ক্রীড়া ডেস্ক
গত কয়েক বছর ধরেই চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ রাউন্ডে দেখা হচ্ছে দুই দলের। যেখানে কখনো ম্যানচেস্টার সিটি নাটকীয়ভাবে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় আবার রিয়াল কখনো ম্যানসিটিকে। ইউরোপ-সেরার এই দৌড়ে নতুন ফরম্যাটেও দেখা হতে পারে দুই দলের।
শুক্রবার শেষ হয়েছে ৩৬ দলের লিগ পর্ব। সেখান থেকে রিয়াল ও সিটি প্লেঅফ একে অপরের মুখোমুখি হতে পারে। আজ বিকেল ৫টায় সেই রাউন্ডের ড্র। এরপরই নিশ্চিত হয়ে যাবে প্রতিপক্ষ। তবে নতুন পদ্ধতিতে প্লে অফের টিকিট পাওয়া দলগুলো তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আগেই জেনে গেছে। এই যেমন রিয়াল হয় ম্যানসিটি না হয় সেল্টিককে পাবে। আবার বায়ার্ন মিউনিখ হয় ম্যানসিটি না হয় সেল্টিককে প্রতিপক্ষ হিসেবে পাবে।
যদিও এমন পদ্ধতিতে মোটেও খুশি নন সিটির কোচ পেপ গার্দিওলা। একে তো বাজে সময় যাচ্ছে দলটির। তার ওপর সিটি শেষ রাউন্ড শুরু করে ২৫তম স্থানে থেকে। শেষ পর্যন্ত আট ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ২২তম হয়ে প্রথম পর্ব শেষ করে তারা। যেটা মোটেও আশা করেননি পেপ। তাই তো ব্রুজের বিপক্ষে জয়ের পর এই কাতালান কোচ বললেন, ‘আমার এটা (চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট) পছন্দ নয়। কারণ আমরা অনেক ভুগেছি। আমরা খাদের কিনারে ছিলাম, ৪৫ মিনিট বাকি ছিল। এটা আমার ও খেলোয়াড়দের জন্য অসাধারণ একটি শিক্ষা যে কোনো কিছুই নিশ্চিত ধরে নেওয়া যায় না।’
এ দিকে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও যে খুশি তেমন নয়। গত মৌসুমে তারা এই সিটির সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। যেখানে দুই লেগ মিলিয়ে টাইব্রেকার বাধা টপকে সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল। তার আগের মৌসুমে আবার সেমিফাইনালে রিয়ালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল সিটিজেনরা। গত দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তাদের এমন প্রতিদ্বন্দ্বিতার পর এবার আর সিটিকে প্রতিপক্ষ হিসেবে নকআউটে চাননি আনচেলত্তি। প্রতিপক্ষ হিসেবে সেল্টিককে পেলেই যে বেশি খুশি হবেন, তা রাখঢাক না রেখেই বলেছেন রিয়াল কোচ, ‘সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনা বেশি (সেল্টিকের তুলনায়)। সিটিকে পেলে তাই আমাদের কাজ বেশি কঠিন হবে। সিটির বিপক্ষে খেলতে আমরা পছন্দ করি না। তবে যদি খেলতেই হয়, অন্য সময়গুলোর মতোই আমরা মাঠে নামব।’
গত কয়েক বছর ধরেই চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ রাউন্ডে দেখা হচ্ছে দুই দলের। যেখানে কখনো ম্যানচেস্টার সিটি নাটকীয়ভাবে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় আবার রিয়াল কখনো ম্যানসিটিকে। ইউরোপ-সেরার এই দৌড়ে নতুন ফরম্যাটেও দেখা হতে পারে দুই দলের।
শুক্রবার শেষ হয়েছে ৩৬ দলের লিগ পর্ব। সেখান থেকে রিয়াল ও সিটি প্লেঅফ একে অপরের মুখোমুখি হতে পারে। আজ বিকেল ৫টায় সেই রাউন্ডের ড্র। এরপরই নিশ্চিত হয়ে যাবে প্রতিপক্ষ। তবে নতুন পদ্ধতিতে প্লে অফের টিকিট পাওয়া দলগুলো তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আগেই জেনে গেছে। এই যেমন রিয়াল হয় ম্যানসিটি না হয় সেল্টিককে পাবে। আবার বায়ার্ন মিউনিখ হয় ম্যানসিটি না হয় সেল্টিককে প্রতিপক্ষ হিসেবে পাবে।
যদিও এমন পদ্ধতিতে মোটেও খুশি নন সিটির কোচ পেপ গার্দিওলা। একে তো বাজে সময় যাচ্ছে দলটির। তার ওপর সিটি শেষ রাউন্ড শুরু করে ২৫তম স্থানে থেকে। শেষ পর্যন্ত আট ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ২২তম হয়ে প্রথম পর্ব শেষ করে তারা। যেটা মোটেও আশা করেননি পেপ। তাই তো ব্রুজের বিপক্ষে জয়ের পর এই কাতালান কোচ বললেন, ‘আমার এটা (চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট) পছন্দ নয়। কারণ আমরা অনেক ভুগেছি। আমরা খাদের কিনারে ছিলাম, ৪৫ মিনিট বাকি ছিল। এটা আমার ও খেলোয়াড়দের জন্য অসাধারণ একটি শিক্ষা যে কোনো কিছুই নিশ্চিত ধরে নেওয়া যায় না।’
এ দিকে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও যে খুশি তেমন নয়। গত মৌসুমে তারা এই সিটির সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। যেখানে দুই লেগ মিলিয়ে টাইব্রেকার বাধা টপকে সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল। তার আগের মৌসুমে আবার সেমিফাইনালে রিয়ালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল সিটিজেনরা। গত দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তাদের এমন প্রতিদ্বন্দ্বিতার পর এবার আর সিটিকে প্রতিপক্ষ হিসেবে নকআউটে চাননি আনচেলত্তি। প্রতিপক্ষ হিসেবে সেল্টিককে পেলেই যে বেশি খুশি হবেন, তা রাখঢাক না রেখেই বলেছেন রিয়াল কোচ, ‘সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনা বেশি (সেল্টিকের তুলনায়)। সিটিকে পেলে তাই আমাদের কাজ বেশি কঠিন হবে। সিটির বিপক্ষে খেলতে আমরা পছন্দ করি না। তবে যদি খেলতেই হয়, অন্য সময়গুলোর মতোই আমরা মাঠে নামব।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১২ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১২ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৪ ঘণ্টা আগে