Ajker Patrika

মানসিক কষ্ট বেশি ভোগাচ্ছে মারধরের শিকার কোচ নুরুজ্জামানকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৪: ০৭
মানসিক কষ্ট বেশি ভোগাচ্ছে মারধরের শিকার কোচ নুরুজ্জামানকে

শরীরে তীব্র ব্যথা, গায়ে আছে জ্বর। কিছুক্ষণ পরপর মাথায় ফিরে আসছে ব্যথা। কিন্তু এই যন্ত্রণার চেয়ে মারধরের শিকার হওয়া জাতীয় দলের সাবেক গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নকে বেশি ভোগাচ্ছে মানসিক কষ্ট। 

পল্লবীতে জাতীয় দলের সাবেক ফুটবলার বন্ধু বেলাল আহমেদের বাসায় যাওয়ার পথে গতকাল বেসরকারি এক টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের হাতে  মারধরের শিকার হন নুরুজ্জামান নয়ন। সদ্য শেষ হওয়া সাফে জাতীয় দলের গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। গাড়ির লুকিং গ্লাস ভাঙাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডায় জড়ান দুজনে। এরপর সেই ব্যক্তিসহ চার-পাঁচজন তাঁকে প্রচণ্ড মারধর করেছেন বলে দাবি নুরুজ্জামানের। 

কিল-ঘুষির সঙ্গে মারধরের একপর্যায়ে তাঁকে লাঠি দিয়েও প্রহার করা হয়েছে বলে আজকের পত্রিকাকে জানালেন নুরুজ্জামান, ‘বাকি যারা মেরেছে তাদের চেহারা আমি মনে করতে পারছি না। আমি শুধু অবাক হয়ে দেখেছি, একজন সাংবাদিক তার গলায় প্রতিষ্ঠানের আইডি কার্ড ঝুলিয়ে আমার গায়ে হাত তুলছেন! গাড়ির গ্লাস ভাঙার পর যেকোনো সাধারণ নাগরিক প্রতিক্রিয়া দেখাতে পারেন, তাই বলে তিনি কী এভাবে কারও গায়ে হাত তুলতে পারেন? সারা রাত শুধু এই দৃশ্য আমার চোখে ভেসেছে। এই আঘাত বাংলাদেশের ফুটবলের ওপর আঘাত। আমি জানি না এই ব্যথার কোনো প্রতিষেধক আছে কিনা।’ 

এই হামলার বিচারের দাবি জানিয়ে নুরুজ্জামানের বন্ধু-সতীর্থ বেলাল আহমেদ বলেছেন, ‘আমরা সাবেক ফুটবলাররা এই হামলার কঠোর বিচার চাই। হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সেই টেলিভিশন চ্যানেলকে ফুটবলাররা বয়কট করবে।’

অভিযুক্তকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করেছে তার প্রতিষ্ঠান। করা হয়েছে তদন্ত কমিটি। গতকাল রাতেই মিরপুর থানায় মামলা করেছেন নুরুজ্জামানসহ জাতীয় দলের সাবেক কয়েকজন ফুটবলার। অভিযুক্তের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

বাংলাদেশ ঘরোয়া ফুটবল দল বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচের দায়িত্বে আছেন নুরুজ্জামান। ছিলেন সাফের কোচিং প্যানেলেও। লেভেল ‘টু’ সম্পন্ন করা নুরুজ্জামান বাংলাদেশের সর্বোচ্চ সনদ পাওয়া গোলরক্ষক কোচ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত