Ajker Patrika

আবারও রহমতগঞ্জের কাছেই মোহামেডানের স্বপ্নভঙ্গ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবারও রহমতগঞ্জের কাছেই মোহামেডানের স্বপ্নভঙ্গ

ম্যাচের ৬৫ মিনিট পর্যন্তও ম্যাচটা হেলেছিল মোহামেডানের দিকে। ম্যাচের শুরুতেই রাজীব হোসেনের গোলে সাদা-কালো শিবির স্বপ্ন দেখছিল ১২ বছর পর ফেডারেশন কাপ ফাইনাল খেলার। কিন্তু এক লাল কার্ডেই ঘুরে গেল ম্যাচের মোড়। ফাইনাল খেলার স্বপ্নে বিভোর থাকা মোহামেডানকে বাস্তবতার বুঝিয়ে ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। 

২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল রহমতগঞ্জ। সেবার এই দলের কাছেই সেমিতে কপাল পুড়েছিল ফেডারেশন কাপের অন্যতম সাফল্যমণ্ডিত দল মোহামেডানের। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আজকেও। শুধু পাল্টে গেল ম্যাচের ফল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই বছর আগে রহমতগঞ্জ জিতেছিল ১-০ গোলে। কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ দলটি জয় পেল ২-১ গোলে। 

অথচ মাত্র ৫ মিনিটেই এগিয়ে ছিল মোহামেডান। আলমগীর মোল্লার কর্নার থেকে অস্ট্রেলিয়ান অ্যারন জন রেয়ারডনের হেডে রাজীব হোসেন বলটা পেয়েছিলেন একদম ফাঁকা জায়গাতেই। মোহামেডান ডিফেন্ডারকে শুধু একটা আলতো টোকাই নিতে হয়েছে। 

এগিয়ে যাওয়ার পর আরও শক্তভাবে রহমতগঞ্জকে চেপে ধরে শন লেনের দল। ৮ মিনিটে সাহেদ মিয়ার হেড ক্রস বারের খানিকটা ওপর দিয়ে বাইরে চলে যায়। ২২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি এই সাহেদই। ৪০ মিনিটে সোলেমান দিয়াবাতের কাটব্যাকে বল সরাসরি রহমতগঞ্জ গোলরক্ষক তুষারের গায়ে মেরে আরও একটি ভালো সুযোগ নষ্ট করেন সাহেদ। 

ম্যাচে যখন পরিষ্কার আধিপত্য সাদা-কালোদের তখনই ছন্দপতন। রহমতগঞ্জের ঘানায়ান ফরোয়ার্ড ফিলিপ আজাহকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের মেসিডোনিয়ান ডিফেন্ডার জেসমিন। এই লাল কার্ডেই ম্যাচের নিয়ন্ত্রণ ছুটে যায় সাদা-কালোদের হাত থেকে। ১২ মিনিটে শন লেনের দলকে শেষ চার থেকে চিটকে দেয় গোলাম জিলানির রহমতগঞ্জ। 

মাঝমাঠ থেকে ৭৮ মিনিটে খন্দকার আশরাফুলেরর লম্বা পাস থেকে মোহামেডানের এক ডিফেন্ডারকে পরাস্ত করেন ঘানায়ান ফিলিপ আজাহ। এরপর বক্সের ভেতরে থেকে আজাহর নেওয়া শট পোস্টে লেগে মোহামেডান গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে। 

১-১ গোলে সমতায় থাকা ম্যাচ যখন এগোচ্ছিল টাইব্রেকের দিকে তখনই রহমতগঞ্জের ত্রাতা সানডে চিজোবা। কোয়ার্টার ফাইনালে শেষ সময়ে এই নাইজেরিয়ানের গোলেই শেখ রাসেলের বিপক্ষে ম্যাচটা টাইব্রেকে নিয়ে যায় রহমতগঞ্জ। আজ পেল ফাইনালে যাওয়ার টিকিট। ফিলিপ আজহার ক্রস থেকে বলটা থামালেন দারুণ দক্ষতায়। এরপর ঠাণ্ডা মাথায় মোহামেডান গোলরক্ষককে পরাস্ত করে বল জড়ান জালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত