Ajker Patrika

সমর্থকদের কাছে মেসির গোলই সেরা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

পিএসজির জার্সিতে প্রথম তিন ম্যাচে গোলের দেখা পাননি লিওনেল মেসি। অবশেষে সে জট খুলে গত পরশু ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ফরাসি জায়ান্টরা ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচ জেতে ২-০ গোলে। দ্বিতীয় গোলটি আসে মেসির পা থেকে। ছয় বারের ব্যালন ডি অর জয়ী আর্জেন্টিনা অধিনায়কের এই গোলটিই সমর্থকদের চোখে উয়েফার সপ্তাহ সেরা গোল নির্বাচিত হয়েছে। 

পিএসজিতে এসে নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে যেন রসায়নটা জমাতে পারছিলেন না মেসি। একটু যে সময় লাগছিল স্বীকার করেছিলেন দলটির কোচ মরিসিও পচেত্তিনো। সিটির বিপক্ষেও শুরু থেকে আলো ছড়াতে পারেননি তিনি। তবে ম্যাচের সময় যত গড়িয়েছে মাঠে নিজের সক্রিয়তা বাড়িয়েছেন। 

দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে মাঝমাঠে বল পেয়েছিলেন মেসি। সেখান থেকে বল নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান সিটির ডি-বক্সের কাছাকাছি। বল বাড়িয়ে দেন এমবাপ্পের কাছে। মুহূর্তের মধ্যেই দারুণ ব্যাক ফ্লিকে বল আবারও মেসির দিকে বাড়িয়ে দেন তিনি। সেটিকে দুর্দান্ত এক শটে জালে পাঠিয়ে দেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। 

উয়েফা মেসির গোলটিসহ চ্যাম্পিয়নস লিগে এ সপ্তাহে হয়ে যাওয়া ম্যাচগুলোর চারটি গোলের ভিডিও দিয়ে সমর্থকদের কাছে জানতে চায় কোনটি সেরা? সমর্থকদের ভোটে শেষ পর্যন্ত মেসির গোলটিই সেরা নির্বাচিত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত