ঢাকা: ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় তিন বছর পর ঠিক নায়ক হওয়ার মঞ্চ না হলেও ফ্রান্সের রক্ষাকর্তা হতে পারতেন এমবাপ্পে। রক্ষা তো করতে পারলেনই না, উল্টো তাঁর পেনাল্টি মিসেই শেষ ষোলোতে বিদায় ফরাসিদের। পেনাল্টি মিসের পর মানসিকভাবে ভেঙে পড়া সতীর্থদের সমর্থন পাচ্ছেন, এমবাপ্পেকে সাহস জুগিয়েছেন কিংবদন্তি পেলেও।
এই পেনাল্টি মিসেই শেষ নয়। পুরো ইউরোতে নিজেকে হারিয়ে খুঁজেছেন এমবাপ্পে। ভুলে যাওয়ার মতো একটি টুর্নামেন্টে ৪ ম্যাচে একটি গোলও করতে পারেননি এই ফরোয়ার্ড। কাল সুইজারল্যান্ড ম্যাচের আগে ছিল না একটি অ্যাসিস্টও। করিম বেনজেমাকে দিয়ে গোল করিয়ে একমাত্র অ্যাসিস্টটি করেন কাল সুইজারল্যান্ড ম্যাচে। পুরো ম্যাচে সতীর্থদের ৯৫ শতাংশ পাস সফলভাবে দিয়েছেন। তবে নিজে গোলপোস্টের ঠিকানা খুঁজে পাননি। গোল পেতে ছয়টি শট নিলেও একটি রাখতে পারেননি পোস্টে। গোল মিসের পর ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। পাশে পেয়েছেন সতীর্থ, কোচ এমনকি ব্রাজিল কিংবদন্তি পেলেকেও। টুইটারে পেলে লিখেছেন, ‘মাথা উঁচু রাখ, কিলিয়ান! আগামীকাল তোমার নতুন যাত্রার প্রথম দিন।’
ইউরোতে চার ম্যাচে ৩৯০ মিনিট মাঠে ছিলেন এমবাপ্পে। বলের সঙ্গে পায়ের স্পর্শ ছিল ১৮৩ বার। সতীর্থদের উদ্দেশ্য বাড়ানো ৯৬টি পাসের ৮৪টি ঠিকঠাক দিতে পেরেছিলেন। যার ১৯টি সামনের দিকে ৫৪টি পাশাপাশি পাস। প্রতিপক্ষ খেলোয়াড়েরা এমবাপ্পে থেকে বল কেড়ে নিয়েছেন ৬২ বার। গোলের জন্য মোট শট নিয়েছেন ১২ টি। পোস্টে রাখতে পেরেছেন তিনটি। শতাংশের হিসেবে ২৫ ভাগ নির্ভুল ছিলেন এমবাপ্পে।
ঢাকা: ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় তিন বছর পর ঠিক নায়ক হওয়ার মঞ্চ না হলেও ফ্রান্সের রক্ষাকর্তা হতে পারতেন এমবাপ্পে। রক্ষা তো করতে পারলেনই না, উল্টো তাঁর পেনাল্টি মিসেই শেষ ষোলোতে বিদায় ফরাসিদের। পেনাল্টি মিসের পর মানসিকভাবে ভেঙে পড়া সতীর্থদের সমর্থন পাচ্ছেন, এমবাপ্পেকে সাহস জুগিয়েছেন কিংবদন্তি পেলেও।
এই পেনাল্টি মিসেই শেষ নয়। পুরো ইউরোতে নিজেকে হারিয়ে খুঁজেছেন এমবাপ্পে। ভুলে যাওয়ার মতো একটি টুর্নামেন্টে ৪ ম্যাচে একটি গোলও করতে পারেননি এই ফরোয়ার্ড। কাল সুইজারল্যান্ড ম্যাচের আগে ছিল না একটি অ্যাসিস্টও। করিম বেনজেমাকে দিয়ে গোল করিয়ে একমাত্র অ্যাসিস্টটি করেন কাল সুইজারল্যান্ড ম্যাচে। পুরো ম্যাচে সতীর্থদের ৯৫ শতাংশ পাস সফলভাবে দিয়েছেন। তবে নিজে গোলপোস্টের ঠিকানা খুঁজে পাননি। গোল পেতে ছয়টি শট নিলেও একটি রাখতে পারেননি পোস্টে। গোল মিসের পর ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। পাশে পেয়েছেন সতীর্থ, কোচ এমনকি ব্রাজিল কিংবদন্তি পেলেকেও। টুইটারে পেলে লিখেছেন, ‘মাথা উঁচু রাখ, কিলিয়ান! আগামীকাল তোমার নতুন যাত্রার প্রথম দিন।’
ইউরোতে চার ম্যাচে ৩৯০ মিনিট মাঠে ছিলেন এমবাপ্পে। বলের সঙ্গে পায়ের স্পর্শ ছিল ১৮৩ বার। সতীর্থদের উদ্দেশ্য বাড়ানো ৯৬টি পাসের ৮৪টি ঠিকঠাক দিতে পেরেছিলেন। যার ১৯টি সামনের দিকে ৫৪টি পাশাপাশি পাস। প্রতিপক্ষ খেলোয়াড়েরা এমবাপ্পে থেকে বল কেড়ে নিয়েছেন ৬২ বার। গোলের জন্য মোট শট নিয়েছেন ১২ টি। পোস্টে রাখতে পেরেছেন তিনটি। শতাংশের হিসেবে ২৫ ভাগ নির্ভুল ছিলেন এমবাপ্পে।
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
৩৬ মিনিট আগে২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজ হতে আর বেশি দিন বাকি নেই। সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে দল ঘোষণা করল আমিরাত। মুহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক করে আমিরাত আজ দল ঘোষণা করেছে। বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করার কথা আজ এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব কাটিয়ে ফের সচল হতে চলেছে উপমহাদেশের ক্রিকেট। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দূর হয়েছে অনিশ্চয়তাও। পাকিস্তানে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সময়মতোই হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে