বেয়ার লেভারকুজেনের ১১৯ বছরের ইতিহাসে শীর্ষ পর্যায়ের শিরোপা আছে কয়টা জানেন? মাত্র দুটি। ১৯৮৭-৮৮ মৌসুমে জিতেছিল উয়েফা কাপ আর ১৯৯২-৯৩ মৌসুমে জার্মান কাপ। এর আগে পরে শুধু শূন্যতা আর শূন্যতা।
এবার অবশ্য একটি দুটি নয়—তিনটি শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে লেভারকুজেনের। প্রথমবারের মতো বুন্দেসলিগা তো আছেই। জার্মান কাপেও ফাইনালে উঠেছে তারা। ইউরোপা লিগে আপাতত কোয়ার্টার ফাইনালে।
ইউরোপা লিগ অবশ্য আগেও জেতা হয়েছে লেভারকুজেনের। সে সময় এই লিগের নাম ছিল উয়েফা কাপ। এরপর অবশ্য বিভিন্ন প্রতিযোগিতায় আরও বেশ কয়েকবার শিরোপার হাতছানি ছিল জার্মান ক্লাবটির সামনে। ২০০২ সালে লেভারকুজেন প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে। সেবার তারা শিরোপা স্বপ্ন বিসর্জন দেয় রিয়াল মাদ্রিদের কাছে। একই বছর হাতছাড়া হয় আরও দুটি শিরোপার।
২০০১-০২ মৌসুমের শেষ দিনে হেরে বসে লিগে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় লেভারকুজেনকে। আর জার্মান কাপের ফাইনালে ২-১ গোলে হারে শালকের কাছে। ২২ বছর পর আবারও ট্রেবল জয়ের সামনে লেভারকুজেন। এবার কী সেই স্বপ্নপূরণ সম্ভব হবে তাদের?
লেভারকুজেনের এই স্বপ্নের সারথি জাবি আলোনসো। স্প্যানিশ কোচের অধীনে ‘নেভারকুজেন’ অপবাদ ঘোচানোর পথে তারা। কখনো লিগ জিততে না পারার কারণেই যে শত বছরের বেশি সময় ধরে এই বদনাম সহ্য করে আসতে হচ্ছে তাদের! এ মৌসুমে এখনো অপরাজিত লেভারকুজেন বুন্দেসলিগায় ২৭ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে তারা। টানা ১১ মৌসুম পর লিগ শিরোপা হারানোর শঙ্কায় বাভারিয়ানরা।
বুন্দেসলিগায় পাঁচবার রানার্সআপ হয়েছে লেভারকুজেন। আর জার্মান কাপে শেষবার ফাইনাল খেলেছে ২০১৯-২০ মৌসুমে। এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মান ফুটবলের দ্বিতীয় স্তরের দল কাইসারস্লটার্ন। গতকাল জার্মান কাপের সেমিফাইনালে নিজেদের মাঠ বে অ্যারেনায় ফরচুনা ডুসেলডর্ফকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আলোনসোর দল। ২৬ মে’র ফাইনালে জিতলেই শিরোপা ঘরে উঠবে লেভারকুজেনের। তারও আগে বে অ্যারেনায় প্রথম বুন্দেসলিগা জয়ের আনন্দে মাততে পারে আলোনসোর শিষ্যরা। আর যে তিন ম্যাচ জয় বা ৯ পয়েন্ট হলেই চলে তাদের।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে লেভারকুজেনের প্রতিপক্ষ ওয়েস্ট হাম। ১১ এপ্রিল শেষ আটের প্রথম লেগে ইংলিশ ক্লাবটিকে আতিথেয়তা দেবে তারা। সেমিফাইনালে উঠলে লেভারকুজেনের সাক্ষাৎ হয়ে যেতে পারে লিভারপুলের সঙ্গে। অলরেড বাধা পেরোতে পারলে ফাইনাল। বুন্দেসলিগা ও জার্মান কাপের পাশাপাশি ইউরোপা লিগও যদি জিততে পারে তবে ২০২৩-২৪ মৌসুমটি নিজেদের ক্লাব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে লেভাকুজেনের। বে অ্যারেনায় নিজের প্রথম মৌসুমে ইতিহাস গড়তে পারবেন তো আলোনসো?
বেয়ার লেভারকুজেনের ১১৯ বছরের ইতিহাসে শীর্ষ পর্যায়ের শিরোপা আছে কয়টা জানেন? মাত্র দুটি। ১৯৮৭-৮৮ মৌসুমে জিতেছিল উয়েফা কাপ আর ১৯৯২-৯৩ মৌসুমে জার্মান কাপ। এর আগে পরে শুধু শূন্যতা আর শূন্যতা।
এবার অবশ্য একটি দুটি নয়—তিনটি শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে লেভারকুজেনের। প্রথমবারের মতো বুন্দেসলিগা তো আছেই। জার্মান কাপেও ফাইনালে উঠেছে তারা। ইউরোপা লিগে আপাতত কোয়ার্টার ফাইনালে।
ইউরোপা লিগ অবশ্য আগেও জেতা হয়েছে লেভারকুজেনের। সে সময় এই লিগের নাম ছিল উয়েফা কাপ। এরপর অবশ্য বিভিন্ন প্রতিযোগিতায় আরও বেশ কয়েকবার শিরোপার হাতছানি ছিল জার্মান ক্লাবটির সামনে। ২০০২ সালে লেভারকুজেন প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে। সেবার তারা শিরোপা স্বপ্ন বিসর্জন দেয় রিয়াল মাদ্রিদের কাছে। একই বছর হাতছাড়া হয় আরও দুটি শিরোপার।
২০০১-০২ মৌসুমের শেষ দিনে হেরে বসে লিগে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় লেভারকুজেনকে। আর জার্মান কাপের ফাইনালে ২-১ গোলে হারে শালকের কাছে। ২২ বছর পর আবারও ট্রেবল জয়ের সামনে লেভারকুজেন। এবার কী সেই স্বপ্নপূরণ সম্ভব হবে তাদের?
লেভারকুজেনের এই স্বপ্নের সারথি জাবি আলোনসো। স্প্যানিশ কোচের অধীনে ‘নেভারকুজেন’ অপবাদ ঘোচানোর পথে তারা। কখনো লিগ জিততে না পারার কারণেই যে শত বছরের বেশি সময় ধরে এই বদনাম সহ্য করে আসতে হচ্ছে তাদের! এ মৌসুমে এখনো অপরাজিত লেভারকুজেন বুন্দেসলিগায় ২৭ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে তারা। টানা ১১ মৌসুম পর লিগ শিরোপা হারানোর শঙ্কায় বাভারিয়ানরা।
বুন্দেসলিগায় পাঁচবার রানার্সআপ হয়েছে লেভারকুজেন। আর জার্মান কাপে শেষবার ফাইনাল খেলেছে ২০১৯-২০ মৌসুমে। এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মান ফুটবলের দ্বিতীয় স্তরের দল কাইসারস্লটার্ন। গতকাল জার্মান কাপের সেমিফাইনালে নিজেদের মাঠ বে অ্যারেনায় ফরচুনা ডুসেলডর্ফকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আলোনসোর দল। ২৬ মে’র ফাইনালে জিতলেই শিরোপা ঘরে উঠবে লেভারকুজেনের। তারও আগে বে অ্যারেনায় প্রথম বুন্দেসলিগা জয়ের আনন্দে মাততে পারে আলোনসোর শিষ্যরা। আর যে তিন ম্যাচ জয় বা ৯ পয়েন্ট হলেই চলে তাদের।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে লেভারকুজেনের প্রতিপক্ষ ওয়েস্ট হাম। ১১ এপ্রিল শেষ আটের প্রথম লেগে ইংলিশ ক্লাবটিকে আতিথেয়তা দেবে তারা। সেমিফাইনালে উঠলে লেভারকুজেনের সাক্ষাৎ হয়ে যেতে পারে লিভারপুলের সঙ্গে। অলরেড বাধা পেরোতে পারলে ফাইনাল। বুন্দেসলিগা ও জার্মান কাপের পাশাপাশি ইউরোপা লিগও যদি জিততে পারে তবে ২০২৩-২৪ মৌসুমটি নিজেদের ক্লাব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে লেভাকুজেনের। বে অ্যারেনায় নিজের প্রথম মৌসুমে ইতিহাস গড়তে পারবেন তো আলোনসো?
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৩ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৪ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৬ ঘণ্টা আগে