সবকিছু হাতের মুঠোয়, এখন পকেটে পোরার সময় ম্যানচেস্টার সিটির। এ মৌসুমে ‘ট্রেবল’ শিরোপাজয়ের দুর্দান্ত সুযোগ তাদের সামনে। এফএ কাপের ফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। গতকাল রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছে তারা।
আর লিগের শুরুতে পিছিয়ে পড়লেও এখন অনেকটাই নিশ্চিত শিরোপা সিটিজেনদের কাছেই থাকছে। তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট পেলেই টানা তিনবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবে তারা। আর ক্লাবের ট্রেবল হলে জুলিয়ান আলভারেজ ‘কোয়াড্রপল’ জিতবেন।
এক মৌসুমে চার মেজর শিরোপা জিতলে তাঁকে বলা হয় কোয়াড্রপল। ক্লাবের যেহেতু ট্রেবল জয়ের সুযোগ রয়েছে, সেই হিসাবে আলভারেজের বিশ্বকাপের ট্রফি যোগ করে দিলে কোয়াড্রপল হচ্ছে। এ ছাড়া লিগের মৌসুমের মধ্যে বিশ্বকাপের সময়টাও পড়েছে।
এখন অপেক্ষা শুধু দুই দুইয়ে চার হওয়ার। ক্লাবের সঙ্গে আলভারেজও চাইবেন সুযোগটা হাতছাড়া না করতে। যেমনটি গতকাল রিয়ালের বিপক্ষেও করলেন না আর্জেন্টাইন তারকা। যখন আর্লিং হালান্ডের বদলি নামলেন, তখন দলের জয়টা নিশ্চিতই ছিল। কিন্তু এতে হয়তো মন ভরেনি সিটি স্ট্রাইকারের। বদলি নেমেছি গোল করব না, তা কি হয়! ৮৯ মিনিটে বদলি নামার ২ মিনিট পরেই সুযোগ পেয়ে গোল করলেন তিনি। ম্যাচের যোগ করা সময়ে গোল করে নিজে উল্লাস করলেন আর রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তায়সহ তাঁর সতীর্থদের কষ্টটা আরও বাড়িয়ে দিলেন।
গোলটি করে একটি রেকর্ডও গড়েছেন আলভারেজ। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গোল করা আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। ২৩ বছর ৩ মাস ১৭ দিনে কীর্তিটি গড়েছেন উদীয়মান এই তারকা। রেকর্ডটি গড়তে পেছনে ফেলেছেন স্বদেশি লিওনেল মেসিকে। ২০১১ সালে রিয়ালের বিপক্ষেই রেকর্ডটি গড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়কও। সেদিন ২৩ বছর ১০ মাস ৩ দিন বয়সে সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
এবার চ্যাম্পিয়নস লিগ জিতলে মেসিসহ আরও অনেক আর্জেন্টাইন তারকাকে ছাড়িয়ে যাবেন আলভারেজ। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে কোপা লিবার্তোদোরেস, বিশ্বকাপ ও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জিতবেন তিনি। সেই সুযোগ ১০ জুন ইস্তাম্বুলে পাচ্ছেন সিটি স্ট্রাইকার। ফাইনালে প্রতিপক্ষ ইন্টার মিলান। এর আগে এই রেকর্ড আছে চারজন ব্রাজিলিয়ানের। তাঁরা হচ্ছেন—রোনালদিনহো, কাফু, দিদা ও রকি জুনিয়র। সঙ্গে একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জেতা ১০তম খেলোয়াড় হবেন তিনি।
আর চ্যাম্পিয়নস লিগের সঙ্গে বাকিগুলো জিততে পারলে তো কোয়াড্রপলই নিশ্চিত হবে আলভারেজের। শুরুটা হবে প্রিমিয়ার লিগ দিয়েই। আগামী ২১ মে নিজেদের মাঠে চেলসিকে হারাতে পারলেই লিগ শিরোপা তাঁদের ঘরে আবারও থাকবে। আর সেদিন না হলেও ২৫ ও ২৮ মে সিটির শিরোপা উদ্যাপনের সুযোগ থাকছেই। ম্যানসিটির ট্রেবলের পরের লক্ষ্য হচ্ছে এফএ কাপ। ৩ জুন হতে যাওয়া ফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। সবকিছু ঠিকঠাক হলে সিটির ট্রেবলের সঙ্গে নিশ্চিত হবে আলভারেজের কোয়াড্রপলও।
সবকিছু হাতের মুঠোয়, এখন পকেটে পোরার সময় ম্যানচেস্টার সিটির। এ মৌসুমে ‘ট্রেবল’ শিরোপাজয়ের দুর্দান্ত সুযোগ তাদের সামনে। এফএ কাপের ফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। গতকাল রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছে তারা।
আর লিগের শুরুতে পিছিয়ে পড়লেও এখন অনেকটাই নিশ্চিত শিরোপা সিটিজেনদের কাছেই থাকছে। তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট পেলেই টানা তিনবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবে তারা। আর ক্লাবের ট্রেবল হলে জুলিয়ান আলভারেজ ‘কোয়াড্রপল’ জিতবেন।
এক মৌসুমে চার মেজর শিরোপা জিতলে তাঁকে বলা হয় কোয়াড্রপল। ক্লাবের যেহেতু ট্রেবল জয়ের সুযোগ রয়েছে, সেই হিসাবে আলভারেজের বিশ্বকাপের ট্রফি যোগ করে দিলে কোয়াড্রপল হচ্ছে। এ ছাড়া লিগের মৌসুমের মধ্যে বিশ্বকাপের সময়টাও পড়েছে।
এখন অপেক্ষা শুধু দুই দুইয়ে চার হওয়ার। ক্লাবের সঙ্গে আলভারেজও চাইবেন সুযোগটা হাতছাড়া না করতে। যেমনটি গতকাল রিয়ালের বিপক্ষেও করলেন না আর্জেন্টাইন তারকা। যখন আর্লিং হালান্ডের বদলি নামলেন, তখন দলের জয়টা নিশ্চিতই ছিল। কিন্তু এতে হয়তো মন ভরেনি সিটি স্ট্রাইকারের। বদলি নেমেছি গোল করব না, তা কি হয়! ৮৯ মিনিটে বদলি নামার ২ মিনিট পরেই সুযোগ পেয়ে গোল করলেন তিনি। ম্যাচের যোগ করা সময়ে গোল করে নিজে উল্লাস করলেন আর রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তায়সহ তাঁর সতীর্থদের কষ্টটা আরও বাড়িয়ে দিলেন।
গোলটি করে একটি রেকর্ডও গড়েছেন আলভারেজ। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গোল করা আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। ২৩ বছর ৩ মাস ১৭ দিনে কীর্তিটি গড়েছেন উদীয়মান এই তারকা। রেকর্ডটি গড়তে পেছনে ফেলেছেন স্বদেশি লিওনেল মেসিকে। ২০১১ সালে রিয়ালের বিপক্ষেই রেকর্ডটি গড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়কও। সেদিন ২৩ বছর ১০ মাস ৩ দিন বয়সে সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
এবার চ্যাম্পিয়নস লিগ জিতলে মেসিসহ আরও অনেক আর্জেন্টাইন তারকাকে ছাড়িয়ে যাবেন আলভারেজ। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে কোপা লিবার্তোদোরেস, বিশ্বকাপ ও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জিতবেন তিনি। সেই সুযোগ ১০ জুন ইস্তাম্বুলে পাচ্ছেন সিটি স্ট্রাইকার। ফাইনালে প্রতিপক্ষ ইন্টার মিলান। এর আগে এই রেকর্ড আছে চারজন ব্রাজিলিয়ানের। তাঁরা হচ্ছেন—রোনালদিনহো, কাফু, দিদা ও রকি জুনিয়র। সঙ্গে একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জেতা ১০তম খেলোয়াড় হবেন তিনি।
আর চ্যাম্পিয়নস লিগের সঙ্গে বাকিগুলো জিততে পারলে তো কোয়াড্রপলই নিশ্চিত হবে আলভারেজের। শুরুটা হবে প্রিমিয়ার লিগ দিয়েই। আগামী ২১ মে নিজেদের মাঠে চেলসিকে হারাতে পারলেই লিগ শিরোপা তাঁদের ঘরে আবারও থাকবে। আর সেদিন না হলেও ২৫ ও ২৮ মে সিটির শিরোপা উদ্যাপনের সুযোগ থাকছেই। ম্যানসিটির ট্রেবলের পরের লক্ষ্য হচ্ছে এফএ কাপ। ৩ জুন হতে যাওয়া ফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। সবকিছু ঠিকঠাক হলে সিটির ট্রেবলের সঙ্গে নিশ্চিত হবে আলভারেজের কোয়াড্রপলও।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩৭ মিনিট আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
২ ঘণ্টা আগেপ্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। নিজে না খেললেও সতীর্থদের খেলা দেখছেন, সুযোগ পেলে দিচ্ছেন পরামর্শও।
৩ ঘণ্টা আগেপাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডের খ্যাতি রয়েছে। বিশেষ করে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারে হার্ড হিটিং করতে যে টেকনিক দরকার, সেটা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শেখাচ্ছেন উড। শিগগিরই এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে আসবেন বলে শোনা যাচ্ছে।
৪ ঘণ্টা আগে