ঢাকা: চ্যাম্পিয়নস লিগ হাতছাড়া হয়েছে আগেই। পরশু ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলে হেরে ধূলিসাৎ হয়েছে লা-লিগার শিরোপা জয়ের স্বপ্নও। বার্সেলোনার বাজে মৌসুমের পর সমালোচনায় এখন কোচ রোনাল্ড কোমান। ধারণা করা হচ্ছে, মৌসুম শেষেই চাকরি হারাবেন তিনি। কাল কাতার থেকে স্পেনে ছুটি কাটাতে এসে কোমানের চেয়ারকে যেন নাড়িয়েই দিয়েছেন বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ। গুঞ্জন চলছে, কোমানকে সরিয়ে জাভি হতে পারেন বার্সেলোনার ভবিষ্যৎ কোচ।
কাতারিয়ান ক্লাব আল-সাদের দায়িত্বে থাকা জাভি মৌসুম শেষ করে কাল বার্সেলোনা এসেছেন। বিমানবন্দরে পা দেওয়া মাত্রই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। বার্সার নতুন কোচ হতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে জাভি বলেছেন, ‘এ ব্যাপারে কিছুই জানি না। আমি এখানে পরিবার নিয়ে ছুটি কাটাতে এসেছি।’ এরপর আর কথা না বাড়িয়ে দ্রুতই বিমানবন্দর ত্যাগ করেন কাতালানদের সাবেক মিডফিল্ডার।
আল-সাদের সঙ্গে জাভির নতুন করে চুক্তির নবায়নও হয়েছে। তবু কাতারের এই ক্লাবটি জানিয়েছে, যদি বার্সেলোনার কোচ হওয়ার প্রস্তাব তিনি (জাভি) পান, আমরা তাকে আটকাব না।
কোমানের চাকরির যদিও এক বছর বাকি। কিন্তু এই মৌসুমে দলকে এক কোপা দেল রে ছাড়া বার্সাকে আর কোনো শিরোপা এনে দিতে পারেননি তিনি। আর বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে জাভির সম্পর্ক খুব ভালো। যতই জাভি বলুক, আমি কিছু জানি না- যা রটে, তার কিছু তো ঘটে!
ঢাকা: চ্যাম্পিয়নস লিগ হাতছাড়া হয়েছে আগেই। পরশু ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলে হেরে ধূলিসাৎ হয়েছে লা-লিগার শিরোপা জয়ের স্বপ্নও। বার্সেলোনার বাজে মৌসুমের পর সমালোচনায় এখন কোচ রোনাল্ড কোমান। ধারণা করা হচ্ছে, মৌসুম শেষেই চাকরি হারাবেন তিনি। কাল কাতার থেকে স্পেনে ছুটি কাটাতে এসে কোমানের চেয়ারকে যেন নাড়িয়েই দিয়েছেন বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ। গুঞ্জন চলছে, কোমানকে সরিয়ে জাভি হতে পারেন বার্সেলোনার ভবিষ্যৎ কোচ।
কাতারিয়ান ক্লাব আল-সাদের দায়িত্বে থাকা জাভি মৌসুম শেষ করে কাল বার্সেলোনা এসেছেন। বিমানবন্দরে পা দেওয়া মাত্রই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। বার্সার নতুন কোচ হতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে জাভি বলেছেন, ‘এ ব্যাপারে কিছুই জানি না। আমি এখানে পরিবার নিয়ে ছুটি কাটাতে এসেছি।’ এরপর আর কথা না বাড়িয়ে দ্রুতই বিমানবন্দর ত্যাগ করেন কাতালানদের সাবেক মিডফিল্ডার।
আল-সাদের সঙ্গে জাভির নতুন করে চুক্তির নবায়নও হয়েছে। তবু কাতারের এই ক্লাবটি জানিয়েছে, যদি বার্সেলোনার কোচ হওয়ার প্রস্তাব তিনি (জাভি) পান, আমরা তাকে আটকাব না।
কোমানের চাকরির যদিও এক বছর বাকি। কিন্তু এই মৌসুমে দলকে এক কোপা দেল রে ছাড়া বার্সাকে আর কোনো শিরোপা এনে দিতে পারেননি তিনি। আর বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে জাভির সম্পর্ক খুব ভালো। যতই জাভি বলুক, আমি কিছু জানি না- যা রটে, তার কিছু তো ঘটে!
জাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৩ ঘণ্টা আগেবেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
৫ ঘণ্টা আগেইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
৬ ঘণ্টা আগে