নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিগে সবচেয়ে কঠিন ম্যাচ খেলে সাইড লাইনের পাশে বসে দম নিচ্ছিলেন আতাউর রহমান ভূঁইয়া সিএসসি দলের ফুটবলাররা। সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নাসরিন স্পোর্টস একাডেমিকে ঠেকানোর স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না তহুরা খাতুনদের। হঠাৎ মাঠে জ্ঞান হারালেন দলটির ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। অ্যাম্বুলেন্সে করে তাঁকে পাঠানো হলো হাসপাতালেও!
নারী লিগে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি ও আতাউর রহমান ভূঁইয়া। দুই দলই জাতীয় দলের ফুটবলারদের সাজানো। খেলাটাও হলো হাড্ডাহাড্ডি। কেউ কাউকে হারাতে পারেনি। খেলা শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে।
শুরু থেকে শেষ পর্যন্ত চাপ নিয়ে খেলেছেন দুই দলের ফুটবলাররা। সঙ্গে প্রতিপক্ষ ছিল গরম। প্রচণ্ড চাপের মধ্যে খেলার প্রভাবটা পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ফরোয়ার্ড সাগরিকার ওপর। মাঠেই জ্ঞান হারালেন, মাঠে এল অ্যাম্বুলেন্স। সতীর্থরা তাঁকে ধরাধরি করে তুলে দেন অ্যাম্বুলেন্সে। আতাউর রহমান ভূঁইয়া দলের কোচ গোলাম রায়হান বাপন জানালেন, সাগরিকাকে নেওয়া হয়েছে মুগদা জেনারেল হাসপাতালে।
আতাউর রহমান ভূঁইয়া দলের এক কর্মকর্তা বললেন, ‘এই লিগের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল আজ। প্রচণ্ড চাপেই ও (সাগরিকা) অসুস্থ হয়ে গেছে।’ সাগরিকার সতীর্থ সৌরভী আকন্দ প্রীতি বলেন, ‘ওর (সাগরিকা) আগে থেকেই এই সমস্যা আছে। মাঝে মাঝে বুকে ব্যথা হয়। সেই ব্যথাই আজকে উঠেছে।’ বাফুফের এক কর্মকর্তাও সমর্থন দিলেন একই কথায়, ‘সাগরিকার আগে থেকেই এই সমস্যা আছে। গরমের কারণে হয়তো রক্তে সুগার কমে গেছে।’
এই বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী সাফে ৪ গোল করে আলো কেড়েছিলেন সাগরিকা। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। এবারের নারী লিগে ১০ গোল করে এখন পর্যন্ত যৌথভাবে শীর্ষ গোলদাতা সাগরিকা। আজ নাসরিনের বিপক্ষে গোল পাননি। ম্যাচে জোড়া গোল করে আলো কেড়েছেন সৌরভী আকন্দ প্রীতি। নাসরিনকে ঠেকিয়ে লিগ জমিয়ে তুলেছে আতাউর রহমান ভূঁইয়া।
লিগে সবচেয়ে কঠিন ম্যাচ খেলে সাইড লাইনের পাশে বসে দম নিচ্ছিলেন আতাউর রহমান ভূঁইয়া সিএসসি দলের ফুটবলাররা। সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নাসরিন স্পোর্টস একাডেমিকে ঠেকানোর স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না তহুরা খাতুনদের। হঠাৎ মাঠে জ্ঞান হারালেন দলটির ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। অ্যাম্বুলেন্সে করে তাঁকে পাঠানো হলো হাসপাতালেও!
নারী লিগে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি ও আতাউর রহমান ভূঁইয়া। দুই দলই জাতীয় দলের ফুটবলারদের সাজানো। খেলাটাও হলো হাড্ডাহাড্ডি। কেউ কাউকে হারাতে পারেনি। খেলা শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে।
শুরু থেকে শেষ পর্যন্ত চাপ নিয়ে খেলেছেন দুই দলের ফুটবলাররা। সঙ্গে প্রতিপক্ষ ছিল গরম। প্রচণ্ড চাপের মধ্যে খেলার প্রভাবটা পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ফরোয়ার্ড সাগরিকার ওপর। মাঠেই জ্ঞান হারালেন, মাঠে এল অ্যাম্বুলেন্স। সতীর্থরা তাঁকে ধরাধরি করে তুলে দেন অ্যাম্বুলেন্সে। আতাউর রহমান ভূঁইয়া দলের কোচ গোলাম রায়হান বাপন জানালেন, সাগরিকাকে নেওয়া হয়েছে মুগদা জেনারেল হাসপাতালে।
আতাউর রহমান ভূঁইয়া দলের এক কর্মকর্তা বললেন, ‘এই লিগের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল আজ। প্রচণ্ড চাপেই ও (সাগরিকা) অসুস্থ হয়ে গেছে।’ সাগরিকার সতীর্থ সৌরভী আকন্দ প্রীতি বলেন, ‘ওর (সাগরিকা) আগে থেকেই এই সমস্যা আছে। মাঝে মাঝে বুকে ব্যথা হয়। সেই ব্যথাই আজকে উঠেছে।’ বাফুফের এক কর্মকর্তাও সমর্থন দিলেন একই কথায়, ‘সাগরিকার আগে থেকেই এই সমস্যা আছে। গরমের কারণে হয়তো রক্তে সুগার কমে গেছে।’
এই বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী সাফে ৪ গোল করে আলো কেড়েছিলেন সাগরিকা। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। এবারের নারী লিগে ১০ গোল করে এখন পর্যন্ত যৌথভাবে শীর্ষ গোলদাতা সাগরিকা। আজ নাসরিনের বিপক্ষে গোল পাননি। ম্যাচে জোড়া গোল করে আলো কেড়েছেন সৌরভী আকন্দ প্রীতি। নাসরিনকে ঠেকিয়ে লিগ জমিয়ে তুলেছে আতাউর রহমান ভূঁইয়া।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে