Ajker Patrika

মিরপুরের উইকেটকে ধুয়ে দিলেন পাকিস্তানের কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০০: ২১
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের কোচ মাইক হেসন। ছবি: বিসিবি
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের কোচ মাইক হেসন। ছবি: বিসিবি

১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!

ম্যাচে শেষে ইএসপিএন ক্রিকইনফোর লাইভ কমেন্ট্রিতে সালমানকে উদ্ধৃত করে এমনই লেখা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘বাংলাদেশে এসে আপনি এই ধরনের পিচই আশা করতে পারেন। কালেভদ্রে ভালো উইকেটের দেখা মেলে। আমরা তাই এমন উইকেটের আশঙ্কাই করেছিলাম।’

পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন পাকিস্তানের কোচ মাইক হেসন। মিরপুরের উইকেটের সমালোচনা করেছেন তিনিও, ‘এই ধরনের উইকেট কারও জন্য আদর্শ হতে পারে বলে মনে করি না আমি। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সময় দলগুলোর। এ ধরনের উইকেট গ্রহণযোগ্য নয়। মানছি, এটা (বাজে ব্যাটিংয়ের) অজুহাত হতে পারে না। কিন্তু এই উইকেট আন্তর্জাতিক মানের নয়, এটা বলতেই হবে।’

পাওয়ার প্লেতে ৪ উইকেট খুইয়ে ৪১ রান তোলে পাকিস্তান। শুরুর এই ধাক্কা পরে আর পাকিস্তানি ব্যাটাররা কাটিয়ে উঠতে পারেননি। ফলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাঁদের রেকর্ড ১১০ রানে অলআউট হয়েছে। সব মিলিয়ে মিরপুরের এই উইকেটকে স্পোর্টিং উইকেট বলতে নারাজ তাঁরা।

মিরপুরের উইকেট কি আসলেই এতটা বাজে? ব্যাট হাতে বাংলাদেশের জয়ের নায়ক পারভেজ হোসেন ইমন তেমনটা মনে করেন না। এটিকে গড়পড়তা উইকেটই বললেন তিনি। ইমনের ভাষায়, ‘মিরপুরের উইকেটে বোলারদের একটু সহায়তা থাকে, এটা স্বাভাবিক। আমাদের পরিকল্পনা ছিল যত দ্রুত সম্ভব উইকেট বুঝে সেট হয়ে যাওয়া। আমরা ১৬ ওভারে ১১০ রান করেছি। যদি ২০ ওভার ব্যাট করতাম, ১৬০ রান হতে পারত। তাই আমার কাছে মনে হয়নি যে উইকেট খারাপ ছিল। হয়তো ওরা মানিয়ে নিতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা করেছি দ্রুত উইকেট বুঝে নেওয়ার। দুটো উইকেট আগেভাগে পড়তেই পারে, কিন্তু বাকিরা সেটা সামলে নিয়েছে।’

ইমন আরও বলেন, ‘উইকেটে সম বাউন্সই ছিল, তবে হ্যাঁ, দু-একটা অসম বাউন্স ছিল। এটা হতেই পারে। বোলারদের স্পাইকে উইকেটের ভাঙা জায়গায় পড়লে কিছু বল এদিক-সেদিক যাবেই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আমরা ভালো খেলেছি। সবাই আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করেছি, সেই আত্মবিশ্বাসই নিয়েই খেলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত