Ajker Patrika

মাঠে জ্ঞান হারিয়ে হাসপাতালে সাগরিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২৪, ২১: ০০
Thumbnail image

লিগে সবচেয়ে কঠিন ম্যাচ খেলে সাইড লাইনের পাশে বসে দম নিচ্ছিলেন আতাউর রহমান ভূঁইয়া সিএসসি দলের ফুটবলাররা। সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নাসরিন স্পোর্টস একাডেমিকে ঠেকানোর স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না তহুরা খাতুনদের। হঠাৎ মাঠে জ্ঞান হারালেন দলটির ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। অ্যাম্বুলেন্সে করে তাঁকে পাঠানো হলো হাসপাতালেও! 

নারী লিগে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি ও আতাউর রহমান ভূঁইয়া। দুই দলই জাতীয় দলের ফুটবলারদের সাজানো। খেলাটাও হলো হাড্ডাহাড্ডি। কেউ কাউকে হারাতে পারেনি। খেলা শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে। 

শুরু থেকে শেষ পর্যন্ত চাপ নিয়ে খেলেছেন দুই দলের ফুটবলাররা। সঙ্গে প্রতিপক্ষ ছিল গরম। প্রচণ্ড চাপের মধ্যে খেলার প্রভাবটা পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ফরোয়ার্ড সাগরিকার ওপর। মাঠেই জ্ঞান হারালেন, মাঠে এল অ্যাম্বুলেন্স। সতীর্থরা তাঁকে ধরাধরি করে তুলে দেন অ্যাম্বুলেন্সে। আতাউর রহমান ভূঁইয়া দলের কোচ গোলাম রায়হান বাপন জানালেন, সাগরিকাকে নেওয়া হয়েছে মুগদা জেনারেল হাসপাতালে। 

আতাউর রহমান ভূঁইয়া দলের এক কর্মকর্তা বললেন, ‘এই লিগের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল আজ। প্রচণ্ড চাপেই ও (সাগরিকা) অসুস্থ হয়ে গেছে।’ সাগরিকার সতীর্থ সৌরভী আকন্দ প্রীতি বলেন, ‘ওর (সাগরিকা) আগে থেকেই এই সমস্যা আছে। মাঝে মাঝে বুকে ব্যথা হয়। সেই ব্যথাই আজকে উঠেছে।’ বাফুফের এক কর্মকর্তাও সমর্থন দিলেন একই কথায়, ‘সাগরিকার আগে থেকেই এই সমস্যা আছে। গরমের কারণে হয়তো রক্তে সুগার কমে গেছে।’ 

এই বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী সাফে ৪ গোল করে আলো কেড়েছিলেন সাগরিকা। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। এবারের নারী লিগে ১০ গোল করে এখন পর্যন্ত যৌথভাবে শীর্ষ গোলদাতা সাগরিকা। আজ নাসরিনের বিপক্ষে গোল পাননি। ম্যাচে জোড়া গোল করে আলো কেড়েছেন সৌরভী আকন্দ প্রীতি। নাসরিনকে ঠেকিয়ে লিগ জমিয়ে তুলেছে আতাউর রহমান ভূঁইয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত