বার্সেলোনায় সোনালি সময় পার করেছেন লিওনেল মেসি-নেইমার-লুইস সুয়ারেজ জুটি, যার নাম দেওয়া হয়েছিল ‘এমএসএন’। সময়ের পরিক্রমায় সেসব এখন শুধুই অতীত। মেসি বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর এবার নতুন জুটি গড়েছেন নেইমার আর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। এই জুটির নাম দেওয়া হয়েছে ‘এমএসএম’।
বার্সায় মেসি-নেইমার-সুয়ারেজের মধ্যে দুর্দান্ত রসায়ন গড়ে উঠেছিল। এমবাপ্পেকে সঙ্গে নিয়ে পিএসজিতে সেটা এখনো সেভাবে জমে ওঠেনি। মেসি নিজেও দুটোর মাঝে ভিন্নতা দেখছেন। ফ্রান্স ফুটবলে মেসির সাক্ষাৎকারে সেরকমই উঠে এসেছে।
দুই জুটির মধ্যে পার্থক্যটা কোথায় এমন প্রশ্নে মজার ছলেই মেসি উত্তর দিলেন, ‘প্রথমত, বয়স (হাসি) ! নেইমারের সঙ্গে যখন খেলা শুরু করেছিলাম, তখন বয়স আরও কম ছিল আমাদের। আর আজ আমাদের মধ্যে সবচেয়ে তরুণ হচ্ছে কিলিয়ান।’
পিএসজিতে নতুন জুটিতে শুধু একটি পরিবর্তন এসেছে। সুয়ারেজের জায়গাটা দখল করেছেন ফরাসি তারকা এমবাপ্পে। দুজনের মাঝে পার্থক্যটা মেসি তুলে ধরলেন এভাবে, ‘লুইস (সুয়ারেজ) আর কিলিয়ান (এমবাপ্পে) পুরোপুরি ভিন্ন ধরনের খেলোয়াড়। লুইস একেবারে নিখুঁত নাম্বার নাইন, একজন সেন্টার ফরোয়ার্ড, যে কি না বক্সে সবচেয়ে বেশি ভয়ংকর, অনেক গোল করতে পারে।’
বর্তমান সতীর্থ এমবাপ্পের ব্যাপারে মেসি বললেন, ‘কিলিয়ান বেশি সময় বল পায়ে রাখতে পছন্দ করে। ও অনেক শক্তিশালী এবং ভয়ংকর গতির একজন খেলোয়াড়। আপনি একটু জায়গা ছেড়ে দিলেন, তো ও আপনাকে খুন করে ফেলতে পারে! কিলিয়ানও অনেক অনেক গোল করতে পারে। দুজনই অসাধারণ খেলোয়াড়, তবে দুজনের দক্ষতা ভিন্ন।’
বার্সেলোনায় সোনালি সময় পার করেছেন লিওনেল মেসি-নেইমার-লুইস সুয়ারেজ জুটি, যার নাম দেওয়া হয়েছিল ‘এমএসএন’। সময়ের পরিক্রমায় সেসব এখন শুধুই অতীত। মেসি বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর এবার নতুন জুটি গড়েছেন নেইমার আর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। এই জুটির নাম দেওয়া হয়েছে ‘এমএসএম’।
বার্সায় মেসি-নেইমার-সুয়ারেজের মধ্যে দুর্দান্ত রসায়ন গড়ে উঠেছিল। এমবাপ্পেকে সঙ্গে নিয়ে পিএসজিতে সেটা এখনো সেভাবে জমে ওঠেনি। মেসি নিজেও দুটোর মাঝে ভিন্নতা দেখছেন। ফ্রান্স ফুটবলে মেসির সাক্ষাৎকারে সেরকমই উঠে এসেছে।
দুই জুটির মধ্যে পার্থক্যটা কোথায় এমন প্রশ্নে মজার ছলেই মেসি উত্তর দিলেন, ‘প্রথমত, বয়স (হাসি) ! নেইমারের সঙ্গে যখন খেলা শুরু করেছিলাম, তখন বয়স আরও কম ছিল আমাদের। আর আজ আমাদের মধ্যে সবচেয়ে তরুণ হচ্ছে কিলিয়ান।’
পিএসজিতে নতুন জুটিতে শুধু একটি পরিবর্তন এসেছে। সুয়ারেজের জায়গাটা দখল করেছেন ফরাসি তারকা এমবাপ্পে। দুজনের মাঝে পার্থক্যটা মেসি তুলে ধরলেন এভাবে, ‘লুইস (সুয়ারেজ) আর কিলিয়ান (এমবাপ্পে) পুরোপুরি ভিন্ন ধরনের খেলোয়াড়। লুইস একেবারে নিখুঁত নাম্বার নাইন, একজন সেন্টার ফরোয়ার্ড, যে কি না বক্সে সবচেয়ে বেশি ভয়ংকর, অনেক গোল করতে পারে।’
বর্তমান সতীর্থ এমবাপ্পের ব্যাপারে মেসি বললেন, ‘কিলিয়ান বেশি সময় বল পায়ে রাখতে পছন্দ করে। ও অনেক শক্তিশালী এবং ভয়ংকর গতির একজন খেলোয়াড়। আপনি একটু জায়গা ছেড়ে দিলেন, তো ও আপনাকে খুন করে ফেলতে পারে! কিলিয়ানও অনেক অনেক গোল করতে পারে। দুজনই অসাধারণ খেলোয়াড়, তবে দুজনের দক্ষতা ভিন্ন।’
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
২ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
৩ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
৩ ঘণ্টা আগে