Ajker Patrika

পিছিয়ে পড়ে তেলেবেগুনে জ্বলে উঠল রিয়াল মাদ্রিদ

পিছিয়ে পড়ে তেলেবেগুনে জ্বলে উঠল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও মায়োর্কাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। আগের রাতে তলানির দল কাদিজকে তাদেরই মাঠে ৪-০ ব্যবধানে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে সিংহাসনে বসেছিল জাভির শিষ্যরা। রবিবার সন্ধ্যায় শতভাগ জয়ের ধারা ধরে রেখে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল রিয়াল। 

৩৫ মিনিটে পিছিয়ে পড়েছিল লস ব্লাঙ্কোসরা। লি কাংয়ের ক্রস থেকে হেডে জাল খুঁজে নিয়ে মায়োর্কোকে এগিয়ে দেন ভেদাত মুরিকি। এরপরই তেলেবেগুনে জ্বলে ওঠে স্প্যানিশ জায়ান্টরা।  রিয়াল গোল শোধ দেয় বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে। প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত স্ট্রাইকে সমতায় ফেরে আনচেলত্তির দল। 

দ্বিতীয়ার্ধে মায়োর্কার জালে আরও তিন গোল দেয় রিয়াল। ৭২ মিনিট রদ্রিগোর পাসে ব্লাঙ্কোসদের ব্যবধান বাড়ান তাঁর স্বদেশি ভিনিসিয়াস জুনিয়র। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রিয়াল পরের দুই গোল পায় অন্তিম মুহূর্তে। ৮৯ মিনিটে দানি কারভাহালের অ্যাসিস্টে রদ্রিগোর গোলের চার মিনিট পর আন্তনিও রুদিগারের দুর্দান্ত ভলি—রিয়ালের জার্সিতে জার্মান ডিফেন্ডারের এটি প্রথম গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত