Ajker Patrika

এমবাপ্পের দলবদল ইস্যু কাতারের আমিরের টেবিলে! 

আপডেট : ২০ আগস্ট ২০২১, ২১: ২৪
এমবাপ্পের দলবদল ইস্যু কাতারের আমিরের টেবিলে! 

ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের বাকি আর ১১ দিন। সময় যত গড়াচ্ছে, ক্লাব কর্তাদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে। 

২১ বছরের বার্সেলোনা–অধ্যায় শেষে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়ে কদিন আগে দলবদলের সব আলো কেড়ে নিয়েছিলেন লিওনেল মেসি। এবার পিএসজি থেকে প্রস্থানের সিদ্ধান্তে পাদপ্রদীপের আলোয় কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরাসি তারকার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে চলছে জোর গুঞ্জন। 

বিষয়টি শেষ পর্যন্ত গড়াচ্ছে কাতারের আমির ও পিএসজির কর্ণধার তামিম বিন হামাদ আল থানির টেবিল পর্যন্ত। 

যদিও এমবাপ্পের প্যারিস ছাড়া নিয়ে যতবার কথা উঠেছে, পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি সাফ জানিয়ে দিয়েছেন, এমবাপ্পেকে ছাড়ছেন না তারা। ওদিকে, হাল ছাড়তে রাজি নয় রিয়ালও। যে কোনো মূল্যে এই গোলমেশিনকে পেতে চায় তারা। 

এ নিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা দিয়েছে চাঞ্চল্যকর খবর। এমবাপ্পেকে পেতে খেলাইফিকে ডিঙিয়ে সরাসরি কাতারের আমিরের সঙ্গে কথা বলতে চান রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

একটি দলবদল যে কতটা গুরুত্বপূর্ণ, সেটি নতুন করে আঁচ করা যাচ্ছে এমবাপ্পেকে দিয়েই। সোজা কথায়, তরুণ এই ফরোয়ার্ডের ক্লাব বদলের বিষয়টি এখন রাষ্ট্রীয় ইস্যু!

আগামী বছর ফুটবল বিশ্বকাপ বসছে কাতারে। এই সময় দেশটির আমির তামিম বিন হামাদ আল থানি নিজেও যেমন বিব্রতকর অবস্থায় পড়তে চান না, আবার দেশকেও ফেলতে চান না। 

বিব্রত হওয়ার প্রশ্নটা এজন্য আসছে যে, এমবাপ্পে নিজেই পিএসজিতে আর থাকতে চান না। বিশেষ করে মেসি আসার পর ক্লাব ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন এই ফরোয়ার্ড। 

রিয়াল মাদ্রিদও আত্মবিশ্বাসী, যে কদিন সময় আছে এর মধ্যে তারা এমবাপ্পেকে ছাড়িয়ে নেওয়ার ব্যাপারে কাতারের আমিরকে রাজি করাতে পারবেন। 

তেলের টাকায় সমৃদ্ধ তামিম বিন হামাদ আল থানিকে ধনকুবের পেরেজ ঠিকঠাক 'তেল মারতে' পারেন কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত