Ajker Patrika

২২ বছরের কষ্ট ভুলে প্রথম ট্রেবল জেতা হবে তো লেভারকুজেনের

২২ বছরের কষ্ট ভুলে প্রথম ট্রেবল জেতা হবে তো লেভারকুজেনের

বেয়ার লেভারকুজেনের ১১৯ বছরের ইতিহাসে শীর্ষ পর্যায়ের শিরোপা আছে কয়টা জানেন? মাত্র দুটি। ১৯৮৭-৮৮ মৌসুমে জিতেছিল উয়েফা কাপ আর ১৯৯২-৯৩ মৌসুমে জার্মান কাপ। এর আগে পরে শুধু শূন্যতা আর শূন্যতা। 

এবার অবশ্য একটি দুটি নয়—তিনটি শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে লেভারকুজেনের। প্রথমবারের মতো বুন্দেসলিগা তো আছেই। জার্মান কাপেও ফাইনালে উঠেছে তারা। ইউরোপা লিগে আপাতত কোয়ার্টার ফাইনালে। 

ইউরোপা লিগ অবশ্য আগেও জেতা হয়েছে লেভারকুজেনের। সে সময় এই লিগের নাম ছিল উয়েফা কাপ। এরপর অবশ্য বিভিন্ন প্রতিযোগিতায় আরও বেশ কয়েকবার শিরোপার হাতছানি ছিল জার্মান ক্লাবটির সামনে। ২০০২ সালে লেভারকুজেন প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে। সেবার তারা শিরোপা স্বপ্ন বিসর্জন দেয় রিয়াল মাদ্রিদের কাছে। একই বছর হাতছাড়া হয় আরও দুটি শিরোপার। 

২০০১-০২ মৌসুমের শেষ দিনে হেরে বসে লিগে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় লেভারকুজেনকে। আর জার্মান কাপের ফাইনালে ২-১ গোলে হারে শালকের কাছে। ২২ বছর পর আবারও ট্রেবল জয়ের সামনে লেভারকুজেন। এবার কী সেই স্বপ্নপূরণ সম্ভব হবে তাদের? 

লেভারকুজেনের এই স্বপ্নের সারথি জাবি আলোনসো। স্প্যানিশ কোচের অধীনে ‘নেভারকুজেন’ অপবাদ ঘোচানোর পথে তারা। কখনো লিগ জিততে না পারার কারণেই যে শত বছরের বেশি সময় ধরে এই বদনাম সহ্য করে আসতে হচ্ছে তাদের! এ মৌসুমে এখনো অপরাজিত লেভারকুজেন বুন্দেসলিগায় ২৭ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে তারা। টানা ১১ মৌসুম পর লিগ শিরোপা হারানোর শঙ্কায় বাভারিয়ানরা। 

লেভারকুজেন কোচ আলোনসো। ছবি: এএফপিবুন্দেসলিগায় পাঁচবার রানার্সআপ হয়েছে লেভারকুজেন। আর জার্মান কাপে শেষবার ফাইনাল খেলেছে ২০১৯-২০ মৌসুমে। এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মান ফুটবলের দ্বিতীয় স্তরের দল কাইসারস্লটার্ন। গতকাল জার্মান কাপের সেমিফাইনালে নিজেদের মাঠ বে অ্যারেনায় ফরচুনা ডুসেলডর্ফকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আলোনসোর দল। ২৬ মে’র ফাইনালে জিতলেই শিরোপা ঘরে উঠবে লেভারকুজেনের। তারও আগে বে অ্যারেনায় প্রথম বুন্দেসলিগা জয়ের আনন্দে মাততে পারে আলোনসোর শিষ্যরা। আর যে তিন ম্যাচ জয় বা ৯ পয়েন্ট হলেই চলে তাদের। 

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে লেভারকুজেনের প্রতিপক্ষ ওয়েস্ট হাম। ১১ এপ্রিল শেষ আটের প্রথম লেগে ইংলিশ ক্লাবটিকে আতিথেয়তা দেবে তারা। সেমিফাইনালে উঠলে লেভারকুজেনের সাক্ষাৎ হয়ে যেতে পারে লিভারপুলের সঙ্গে। অলরেড বাধা পেরোতে পারলে ফাইনাল। বুন্দেসলিগা ও জার্মান কাপের পাশাপাশি ইউরোপা লিগও যদি জিততে পারে তবে ২০২৩-২৪ মৌসুমটি নিজেদের ক্লাব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে লেভাকুজেনের। বে অ্যারেনায় নিজের প্রথম মৌসুমে ইতিহাস গড়তে পারবেন তো আলোনসো?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত