Ajker Patrika

আর্জেন্টিনার আলভারেজের এবার কোয়াড্রপল জয়ের সুযোগ

আপডেট : ১৮ মে ২০২৩, ১৫: ০২
আর্জেন্টিনার আলভারেজের এবার কোয়াড্রপল জয়ের সুযোগ

সবকিছু হাতের মুঠোয়, এখন পকেটে পোরার সময় ম্যানচেস্টার সিটির। এ মৌসুমে ‘ট্রেবল’ শিরোপাজয়ের দুর্দান্ত সুযোগ তাদের সামনে। এফএ কাপের ফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। গতকাল রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছে তারা। 

আর লিগের শুরুতে পিছিয়ে পড়লেও এখন অনেকটাই নিশ্চিত শিরোপা সিটিজেনদের কাছেই থাকছে। তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট পেলেই টানা তিনবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবে তারা। আর ক্লাবের ট্রেবল হলে জুলিয়ান আলভারেজ ‘কোয়াড্রপল’ জিতবেন। 

এক মৌসুমে চার মেজর শিরোপা জিতলে তাঁকে বলা হয় কোয়াড্রপল। ক্লাবের যেহেতু ট্রেবল জয়ের সুযোগ রয়েছে, সেই হিসাবে আলভারেজের বিশ্বকাপের ট্রফি যোগ করে দিলে কোয়াড্রপল হচ্ছে। এ ছাড়া লিগের মৌসুমের মধ্যে বিশ্বকাপের সময়টাও পড়েছে। 

এখন অপেক্ষা শুধু দুই দুইয়ে চার হওয়ার। ক্লাবের সঙ্গে আলভারেজও চাইবেন সুযোগটা হাতছাড়া না করতে। যেমনটি গতকাল রিয়ালের বিপক্ষেও করলেন না আর্জেন্টাইন তারকা। যখন আর্লিং হালান্ডের বদলি নামলেন, তখন দলের জয়টা নিশ্চিতই ছিল। কিন্তু এতে হয়তো মন ভরেনি সিটি স্ট্রাইকারের। বদলি নেমেছি গোল করব না, তা কি হয়! ৮৯ মিনিটে বদলি নামার ২ মিনিট পরেই সুযোগ পেয়ে গোল করলেন তিনি। ম্যাচের যোগ করা সময়ে গোল করে নিজে উল্লাস করলেন আর রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তায়সহ তাঁর সতীর্থদের কষ্টটা আরও বাড়িয়ে দিলেন। 

গোলটি করে একটি রেকর্ডও গড়েছেন আলভারেজ। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গোল করা আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। ২৩ বছর ৩ মাস ১৭ দিনে কীর্তিটি গড়েছেন উদীয়মান এই তারকা। রেকর্ডটি গড়তে পেছনে ফেলেছেন স্বদেশি লিওনেল মেসিকে। ২০১১ সালে রিয়ালের বিপক্ষেই রেকর্ডটি গড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়কও। সেদিন ২৩ বছর ১০ মাস ৩ দিন বয়সে সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে রেকর্ডটি গড়েছিলেন তিনি। 

এবার চ্যাম্পিয়নস লিগ জিতলে মেসিসহ আরও অনেক আর্জেন্টাইন তারকাকে ছাড়িয়ে যাবেন আলভারেজ। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে কোপা লিবার্তোদোরেস, বিশ্বকাপ ও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জিতবেন তিনি। সেই সুযোগ ১০ জুন ইস্তাম্বুলে পাচ্ছেন সিটি স্ট্রাইকার। ফাইনালে প্রতিপক্ষ ইন্টার মিলান। এর আগে এই রেকর্ড আছে চারজন ব্রাজিলিয়ানের। তাঁরা হচ্ছেন—রোনালদিনহো, কাফু, দিদা ও রকি জুনিয়র। সঙ্গে একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জেতা ১০তম খেলোয়াড় হবেন তিনি। 

আর চ্যাম্পিয়নস লিগের সঙ্গে বাকিগুলো জিততে পারলে তো কোয়াড্রপলই নিশ্চিত হবে আলভারেজের। শুরুটা হবে প্রিমিয়ার লিগ দিয়েই। আগামী ২১ মে নিজেদের মাঠে চেলসিকে হারাতে পারলেই লিগ শিরোপা তাঁদের ঘরে আবারও থাকবে। আর সেদিন না হলেও ২৫ ও ২৮ মে সিটির শিরোপা উদ্‌যাপনের সুযোগ থাকছেই। ম্যানসিটির ট্রেবলের পরের লক্ষ্য হচ্ছে এফএ কাপ। ৩ জুন হতে যাওয়া ফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। সবকিছু ঠিকঠাক হলে সিটির ট্রেবলের সঙ্গে নিশ্চিত হবে আলভারেজের কোয়াড্রপলও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত