আগের ম্যাচে প্যারিসে লিওনেল মেসির ঝলকে হেরেছিল ম্যানচেস্টার সিটি। সেই হারের শোধ এবার ঘরের মাঠ ইতিহাদেই নিল ম্যানচেস্টার সিটি। শুরুতে পিছিয়ে পড়েও প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে গ্রুপে শীর্ষস্থানও নিশ্চিত করেছে সিটি। ৫ ম্যাচ শেষে সিটির পয়েন্ট যেখানে ১২, সেখানে দুই নম্বরে থাকা পিএসজির পয়েন্ট ৮। তবে দুই দলই এরই মধ্যে নকআউটে পৌঁছে গেছে।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি। পিএসজিও অবশ্য চেষ্টা করে আক্রমণে গিয়ে স্বাগতিকদের চাপে ফেলতে। প্রথমার্ধে যদিও গোল পায়নি কোনো দলই।
বিরতির পরই জমে ওঠে আসল লড়াই। দাপুটে খেলা সিটিকে স্তব্ধ করে প্যারিস জায়ান্টদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ঘরের মাঠে সিটিকে যখন হার চোখ রাঙাচ্ছিল, তখনই ৬৩ মিনিটে ম্যাচে সমতা ফেরান রাহিম স্টার্লিং। আক্রমণের ধারায় ৭৬ মিনিটে ব্যবধান ২-১ করেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর আর কোনো দল গোল না পেলে প্রতিশোধের এক জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
ম্যাচের পর দারুণ এই জয়ে উচ্ছ্বসিত সিটি বস পেপ গার্দিওলা বলেন, ‘ম্যাচটা দারুণ ছিল। ফাইনাল থার্ডে ওদের পায়ে বল গেলেই বিপদ হওয়ার ভয় ছিল। তবু আগের ম্যাচের মতোই আমরা ভালো খেলেছি।’
জয়ের পরও প্রথমার্ধে সুযোগ হাতছাড়া করা নিয়ে আক্ষেপ আছে গার্দিওলার, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রথমার্ধে তৈরি করা সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। তাদের গোলের পর কিছু সময় আমরা ভুগেছি। তবে এরপর দারুণভাবে ফিরে এসেছি।’
আগের ম্যাচে প্যারিসে লিওনেল মেসির ঝলকে হেরেছিল ম্যানচেস্টার সিটি। সেই হারের শোধ এবার ঘরের মাঠ ইতিহাদেই নিল ম্যানচেস্টার সিটি। শুরুতে পিছিয়ে পড়েও প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে গ্রুপে শীর্ষস্থানও নিশ্চিত করেছে সিটি। ৫ ম্যাচ শেষে সিটির পয়েন্ট যেখানে ১২, সেখানে দুই নম্বরে থাকা পিএসজির পয়েন্ট ৮। তবে দুই দলই এরই মধ্যে নকআউটে পৌঁছে গেছে।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি। পিএসজিও অবশ্য চেষ্টা করে আক্রমণে গিয়ে স্বাগতিকদের চাপে ফেলতে। প্রথমার্ধে যদিও গোল পায়নি কোনো দলই।
বিরতির পরই জমে ওঠে আসল লড়াই। দাপুটে খেলা সিটিকে স্তব্ধ করে প্যারিস জায়ান্টদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ঘরের মাঠে সিটিকে যখন হার চোখ রাঙাচ্ছিল, তখনই ৬৩ মিনিটে ম্যাচে সমতা ফেরান রাহিম স্টার্লিং। আক্রমণের ধারায় ৭৬ মিনিটে ব্যবধান ২-১ করেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর আর কোনো দল গোল না পেলে প্রতিশোধের এক জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
ম্যাচের পর দারুণ এই জয়ে উচ্ছ্বসিত সিটি বস পেপ গার্দিওলা বলেন, ‘ম্যাচটা দারুণ ছিল। ফাইনাল থার্ডে ওদের পায়ে বল গেলেই বিপদ হওয়ার ভয় ছিল। তবু আগের ম্যাচের মতোই আমরা ভালো খেলেছি।’
জয়ের পরও প্রথমার্ধে সুযোগ হাতছাড়া করা নিয়ে আক্ষেপ আছে গার্দিওলার, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রথমার্ধে তৈরি করা সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। তাদের গোলের পর কিছু সময় আমরা ভুগেছি। তবে এরপর দারুণভাবে ফিরে এসেছি।’
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
২ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
৩ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
৩ ঘণ্টা আগে