নতুন নিয়মে চ্যাম্পিয়নস লিগ আয়োজনের ঘোষণা গত বছরের ভিয়েনায় জানিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। সে সময়ই জানা গিয়েছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ৩২ দলের পরিবর্তে ৩৬ দলে হবে।
নতুন ফরম্যাট বাস্তবায়নের জন্য উয়েফা কাজও শুরু করে দিয়েছে। গতকাল জানা গেছে, ৩৬ দলের লিগ আয়োজন করার জন্য ইউরোপীয় দেশগুলো সব ফেডারেশনকে চিঠি দিয়েছে সংস্থাটি। কীভাবে টুর্নামেন্টের খেলা হবে তার ব্যাখ্যা রয়েছে চিঠিতে। যদিও আগে থেকেই অনেকটা স্বচ্ছ ধারণা জানিয়েই দিয়েছিল উয়েফা। এবার আনুষ্ঠানিকভাবে ফেডারেশনকে জানিয়ে দিল।
৩৬ দলের টুর্নামেন্ট শুরু হবে ২০২৪–২৫ মৌসুম থেকে। এই সংস্করণ থেকে থাকবে না কোনো গ্রুপ পর্ব। প্রতিটি দল হোম ও অ্যাওয়ে মিলিয়ে ৮টি করে ম্যাচ খেলবে নকআউট পর্বের আগে। প্রতিটি ফেডারেশন নিজেদের শীর্ষ লিগ থেকে সর্বোচ্চ ৫ দলের নাম পাঠাতে পারবে। এতে করে ছোট দলগুলো শীর্ষ টুর্নামেন্টে খেলার দুর্দান্ত সুযোগ পাচ্ছে। যেমন দিনামো জাগরেব, শাখতার দোনেৎস্কের মতো ক্লাবগুলো প্রতি মৌসুমে খেলার সুযোগ পাবে। তাদের জন্য এটা অনেকটা উপহার উয়েফার।
নতুন ৪ ক্লাব কীভাবে বাছাই করা হবে চিঠিতে সেই ব্যাখ্যা দিয়েছে উয়েফা। নতুন নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন হওয়া দলের লিগ থেকে একটা দল বাড়তি খেলার সুযোগ পাবে। আরেকটি দল নেওয়া হবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। গত পাঁচ বছরের হিসাব অনুযায়ী, যে লিগ উয়েফা র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকবে, সেই লিগ থেকে বাড়তি একটি ক্লাব যুক্ত হবে। আর বাকি দুটি জায়গা পূরণ হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে। সর্বশেষ মৌসুমে উয়েফা আয়োজিত অন্য প্রতিযোগিতায় ভালো খেলেছে, কিন্তু চ্যাম্পিয়নস লিগে সুযোগ পায়নি, সেখান থেকে দুই ক্লাব মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সুযোগ পাবে।
৩৬ দলের চ্যাম্পিয়নস লিগের নিয়মসমূহ—
কোনো গ্রুপপর্ব থাকবে না।
দল বাড়ায় বাছাইপর্বসহ ম্যাচের সংখ্যা বাড়বে ১০০ টি।
শীর্ষ ৮ দল সরাসরি শেষ ষোলোয় খেলবে।
বাকি ৮ দল আসবে ৯ম থেকে ২৪ তম দল দুই লেগের বাছাইপর্ব খেলে।
মঙ্গলবার, বুধবারের সঙ্গে বৃহস্পতিবারও খেলা হবে।
নতুন নিয়মে চ্যাম্পিয়নস লিগ আয়োজনের ঘোষণা গত বছরের ভিয়েনায় জানিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। সে সময়ই জানা গিয়েছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ৩২ দলের পরিবর্তে ৩৬ দলে হবে।
নতুন ফরম্যাট বাস্তবায়নের জন্য উয়েফা কাজও শুরু করে দিয়েছে। গতকাল জানা গেছে, ৩৬ দলের লিগ আয়োজন করার জন্য ইউরোপীয় দেশগুলো সব ফেডারেশনকে চিঠি দিয়েছে সংস্থাটি। কীভাবে টুর্নামেন্টের খেলা হবে তার ব্যাখ্যা রয়েছে চিঠিতে। যদিও আগে থেকেই অনেকটা স্বচ্ছ ধারণা জানিয়েই দিয়েছিল উয়েফা। এবার আনুষ্ঠানিকভাবে ফেডারেশনকে জানিয়ে দিল।
৩৬ দলের টুর্নামেন্ট শুরু হবে ২০২৪–২৫ মৌসুম থেকে। এই সংস্করণ থেকে থাকবে না কোনো গ্রুপ পর্ব। প্রতিটি দল হোম ও অ্যাওয়ে মিলিয়ে ৮টি করে ম্যাচ খেলবে নকআউট পর্বের আগে। প্রতিটি ফেডারেশন নিজেদের শীর্ষ লিগ থেকে সর্বোচ্চ ৫ দলের নাম পাঠাতে পারবে। এতে করে ছোট দলগুলো শীর্ষ টুর্নামেন্টে খেলার দুর্দান্ত সুযোগ পাচ্ছে। যেমন দিনামো জাগরেব, শাখতার দোনেৎস্কের মতো ক্লাবগুলো প্রতি মৌসুমে খেলার সুযোগ পাবে। তাদের জন্য এটা অনেকটা উপহার উয়েফার।
নতুন ৪ ক্লাব কীভাবে বাছাই করা হবে চিঠিতে সেই ব্যাখ্যা দিয়েছে উয়েফা। নতুন নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন হওয়া দলের লিগ থেকে একটা দল বাড়তি খেলার সুযোগ পাবে। আরেকটি দল নেওয়া হবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। গত পাঁচ বছরের হিসাব অনুযায়ী, যে লিগ উয়েফা র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকবে, সেই লিগ থেকে বাড়তি একটি ক্লাব যুক্ত হবে। আর বাকি দুটি জায়গা পূরণ হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে। সর্বশেষ মৌসুমে উয়েফা আয়োজিত অন্য প্রতিযোগিতায় ভালো খেলেছে, কিন্তু চ্যাম্পিয়নস লিগে সুযোগ পায়নি, সেখান থেকে দুই ক্লাব মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সুযোগ পাবে।
৩৬ দলের চ্যাম্পিয়নস লিগের নিয়মসমূহ—
কোনো গ্রুপপর্ব থাকবে না।
দল বাড়ায় বাছাইপর্বসহ ম্যাচের সংখ্যা বাড়বে ১০০ টি।
শীর্ষ ৮ দল সরাসরি শেষ ষোলোয় খেলবে।
বাকি ৮ দল আসবে ৯ম থেকে ২৪ তম দল দুই লেগের বাছাইপর্ব খেলে।
মঙ্গলবার, বুধবারের সঙ্গে বৃহস্পতিবারও খেলা হবে।
এবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে