স্প্যানিশ সুপার কাপ
ক্রীড়া ডেস্ক
ফাইনালে উঠে এল ক্লাসিকোর সম্ভাব্য মঞ্চটা আগেই তৈরি রেখেছিল বার্সেলোনা। পরশু রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৩-০ গোলে মায়োর্কাকে হারিয়েছে রিয়ালও। আর তাতেই ফাইনালটি রূপ নিয়েছে এল ক্লাসিকোর। সৌদি আরবের জেদ্দায় ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।
জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলে রিয়াল। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ঘন ঘন শানায় আক্রমণ। কিন্তু নিজেদের ব্যর্থতা আর মায়োর্কার রক্ষণ দৃঢ়তায় প্রথমার্ধে কোনো আক্রমণই সাফল্যের ছোঁয়া পায়নি। গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দলই। গোলশূন্য প্রথমার্ধে ১৫টি শট নিয়েছিল রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেও একই অবস্থা। আক্রমণে যায় রিয়াল, কিন্তু কাঙ্ক্ষিত গোল আর আসে না। তবে ৬৩ মিনিটে আর হতাশ হতে হয়নি রিয়ালকে। গোল করে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম। ভিনিসিয়ুসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফেরত আসে পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপ্পের জোরালো শট ঠেকান মায়োর্কা গোলরক্ষক ডমিনিক গ্রেইফ। তবে তিনি ব্যর্থ হন বেলিংহামের শট আটকাতে।
এরপর দুই দলই চেষ্টা করে গোল না পাওয়ায় মনে হচ্ছিল জুডের গোলটিই ব্যবধান গড়ে দেবে ম্যাচে। কারণ ম্যাচের সময় দ্রুতই ফুরিয়ে আসছিল। কিন্তু এরপরই ভেলকি দেখানো শুরু রিয়ালের। যোগ হওয়া সময়ে আরও দুই গোল করে কার্লো আনচেলত্তির দল।
যোগ হওয়া সময়ে দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোল পেয়ে যায় রিয়াল। রিয়াল একটি দুর্বল শট প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন মায়োর্কা ডিফেন্ডার মার্টিন ভালজেন্ট। আর যোগ হওয়া পাঁচ মিনিটে গোল করেন রদ্রিগো।
রিয়াল ফাইনালে ওঠায় এ নিয়ে তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনাল হবে এল ক্লাসিকো। গত বছর সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকোয় বার্সাকে হারিয়েছিল রিয়াল। তারও আগের বছর, ২০২৩ সালে রিয়ালকে হারিয়ে ট্রফি জিতেছিল বার্সা।
এবার কে জিতবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকো? এই প্রশ্নের উত্তর বড় কঠিন! ম্যাচ শেষে এল ক্লাসিকো সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রিয়াল কোচ আনচেলত্তির উত্তর, ‘এল ক্লাসিকো নিয়ে পূর্বানুমান করা ইদানিং কঠিন হয়ে যাচ্ছে। গত বছর আমরা ০-১ গোলে তাদের হারিয়েছি। তারা আবার বার্নাব্যুতে আমাদের হারিয়েছে ৪-০ গোলে। তাই পরেরটি কেমন হবে, বলা কঠিন।’
তবে সেটা নিয়ে উপভোগ্য এক ফাইনাল হবে, তা নিয়ে কোনোই সন্দেহ নেই রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তির।
ফাইনালে উঠে এল ক্লাসিকোর সম্ভাব্য মঞ্চটা আগেই তৈরি রেখেছিল বার্সেলোনা। পরশু রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৩-০ গোলে মায়োর্কাকে হারিয়েছে রিয়ালও। আর তাতেই ফাইনালটি রূপ নিয়েছে এল ক্লাসিকোর। সৌদি আরবের জেদ্দায় ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।
জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলে রিয়াল। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ঘন ঘন শানায় আক্রমণ। কিন্তু নিজেদের ব্যর্থতা আর মায়োর্কার রক্ষণ দৃঢ়তায় প্রথমার্ধে কোনো আক্রমণই সাফল্যের ছোঁয়া পায়নি। গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দলই। গোলশূন্য প্রথমার্ধে ১৫টি শট নিয়েছিল রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেও একই অবস্থা। আক্রমণে যায় রিয়াল, কিন্তু কাঙ্ক্ষিত গোল আর আসে না। তবে ৬৩ মিনিটে আর হতাশ হতে হয়নি রিয়ালকে। গোল করে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম। ভিনিসিয়ুসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফেরত আসে পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপ্পের জোরালো শট ঠেকান মায়োর্কা গোলরক্ষক ডমিনিক গ্রেইফ। তবে তিনি ব্যর্থ হন বেলিংহামের শট আটকাতে।
এরপর দুই দলই চেষ্টা করে গোল না পাওয়ায় মনে হচ্ছিল জুডের গোলটিই ব্যবধান গড়ে দেবে ম্যাচে। কারণ ম্যাচের সময় দ্রুতই ফুরিয়ে আসছিল। কিন্তু এরপরই ভেলকি দেখানো শুরু রিয়ালের। যোগ হওয়া সময়ে আরও দুই গোল করে কার্লো আনচেলত্তির দল।
যোগ হওয়া সময়ে দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোল পেয়ে যায় রিয়াল। রিয়াল একটি দুর্বল শট প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন মায়োর্কা ডিফেন্ডার মার্টিন ভালজেন্ট। আর যোগ হওয়া পাঁচ মিনিটে গোল করেন রদ্রিগো।
রিয়াল ফাইনালে ওঠায় এ নিয়ে তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনাল হবে এল ক্লাসিকো। গত বছর সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকোয় বার্সাকে হারিয়েছিল রিয়াল। তারও আগের বছর, ২০২৩ সালে রিয়ালকে হারিয়ে ট্রফি জিতেছিল বার্সা।
এবার কে জিতবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকো? এই প্রশ্নের উত্তর বড় কঠিন! ম্যাচ শেষে এল ক্লাসিকো সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রিয়াল কোচ আনচেলত্তির উত্তর, ‘এল ক্লাসিকো নিয়ে পূর্বানুমান করা ইদানিং কঠিন হয়ে যাচ্ছে। গত বছর আমরা ০-১ গোলে তাদের হারিয়েছি। তারা আবার বার্নাব্যুতে আমাদের হারিয়েছে ৪-০ গোলে। তাই পরেরটি কেমন হবে, বলা কঠিন।’
তবে সেটা নিয়ে উপভোগ্য এক ফাইনাল হবে, তা নিয়ে কোনোই সন্দেহ নেই রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তির।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৬ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে