Ajker Patrika

কে জিতবেন সোনার বুট

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৩: ৩৫
কে জিতবেন সোনার বুট

বিশ্বকাপ বিরতির পর জমে উঠেছে ক্লাব ফুটবলের লড়াই। অর্ধেক পথ পাড়ি দেওয়া ইউরোপিয়ান ফুটবলের এই মৌসুমে বলার সুযোগ নেই বিশ্বের শীর্ষ পাঁচ লিগের শিরোপা কোন কোন দল জিততে যাচ্ছে। তবে এখনই জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে কে জিততে পারেন এবার সোনার বুট। ১৯৬৭-৬৮ মৌসুম থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। সেবার বেনফিকার হয়ে পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিও জিতেছিলেন মর্যাদাপূর্ণ পুরস্কারটি। সবচেয়ে বেশি ছয়বার জিতেছেন লিওনেল মেসি।

গোল্ডেন বুট পাওয়ার নিয়ম
ইউরোপিয়ান ফুটবলে প্রতিটি লিগ নিজ নিজ লিগের শীর্ষ গোলদাতাদের পুরস্কৃত করে থাকে। আবার সব লিগ মিলিয়ে গোল করে পাওয়া সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ফুটবলারই পান গোল্ডেন বুট। সোনার বুটের এই লড়াই মূলত সীমাবদ্ধ থাকে ইউরোপীয় শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যেই। এসব লিগের ফুটবলাররা প্রতি গোলে পান পূর্ণ ২ পয়েন্ট। এই পাঁচটির বাইরে লিগে গোলপ্রতি পয়েন্ট ১.৫ কিংবা ১। গোলপ্রতি পয়েন্টের তারতম্য থাকায় ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে কারও পক্ষে ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতা প্রায় অসম্ভব।

 পয়েন্টের হিসাবে সবচেয়ে এগিয়ে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। তিনি এখন পর্যন্ত মৌসুমে ২১ গোল করে পেয়েছেন ৪২ পয়েন্ট। দুইয়ে থাকা বার্সেলোনার পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেভানডফস্কির গোল ১৩টি, তাঁর পয়েন্ট ২৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত