছিল, তা বোঝাতে একটি পরিসংখ্যান যথেষ্ট। ম্যাচে ৪০ শতাংশ বল দখলে রেখে তারা প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ২ শট। অন্যদিকে ইন্টারের লক্ষ্য বরাবর বার্সা ৮ শট নিয়েছে। ম্যাচে যে ইন্টার আছে, সেটা তেমন একটা মনেও হয়নি।
২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজিকে জয়ের কৃতিত্ব দিয়েছেন ইনজাঘি। তবে যে ৫-০ ব্যবধানে ইন্টার মিলান হেরেছে, কোচ হিসেবে সেটা কি এত সহজে ভোলা যায়? সেজন্য বারবার তিক্ত হারের কথা উল্লেখ করেছেন তিনি। ইন্টার কোচ বলেন, ‘পিএসজি চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য যোগ্য দল। আমরা বাজে খেলেছি। তাতের জয়টা অনেক সহজ করে দিয়েছে। কৃতিত্ব তাদের দিতে হবে। তবে আমাদের কাছে এই হারটা হজম করা কঠিন। আমরা ভালো ফাইনাল খেলিনি। এটা হতাশাজনক। যা করেছি, সেটা তো মুছে ফেলা যাবে না।’
২০২০ সালে ফাইনালে উঠেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা খুইয়েছিল পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে পিএসজি নেমেছে ৫ বছর আগের ক্ষতে প্রলেপ লাগানোর মিশনে। ইন্টারের কাছে ছিল চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লক্ষ্যে। ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ। জোড়া গোল করেছেন ডিজায়ার ডুয়ে। একটি করে গোল করেন হাকিমি, খিচা কাভারেস্কিয়া ও সেনি মাইয়ুলু।
আরও পড়ুন:
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
৩ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
৩ ঘণ্টা আগে