নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিগে সবচেয়ে কঠিন ম্যাচ খেলে সাইড লাইনের পাশে বসে দম নিচ্ছিলেন আতাউর রহমান ভূঁইয়া সিএসসি দলের ফুটবলাররা। সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নাসরিন স্পোর্টস একাডেমিকে ঠেকানোর স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না তহুরা খাতুনদের। হঠাৎ মাঠে জ্ঞান হারালেন দলটির ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। অ্যাম্বুলেন্সে করে তাঁকে পাঠানো হলো হাসপাতালেও!
নারী লিগে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি ও আতাউর রহমান ভূঁইয়া। দুই দলই জাতীয় দলের ফুটবলারদের সাজানো। খেলাটাও হলো হাড্ডাহাড্ডি। কেউ কাউকে হারাতে পারেনি। খেলা শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে।
শুরু থেকে শেষ পর্যন্ত চাপ নিয়ে খেলেছেন দুই দলের ফুটবলাররা। সঙ্গে প্রতিপক্ষ ছিল গরম। প্রচণ্ড চাপের মধ্যে খেলার প্রভাবটা পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ফরোয়ার্ড সাগরিকার ওপর। মাঠেই জ্ঞান হারালেন, মাঠে এল অ্যাম্বুলেন্স। সতীর্থরা তাঁকে ধরাধরি করে তুলে দেন অ্যাম্বুলেন্সে। আতাউর রহমান ভূঁইয়া দলের কোচ গোলাম রায়হান বাপন জানালেন, সাগরিকাকে নেওয়া হয়েছে মুগদা জেনারেল হাসপাতালে।
আতাউর রহমান ভূঁইয়া দলের এক কর্মকর্তা বললেন, ‘এই লিগের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল আজ। প্রচণ্ড চাপেই ও (সাগরিকা) অসুস্থ হয়ে গেছে।’ সাগরিকার সতীর্থ সৌরভী আকন্দ প্রীতি বলেন, ‘ওর (সাগরিকা) আগে থেকেই এই সমস্যা আছে। মাঝে মাঝে বুকে ব্যথা হয়। সেই ব্যথাই আজকে উঠেছে।’ বাফুফের এক কর্মকর্তাও সমর্থন দিলেন একই কথায়, ‘সাগরিকার আগে থেকেই এই সমস্যা আছে। গরমের কারণে হয়তো রক্তে সুগার কমে গেছে।’
এই বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী সাফে ৪ গোল করে আলো কেড়েছিলেন সাগরিকা। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। এবারের নারী লিগে ১০ গোল করে এখন পর্যন্ত যৌথভাবে শীর্ষ গোলদাতা সাগরিকা। আজ নাসরিনের বিপক্ষে গোল পাননি। ম্যাচে জোড়া গোল করে আলো কেড়েছেন সৌরভী আকন্দ প্রীতি। নাসরিনকে ঠেকিয়ে লিগ জমিয়ে তুলেছে আতাউর রহমান ভূঁইয়া।
লিগে সবচেয়ে কঠিন ম্যাচ খেলে সাইড লাইনের পাশে বসে দম নিচ্ছিলেন আতাউর রহমান ভূঁইয়া সিএসসি দলের ফুটবলাররা। সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নাসরিন স্পোর্টস একাডেমিকে ঠেকানোর স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না তহুরা খাতুনদের। হঠাৎ মাঠে জ্ঞান হারালেন দলটির ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। অ্যাম্বুলেন্সে করে তাঁকে পাঠানো হলো হাসপাতালেও!
নারী লিগে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি ও আতাউর রহমান ভূঁইয়া। দুই দলই জাতীয় দলের ফুটবলারদের সাজানো। খেলাটাও হলো হাড্ডাহাড্ডি। কেউ কাউকে হারাতে পারেনি। খেলা শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে।
শুরু থেকে শেষ পর্যন্ত চাপ নিয়ে খেলেছেন দুই দলের ফুটবলাররা। সঙ্গে প্রতিপক্ষ ছিল গরম। প্রচণ্ড চাপের মধ্যে খেলার প্রভাবটা পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ফরোয়ার্ড সাগরিকার ওপর। মাঠেই জ্ঞান হারালেন, মাঠে এল অ্যাম্বুলেন্স। সতীর্থরা তাঁকে ধরাধরি করে তুলে দেন অ্যাম্বুলেন্সে। আতাউর রহমান ভূঁইয়া দলের কোচ গোলাম রায়হান বাপন জানালেন, সাগরিকাকে নেওয়া হয়েছে মুগদা জেনারেল হাসপাতালে।
আতাউর রহমান ভূঁইয়া দলের এক কর্মকর্তা বললেন, ‘এই লিগের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল আজ। প্রচণ্ড চাপেই ও (সাগরিকা) অসুস্থ হয়ে গেছে।’ সাগরিকার সতীর্থ সৌরভী আকন্দ প্রীতি বলেন, ‘ওর (সাগরিকা) আগে থেকেই এই সমস্যা আছে। মাঝে মাঝে বুকে ব্যথা হয়। সেই ব্যথাই আজকে উঠেছে।’ বাফুফের এক কর্মকর্তাও সমর্থন দিলেন একই কথায়, ‘সাগরিকার আগে থেকেই এই সমস্যা আছে। গরমের কারণে হয়তো রক্তে সুগার কমে গেছে।’
এই বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী সাফে ৪ গোল করে আলো কেড়েছিলেন সাগরিকা। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। এবারের নারী লিগে ১০ গোল করে এখন পর্যন্ত যৌথভাবে শীর্ষ গোলদাতা সাগরিকা। আজ নাসরিনের বিপক্ষে গোল পাননি। ম্যাচে জোড়া গোল করে আলো কেড়েছেন সৌরভী আকন্দ প্রীতি। নাসরিনকে ঠেকিয়ে লিগ জমিয়ে তুলেছে আতাউর রহমান ভূঁইয়া।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৪ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে