প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। গত শনিবার রাতে দেশটির চতুর্থ সারির ঘরোয়া লিগে যা ঘটল তাতে কিঞ্চিৎ পরিমাণ হলেও আপনি হোঁচট খাবেন। লিগ ওয়ানে উঠতে ব্রিস্টল রোভার্সের জয়ের বিকল্প ছিল না। সেখানে ছিল বড় শর্ত। করতে হবে অন্তত ৭ গোল। অবিশ্বাস্য হলেও ম্যাচে কিনা কাঁটায় কাঁটায় ৭ গোলই করল রোভার্স!
ঘরের মাঠে স্কানথোর্পকে ৭-০ গোলে হারিয়ে রোভার্স উঠে এসেছে লিগ টু পয়েন্ট তালিকার তৃতীয়তে। তাতেই কপাল পুড়েছে নর্দাম্পটন টাউনের। ৪৬ রাউন্ডের লিগে দুই দলের পয়েন্ট হলো সমান ৮০। গোল পার্থক্যও সমান ২২! কিন্তু বেশি গোল করায় লিগ ওয়ানে প্রমোশন হলো রোভার্সের (৭১)। কপাল পুড়ল নর্দাম্পটনের (৬০)। রোভার্স উঠে গেল লিগ ওয়ানে। আর লিগ টুতে থাকল নর্দাম্পটন।
লিগের শিরোপা নির্ধারণী লড়াইটাও হয়েছে স্নায়ুক্ষয়ী। ৮৪ পয়েন্ট ফরেস্ট গ্রিন ও এক্সেটার সিটির। দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে গোল সংখ্যা। ফরেস্ট গ্রিন গোল করেছে ৭৫ টি; হজম করেছে ৪৪ টি। বিপরীতে ৬৫ গোল করার পাশাপাশি এক্সটার সিটি খেয়েছে ৪১টি গোল। গোল ব্যবধান ৭। এতেই চ্যাম্পিয়ন হয়েছে ফরেস্ট গ্রিন। আর রানার্সআপ হয়েছে এক্সটার সিটি। দুই দল অবশ্য আগেই লিগ ওয়ানে উঠে গেছে।
আশায় ছিল নর্দাম্পটন টাউন। বলতে গেলে প্রমোশন পাওয়ার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছিল তারা। ব্রিস্টল রোভার্স যে পরের ম্যাচে ৭ গোল করবে সেটা তো ভাবনারও বাইরে ছিল। এখানে অবশ্য দুই দলের গোলে পার্থক্য নেই। গোল হজম করলেও ২২টি করে বেশি গোল করেছে তারা। রোভর্স গোল করে ৭১ টি। ১২টি কম নর্দাম্পটন। বেশি গোল করায় তিনে থেকে লিগ শেষ করল রোভার্স। আর চারে নেমে গেছে নর্দাম্পটন।
প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। গত শনিবার রাতে দেশটির চতুর্থ সারির ঘরোয়া লিগে যা ঘটল তাতে কিঞ্চিৎ পরিমাণ হলেও আপনি হোঁচট খাবেন। লিগ ওয়ানে উঠতে ব্রিস্টল রোভার্সের জয়ের বিকল্প ছিল না। সেখানে ছিল বড় শর্ত। করতে হবে অন্তত ৭ গোল। অবিশ্বাস্য হলেও ম্যাচে কিনা কাঁটায় কাঁটায় ৭ গোলই করল রোভার্স!
ঘরের মাঠে স্কানথোর্পকে ৭-০ গোলে হারিয়ে রোভার্স উঠে এসেছে লিগ টু পয়েন্ট তালিকার তৃতীয়তে। তাতেই কপাল পুড়েছে নর্দাম্পটন টাউনের। ৪৬ রাউন্ডের লিগে দুই দলের পয়েন্ট হলো সমান ৮০। গোল পার্থক্যও সমান ২২! কিন্তু বেশি গোল করায় লিগ ওয়ানে প্রমোশন হলো রোভার্সের (৭১)। কপাল পুড়ল নর্দাম্পটনের (৬০)। রোভার্স উঠে গেল লিগ ওয়ানে। আর লিগ টুতে থাকল নর্দাম্পটন।
লিগের শিরোপা নির্ধারণী লড়াইটাও হয়েছে স্নায়ুক্ষয়ী। ৮৪ পয়েন্ট ফরেস্ট গ্রিন ও এক্সেটার সিটির। দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে গোল সংখ্যা। ফরেস্ট গ্রিন গোল করেছে ৭৫ টি; হজম করেছে ৪৪ টি। বিপরীতে ৬৫ গোল করার পাশাপাশি এক্সটার সিটি খেয়েছে ৪১টি গোল। গোল ব্যবধান ৭। এতেই চ্যাম্পিয়ন হয়েছে ফরেস্ট গ্রিন। আর রানার্সআপ হয়েছে এক্সটার সিটি। দুই দল অবশ্য আগেই লিগ ওয়ানে উঠে গেছে।
আশায় ছিল নর্দাম্পটন টাউন। বলতে গেলে প্রমোশন পাওয়ার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছিল তারা। ব্রিস্টল রোভার্স যে পরের ম্যাচে ৭ গোল করবে সেটা তো ভাবনারও বাইরে ছিল। এখানে অবশ্য দুই দলের গোলে পার্থক্য নেই। গোল হজম করলেও ২২টি করে বেশি গোল করেছে তারা। রোভর্স গোল করে ৭১ টি। ১২টি কম নর্দাম্পটন। বেশি গোল করায় তিনে থেকে লিগ শেষ করল রোভার্স। আর চারে নেমে গেছে নর্দাম্পটন।
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
২ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৩ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৫ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
৫ ঘণ্টা আগে