Ajker Patrika

রিয়াল থেকে চলে যাওয়ার ঘোষণা দিলেন তিনি

ক্রীড়া ডেস্ক    
এই মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়বেন মদরিচ। ছবি: এক্স
এই মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়বেন মদরিচ। ছবি: এক্স

এখনো আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের কোচ হননি জাবি আলোনসো। গুঞ্জন আছে, তিনি চেয়েছিলেন লুকা মদরিচ আরও এক মৌসুম রিয়াল মাদ্রিদে থাকুক। তবে ক্রোয়াট এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি আর বাড়ায়নি। তাই এই মৌসুম শেষেই রিয়ালকে বিদায় বলবেন মদরিচ। শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি হয়ে থাকবে সান্তিয়াগো বার্নাব্যুতে তার শেষ ম্যাচ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ী বার্তায় ৩৯ বছর বয়সী মদরিচ বলেন, ‘সময় এসে গেছে। যে সময় কখনো আসুক বলে আমি চাইনি, কিন্তু এটাই ফুটবল। জীবনে সবকিছুরই শুরু ও শেষ রয়েছে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের শেষ ম্যাচটি খেলব আমি। বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার ও অসাধারণ কিছু করার আশা নিয়ে ২০১২ সালে এখানে পা রাখি আমি। তবে কখনো কল্পনাও করনি সামনে কী অপেক্ষা করছে আমার জন্য। রিয়াল মাদ্রিদে খেলা ব্যক্তি ও ফুটবলার হিসেবে আমার জীবনকে পাল্টে দিয়েছে।’

‘বিশ্বের সেরা ক্লাবের অন্যতম সফল যুগের অংশ হতে পেরে আমি গর্বিত। এই কয়েক বছরে বার্নাব্যুতে অবিশ্বাস্য সব প্রত্যাবর্তন, ফাইনাল, উদ্যাপন, জাদুকরী রাতসহ অসাধারণ সব মুহূর্তের সাক্ষী হয়েছি। আমরা সবকিছুই জিতেছি এবং আমি এ নিয়ে খুব, খুব খুশি।’

‘তবে শিরোপা ও জয়ের চেয়েও রিয়াল মাদ্রিদ ভক্তদের ভালোবাসাকে হৃদয়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। বিশেষ এই বন্ধনটি ব্যাখ্যা করার ভাষা আমার নেই। আপনাদের সবার সমর্থন, ভালোবাসা ও শ্রদ্ধা আমি সবসময় অনুভব করেছি এবং এখনো করি। আপনাদের দেওয়া প্রতিটি করতালি ও ভালোবাসা আমি কখনো ভুলব না।’

‘গর্ব, কৃতজ্ঞতা আর অমলিন স্মৃতিতে ভরা হৃদয় নিয়ে চলে যাচ্ছি আমি। যদিও ক্লাব বিশ্বকাপের পর এই জার্সিটি আমি আর পরব না। তবে আমি সবসময় রিয়াল মাদ্রিদ ভক্ত হয়ে থাকব। আমাদের আবার দেখা হবে। রিয়াল মাদ্রিদ আজীবনের জন্য আমার ঘর হয়ে থাকবে। আলা মাদ্রিদ।’

১৩ মৌসুম খেলে নিজেকে রিয়ালের অন্যতম কিংবদন্তিতে পরিণত করেছেন মদরিচ। ৩০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ২০১২ সালে তাঁকে টটেনহাম থেকে দলে ভেড়ায় রিয়াল। সেজন্য অবশ্য কম কটু কথা শুনতে হয়নি তাদের। তবে নিজেকে প্রমাণ করে মদরিচ দ্রুতই সান্তিয়াগো বার্নাব্যুর আপন হয়ে ওঠেন। ক্লাবের সর্বোচ্চ শিরোপা (২৮) জেতা খেলোয়াড় হিসেবেই চলে যাচ্ছেন তিনি। ১৩ মৌসুমে ছয়বার চ্যাম্পিয়নস লিগ, চারবার লা লিগা, দুবার কোপা দেলরে, পাঁচবার করে স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন এই মিডফিল্ডার। রিয়ালে থেকে তিনি পেয়েছেন ব্যালন ডি’অরও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত