ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের বাকি আর ১১ দিন। সময় যত গড়াচ্ছে, ক্লাব কর্তাদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে।
২১ বছরের বার্সেলোনা–অধ্যায় শেষে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়ে কদিন আগে দলবদলের সব আলো কেড়ে নিয়েছিলেন লিওনেল মেসি। এবার পিএসজি থেকে প্রস্থানের সিদ্ধান্তে পাদপ্রদীপের আলোয় কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরাসি তারকার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে চলছে জোর গুঞ্জন।
বিষয়টি শেষ পর্যন্ত গড়াচ্ছে কাতারের আমির ও পিএসজির কর্ণধার তামিম বিন হামাদ আল থানির টেবিল পর্যন্ত।
যদিও এমবাপ্পের প্যারিস ছাড়া নিয়ে যতবার কথা উঠেছে, পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি সাফ জানিয়ে দিয়েছেন, এমবাপ্পেকে ছাড়ছেন না তারা। ওদিকে, হাল ছাড়তে রাজি নয় রিয়ালও। যে কোনো মূল্যে এই গোলমেশিনকে পেতে চায় তারা।
এ নিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা দিয়েছে চাঞ্চল্যকর খবর। এমবাপ্পেকে পেতে খেলাইফিকে ডিঙিয়ে সরাসরি কাতারের আমিরের সঙ্গে কথা বলতে চান রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
একটি দলবদল যে কতটা গুরুত্বপূর্ণ, সেটি নতুন করে আঁচ করা যাচ্ছে এমবাপ্পেকে দিয়েই। সোজা কথায়, তরুণ এই ফরোয়ার্ডের ক্লাব বদলের বিষয়টি এখন রাষ্ট্রীয় ইস্যু!
আগামী বছর ফুটবল বিশ্বকাপ বসছে কাতারে। এই সময় দেশটির আমির তামিম বিন হামাদ আল থানি নিজেও যেমন বিব্রতকর অবস্থায় পড়তে চান না, আবার দেশকেও ফেলতে চান না।
বিব্রত হওয়ার প্রশ্নটা এজন্য আসছে যে, এমবাপ্পে নিজেই পিএসজিতে আর থাকতে চান না। বিশেষ করে মেসি আসার পর ক্লাব ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন এই ফরোয়ার্ড।
রিয়াল মাদ্রিদও আত্মবিশ্বাসী, যে কদিন সময় আছে এর মধ্যে তারা এমবাপ্পেকে ছাড়িয়ে নেওয়ার ব্যাপারে কাতারের আমিরকে রাজি করাতে পারবেন।
তেলের টাকায় সমৃদ্ধ তামিম বিন হামাদ আল থানিকে ধনকুবের পেরেজ ঠিকঠাক 'তেল মারতে' পারেন কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।
ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের বাকি আর ১১ দিন। সময় যত গড়াচ্ছে, ক্লাব কর্তাদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে।
২১ বছরের বার্সেলোনা–অধ্যায় শেষে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়ে কদিন আগে দলবদলের সব আলো কেড়ে নিয়েছিলেন লিওনেল মেসি। এবার পিএসজি থেকে প্রস্থানের সিদ্ধান্তে পাদপ্রদীপের আলোয় কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরাসি তারকার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে চলছে জোর গুঞ্জন।
বিষয়টি শেষ পর্যন্ত গড়াচ্ছে কাতারের আমির ও পিএসজির কর্ণধার তামিম বিন হামাদ আল থানির টেবিল পর্যন্ত।
যদিও এমবাপ্পের প্যারিস ছাড়া নিয়ে যতবার কথা উঠেছে, পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি সাফ জানিয়ে দিয়েছেন, এমবাপ্পেকে ছাড়ছেন না তারা। ওদিকে, হাল ছাড়তে রাজি নয় রিয়ালও। যে কোনো মূল্যে এই গোলমেশিনকে পেতে চায় তারা।
এ নিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা দিয়েছে চাঞ্চল্যকর খবর। এমবাপ্পেকে পেতে খেলাইফিকে ডিঙিয়ে সরাসরি কাতারের আমিরের সঙ্গে কথা বলতে চান রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
একটি দলবদল যে কতটা গুরুত্বপূর্ণ, সেটি নতুন করে আঁচ করা যাচ্ছে এমবাপ্পেকে দিয়েই। সোজা কথায়, তরুণ এই ফরোয়ার্ডের ক্লাব বদলের বিষয়টি এখন রাষ্ট্রীয় ইস্যু!
আগামী বছর ফুটবল বিশ্বকাপ বসছে কাতারে। এই সময় দেশটির আমির তামিম বিন হামাদ আল থানি নিজেও যেমন বিব্রতকর অবস্থায় পড়তে চান না, আবার দেশকেও ফেলতে চান না।
বিব্রত হওয়ার প্রশ্নটা এজন্য আসছে যে, এমবাপ্পে নিজেই পিএসজিতে আর থাকতে চান না। বিশেষ করে মেসি আসার পর ক্লাব ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন এই ফরোয়ার্ড।
রিয়াল মাদ্রিদও আত্মবিশ্বাসী, যে কদিন সময় আছে এর মধ্যে তারা এমবাপ্পেকে ছাড়িয়ে নেওয়ার ব্যাপারে কাতারের আমিরকে রাজি করাতে পারবেন।
তেলের টাকায় সমৃদ্ধ তামিম বিন হামাদ আল থানিকে ধনকুবের পেরেজ ঠিকঠাক 'তেল মারতে' পারেন কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৭ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৯ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১০ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১০ ঘণ্টা আগে