Ajker Patrika

শেষ মুহূর্তে গোল হজম ফয়সালদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৫৭
Thumbnail image

৯০ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রাখতে পারলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। আজ সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে ১-০ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর দল। 

২২ সেপ্টেম্বর একই মাঠে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে কদিন আগে বাংলাদেশ জাতীয় দল ভুটানের সঙ্গে ঠিক একই সময় গোল খেয়ে হেরেছিল। গতকাল যেন সেই ভূতই ভর করল ফয়সালদের ঘাড়ে।

এ দিন প্রথমার্ধে ম্যাচের পাঁচ মিনিটেই আক্রমণে উঠে বাংলাদেশ। যদিও সেই আক্রমণ ভারতের রক্ষণ দেয়ালে আটকা পড়ে। এরপর থেমে থেমে আক্রমণ চালিয়ে যায় তারা। তবে ম্যাচের সময় যত গড়ায়, নিজেদের গুছিয়ে নেয় ভারত। তাদের বেশ কয়েকটি পাল্টা আক্রমণ বাংলাদেশের ডি-বক্সে ভয় ছড়ায়। তুলনামূলক বিচারে প্রথম ৪৫ মিনিট ভারতের চেয়ে বাংলাদেশই ভালো ফুটবল খেলেছে। কেবল সফলতার নাগালটাই পায়নি ফরোয়ার্ডরা।

দ্বিতীয়ার্ধে আবার ভারত আক্রমণের ধার বাড়িয়ে দেয়। নিয়মিত আক্রমণ চালিয়ে যায় তারা। ৭০ থেকে ৮০—এই ১০ মিনিটে তিন তিনটি দারুণ সুযোগ নষ্ট করে ভারত। যার মধ্যে গোলরক্ষক নাহিদুল ইসলামের দুটি প্রচেষ্টা ছিল দেখার মতো। শেষ দিকে অনেকটাই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। আর ভারত কৌশলটা একটু বদলে নেয়। ক্রমাগত ক্রস দিয়ে গোল আদায় করার চেষ্টা চালিয়ে যায় তারা। সেই পরিকল্পনায় ভারত সফলতাও পায়। ৯১তম মিনিটে সতীর্থের ক্রসে মাথা ঠুকে বল জালে জড়ান সুমিত শর্মা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত