ক্রীড়া ডেস্ক
দলবদলে নাটকীয়তা জমিয়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার জন্য দলে ভিড়িয়েছিল ‘তুরিনের বুড়িরা’। কিন্তু তিন মৌসুম সেখানে থেকেও দলকে ইউরোপ সেরা করতে পারেননি রোনালদো।
উল্টো জুভেন্টাসের দলীয় ঐক্য নষ্ট করেছেন রোনালদো। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইতালি ও জুভেন্টাস কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। রোনালদো যে মৌসুমে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন সেই মৌসুমে ক্লাব ছেড়েছিলেন বুফন।
প্রথম মৌসুমে না পেলেও পরের দুই মৌসুমে জুভেন্টাসে রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন বুফন। সাবেক রিয়াল তারকাকে নিয়ে বুফনের দাবি, রোনালদোকে দলে নিয়ে চ্যাম্পিয়নস লিগ তো জিততে পারেনি জুভেন্টাস, উল্টো দলীয় ঐক্যও জলাঞ্জলি দিতে হয়েছে।
রোনালদো যোগ দেওয়ার মৌসুমে শেষ আট থেকে বিদায় নেয় জুভেন্টাস। অথচ এর আগের চার মৌসুমের দুটিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে দলটি। পরের মৌসুমে বুফন ফিরেও ভাগ্য বদলাতে পারেননি। এবার জুভরা বিদায় নেয় শেষ ষোলো থেকেই।
সাক্ষাৎকারে বুফন বলেছেন, ‘আমি ফিরে এসে দুই বছর রোনালদোর সঙ্গে কাজ করেছি। ভালোও করেছি। তবে আমার মনে হয়েছে দল হিসেবে খেলার অভ্যাসটা হারিয়ে গেছে জুভেন্টাস থেকে। সে আসার প্রথম বছরে আমি যখন আমি প্যারিসে ছিলাম, তখন জুভেন্টাসের সামনে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ ছিল। কিন্তু শেষমেশ কেন হয়নি, তা আমি বুঝতেই পারি না।’
দলবদলে নাটকীয়তা জমিয়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার জন্য দলে ভিড়িয়েছিল ‘তুরিনের বুড়িরা’। কিন্তু তিন মৌসুম সেখানে থেকেও দলকে ইউরোপ সেরা করতে পারেননি রোনালদো।
উল্টো জুভেন্টাসের দলীয় ঐক্য নষ্ট করেছেন রোনালদো। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইতালি ও জুভেন্টাস কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। রোনালদো যে মৌসুমে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন সেই মৌসুমে ক্লাব ছেড়েছিলেন বুফন।
প্রথম মৌসুমে না পেলেও পরের দুই মৌসুমে জুভেন্টাসে রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন বুফন। সাবেক রিয়াল তারকাকে নিয়ে বুফনের দাবি, রোনালদোকে দলে নিয়ে চ্যাম্পিয়নস লিগ তো জিততে পারেনি জুভেন্টাস, উল্টো দলীয় ঐক্যও জলাঞ্জলি দিতে হয়েছে।
রোনালদো যোগ দেওয়ার মৌসুমে শেষ আট থেকে বিদায় নেয় জুভেন্টাস। অথচ এর আগের চার মৌসুমের দুটিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে দলটি। পরের মৌসুমে বুফন ফিরেও ভাগ্য বদলাতে পারেননি। এবার জুভরা বিদায় নেয় শেষ ষোলো থেকেই।
সাক্ষাৎকারে বুফন বলেছেন, ‘আমি ফিরে এসে দুই বছর রোনালদোর সঙ্গে কাজ করেছি। ভালোও করেছি। তবে আমার মনে হয়েছে দল হিসেবে খেলার অভ্যাসটা হারিয়ে গেছে জুভেন্টাস থেকে। সে আসার প্রথম বছরে আমি যখন আমি প্যারিসে ছিলাম, তখন জুভেন্টাসের সামনে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ ছিল। কিন্তু শেষমেশ কেন হয়নি, তা আমি বুঝতেই পারি না।’
১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
১০ মিনিট আগেইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতেছে ভারত। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে ৩-১ ব্যবধানে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি।
১ ঘণ্টা আগেশেফিল্ড ইউনাইটেডে এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত হামজা চৌধুরীর জন্য! তাঁর অভিষেকে ক্লাব জিতেছে। তিনি নিজেও জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
১ ঘণ্টা আগেরংপুর রাইডার্স রীতিমতো উড়ছিল। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি প্রথম ৮ ম্যাচের ৮টিতে জিতে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে। তাদের কাছে প্রথম কোয়ালিফায়ারে ওঠা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে টুর্নামেন্টের শেষ ভাগে এসে হোঁচট খায় সোহান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিনদের রংপুর।
২ ঘণ্টা আগে