খেলার মাঠে তো কত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। খেলোয়াড়দের ওপর ভক্ত-সমর্থকদের অতর্কিত আক্রমণ, খেলোয়াড় ও ভক্তদের মৃত্যু—এমন ঘটনায় ম্যাচও বাতিল হয়ে যায়। গতকাল আর্জেন্টিনায় এক ভক্তের মৃত্যুতে খেলা বাতিল হয়ে যায়।
গতকাল বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনা প্রিমেইরা ডিভিশন ম্যাচে মুখোমুখি হয় রিভার প্লেট-ডিফেন্সা ওয়াই জাস্টিসিয়া। স্টেডিয়ামের সিভোরি আলটা গ্রান্ডস্ট্যান্ড থেকে এক ভক্ত পড়ে ঘটনাস্থলে মারা গেছেন। রিভার প্লেট কর্মকর্তারা ভক্তের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে তদন্ত চলছে। পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী আসার পর রেফারি ফার্নান্দে রাপালিনি ম্যাচ বাতিল ঘোষণা করেন। এক বিবৃতিতে রিভারপ্লেট ক্লাব বলেছে, ‘সিভোরি আলটা গ্রান্ডস্ট্যান্ডে ধারণক্ষমতার ৯০ শতাংশ দর্শক সেখানে ছিলেন। তিনি পড়ে যাওয়ার সময় তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না। এটাও নিশ্চিত যে গ্যালারিতে কোনো সহিংস পরিস্থিতি ছিল না। মেডিক্যাল সেবা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। একই সঙ্গে পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীও সেখানে গিয়েছিল।’ ভক্তের নাম পাবলো মার্সেলো সেরানো বলে পরে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিভার প্লেট। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়েছে ক্লাবটি। আর সমান ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে ডিফেন্সা ওয়াই জাস্টিসিয়া।
খেলার মাঠে তো কত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। খেলোয়াড়দের ওপর ভক্ত-সমর্থকদের অতর্কিত আক্রমণ, খেলোয়াড় ও ভক্তদের মৃত্যু—এমন ঘটনায় ম্যাচও বাতিল হয়ে যায়। গতকাল আর্জেন্টিনায় এক ভক্তের মৃত্যুতে খেলা বাতিল হয়ে যায়।
গতকাল বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনা প্রিমেইরা ডিভিশন ম্যাচে মুখোমুখি হয় রিভার প্লেট-ডিফেন্সা ওয়াই জাস্টিসিয়া। স্টেডিয়ামের সিভোরি আলটা গ্রান্ডস্ট্যান্ড থেকে এক ভক্ত পড়ে ঘটনাস্থলে মারা গেছেন। রিভার প্লেট কর্মকর্তারা ভক্তের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে তদন্ত চলছে। পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী আসার পর রেফারি ফার্নান্দে রাপালিনি ম্যাচ বাতিল ঘোষণা করেন। এক বিবৃতিতে রিভারপ্লেট ক্লাব বলেছে, ‘সিভোরি আলটা গ্রান্ডস্ট্যান্ডে ধারণক্ষমতার ৯০ শতাংশ দর্শক সেখানে ছিলেন। তিনি পড়ে যাওয়ার সময় তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না। এটাও নিশ্চিত যে গ্যালারিতে কোনো সহিংস পরিস্থিতি ছিল না। মেডিক্যাল সেবা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। একই সঙ্গে পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীও সেখানে গিয়েছিল।’ ভক্তের নাম পাবলো মার্সেলো সেরানো বলে পরে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিভার প্লেট। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়েছে ক্লাবটি। আর সমান ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে ডিফেন্সা ওয়াই জাস্টিসিয়া।
লন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট শেষ মুহূর্তে অনেক রোমাঞ্চ ছড়িয়েছে। গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করল ভারত।
৩৮ মিনিট আগেএশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ হয়ে গেছে কদিন আগেই। ৩৫ দিন পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপের আগে এই সময় যথেষ্ট মনে হলেও এখনই বড় দুশ্চিন্তায় পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল।
১ ঘণ্টা আগেগাস অ্যাটকিনসন বোল্ড হতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে তখন প্রশংসার বাণী শোনাচ্ছেন ধারাভাষ্যকার মাইকেল আথারটন। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ বাঁচিয়েছে ভারত।
২ ঘণ্টা আগেবয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
৩ ঘণ্টা আগে