বেয়ার লেভারকুজেনের ১১৯ বছরের ইতিহাসে শীর্ষ পর্যায়ের শিরোপা আছে কয়টা জানেন? মাত্র দুটি। ১৯৮৭-৮৮ মৌসুমে জিতেছিল উয়েফা কাপ আর ১৯৯২-৯৩ মৌসুমে জার্মান কাপ। এর আগে পরে শুধু শূন্যতা আর শূন্যতা।
এবার অবশ্য একটি দুটি নয়—তিনটি শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে লেভারকুজেনের। প্রথমবারের মতো বুন্দেসলিগা তো আছেই। জার্মান কাপেও ফাইনালে উঠেছে তারা। ইউরোপা লিগে আপাতত কোয়ার্টার ফাইনালে।
ইউরোপা লিগ অবশ্য আগেও জেতা হয়েছে লেভারকুজেনের। সে সময় এই লিগের নাম ছিল উয়েফা কাপ। এরপর অবশ্য বিভিন্ন প্রতিযোগিতায় আরও বেশ কয়েকবার শিরোপার হাতছানি ছিল জার্মান ক্লাবটির সামনে। ২০০২ সালে লেভারকুজেন প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে। সেবার তারা শিরোপা স্বপ্ন বিসর্জন দেয় রিয়াল মাদ্রিদের কাছে। একই বছর হাতছাড়া হয় আরও দুটি শিরোপার।
২০০১-০২ মৌসুমের শেষ দিনে হেরে বসে লিগে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় লেভারকুজেনকে। আর জার্মান কাপের ফাইনালে ২-১ গোলে হারে শালকের কাছে। ২২ বছর পর আবারও ট্রেবল জয়ের সামনে লেভারকুজেন। এবার কী সেই স্বপ্নপূরণ সম্ভব হবে তাদের?
লেভারকুজেনের এই স্বপ্নের সারথি জাবি আলোনসো। স্প্যানিশ কোচের অধীনে ‘নেভারকুজেন’ অপবাদ ঘোচানোর পথে তারা। কখনো লিগ জিততে না পারার কারণেই যে শত বছরের বেশি সময় ধরে এই বদনাম সহ্য করে আসতে হচ্ছে তাদের! এ মৌসুমে এখনো অপরাজিত লেভারকুজেন বুন্দেসলিগায় ২৭ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে তারা। টানা ১১ মৌসুম পর লিগ শিরোপা হারানোর শঙ্কায় বাভারিয়ানরা।
বুন্দেসলিগায় পাঁচবার রানার্সআপ হয়েছে লেভারকুজেন। আর জার্মান কাপে শেষবার ফাইনাল খেলেছে ২০১৯-২০ মৌসুমে। এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মান ফুটবলের দ্বিতীয় স্তরের দল কাইসারস্লটার্ন। গতকাল জার্মান কাপের সেমিফাইনালে নিজেদের মাঠ বে অ্যারেনায় ফরচুনা ডুসেলডর্ফকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আলোনসোর দল। ২৬ মে’র ফাইনালে জিতলেই শিরোপা ঘরে উঠবে লেভারকুজেনের। তারও আগে বে অ্যারেনায় প্রথম বুন্দেসলিগা জয়ের আনন্দে মাততে পারে আলোনসোর শিষ্যরা। আর যে তিন ম্যাচ জয় বা ৯ পয়েন্ট হলেই চলে তাদের।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে লেভারকুজেনের প্রতিপক্ষ ওয়েস্ট হাম। ১১ এপ্রিল শেষ আটের প্রথম লেগে ইংলিশ ক্লাবটিকে আতিথেয়তা দেবে তারা। সেমিফাইনালে উঠলে লেভারকুজেনের সাক্ষাৎ হয়ে যেতে পারে লিভারপুলের সঙ্গে। অলরেড বাধা পেরোতে পারলে ফাইনাল। বুন্দেসলিগা ও জার্মান কাপের পাশাপাশি ইউরোপা লিগও যদি জিততে পারে তবে ২০২৩-২৪ মৌসুমটি নিজেদের ক্লাব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে লেভাকুজেনের। বে অ্যারেনায় নিজের প্রথম মৌসুমে ইতিহাস গড়তে পারবেন তো আলোনসো?
বেয়ার লেভারকুজেনের ১১৯ বছরের ইতিহাসে শীর্ষ পর্যায়ের শিরোপা আছে কয়টা জানেন? মাত্র দুটি। ১৯৮৭-৮৮ মৌসুমে জিতেছিল উয়েফা কাপ আর ১৯৯২-৯৩ মৌসুমে জার্মান কাপ। এর আগে পরে শুধু শূন্যতা আর শূন্যতা।
এবার অবশ্য একটি দুটি নয়—তিনটি শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে লেভারকুজেনের। প্রথমবারের মতো বুন্দেসলিগা তো আছেই। জার্মান কাপেও ফাইনালে উঠেছে তারা। ইউরোপা লিগে আপাতত কোয়ার্টার ফাইনালে।
ইউরোপা লিগ অবশ্য আগেও জেতা হয়েছে লেভারকুজেনের। সে সময় এই লিগের নাম ছিল উয়েফা কাপ। এরপর অবশ্য বিভিন্ন প্রতিযোগিতায় আরও বেশ কয়েকবার শিরোপার হাতছানি ছিল জার্মান ক্লাবটির সামনে। ২০০২ সালে লেভারকুজেন প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে। সেবার তারা শিরোপা স্বপ্ন বিসর্জন দেয় রিয়াল মাদ্রিদের কাছে। একই বছর হাতছাড়া হয় আরও দুটি শিরোপার।
২০০১-০২ মৌসুমের শেষ দিনে হেরে বসে লিগে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় লেভারকুজেনকে। আর জার্মান কাপের ফাইনালে ২-১ গোলে হারে শালকের কাছে। ২২ বছর পর আবারও ট্রেবল জয়ের সামনে লেভারকুজেন। এবার কী সেই স্বপ্নপূরণ সম্ভব হবে তাদের?
লেভারকুজেনের এই স্বপ্নের সারথি জাবি আলোনসো। স্প্যানিশ কোচের অধীনে ‘নেভারকুজেন’ অপবাদ ঘোচানোর পথে তারা। কখনো লিগ জিততে না পারার কারণেই যে শত বছরের বেশি সময় ধরে এই বদনাম সহ্য করে আসতে হচ্ছে তাদের! এ মৌসুমে এখনো অপরাজিত লেভারকুজেন বুন্দেসলিগায় ২৭ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে তারা। টানা ১১ মৌসুম পর লিগ শিরোপা হারানোর শঙ্কায় বাভারিয়ানরা।
বুন্দেসলিগায় পাঁচবার রানার্সআপ হয়েছে লেভারকুজেন। আর জার্মান কাপে শেষবার ফাইনাল খেলেছে ২০১৯-২০ মৌসুমে। এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মান ফুটবলের দ্বিতীয় স্তরের দল কাইসারস্লটার্ন। গতকাল জার্মান কাপের সেমিফাইনালে নিজেদের মাঠ বে অ্যারেনায় ফরচুনা ডুসেলডর্ফকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আলোনসোর দল। ২৬ মে’র ফাইনালে জিতলেই শিরোপা ঘরে উঠবে লেভারকুজেনের। তারও আগে বে অ্যারেনায় প্রথম বুন্দেসলিগা জয়ের আনন্দে মাততে পারে আলোনসোর শিষ্যরা। আর যে তিন ম্যাচ জয় বা ৯ পয়েন্ট হলেই চলে তাদের।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে লেভারকুজেনের প্রতিপক্ষ ওয়েস্ট হাম। ১১ এপ্রিল শেষ আটের প্রথম লেগে ইংলিশ ক্লাবটিকে আতিথেয়তা দেবে তারা। সেমিফাইনালে উঠলে লেভারকুজেনের সাক্ষাৎ হয়ে যেতে পারে লিভারপুলের সঙ্গে। অলরেড বাধা পেরোতে পারলে ফাইনাল। বুন্দেসলিগা ও জার্মান কাপের পাশাপাশি ইউরোপা লিগও যদি জিততে পারে তবে ২০২৩-২৪ মৌসুমটি নিজেদের ক্লাব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে লেভাকুজেনের। বে অ্যারেনায় নিজের প্রথম মৌসুমে ইতিহাস গড়তে পারবেন তো আলোনসো?
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১০ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১০ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১১ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১২ ঘণ্টা আগে