Ajker Patrika

এগিয়ে থেকেও আর্জেন্টিনার অস্বস্তি ‘অফসাইড’

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৯: ১৭
এগিয়ে থেকেও আর্জেন্টিনার অস্বস্তি ‘অফসাইড’

একটা সময় হতাশ হয়ে দৌড়ানোই ছেড়ে দিলেন লিওনেল মেসি। না দেখেও বুঝে নিলেন, অফসাইডের পতাকা তুলে বসে আছেন সহকারী রেফারি। সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার গলার কাঁটা হয়ে থাকল অফসাইড আর ভিএআর প্রযুক্তি।

কাতার বিশ্বকাপের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের সামনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে সৌদি আরবের বিপক্ষে ১-০ ’তে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার গোল হতে পারত আরও তিনটি। ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে মেসির একটি ও লাউতারো মার্তিনেজের দুটি গোল বাতিল করে দেন রেফারি স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। 

ম্যাচের দ্বিতীয় মিনিটেই মেসির আক্রমণ থেকে দলকে বাঁচান সৌদি গোলরক্ষক মোহামেদ খলিল। আনহেল ডি মারিয়ার পাস থেকে মেসির নেওয়া বাঁ পায়ের শটে গতি না থাকায় রক্ষা সৌদির।

তবে ১০ মিনিটে পেনাল্টিতে এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের ভেতর লিয়ান্দ্রো পারেদেসকে ফেলে দেন সৌদি ডিফেন্ডার আলি আল বুলায়হি। ভিআরের সহায়তা নিয়ে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠান্ডা মাথায় বল জালে জড়াতে ভুল করেননি মেসি। এই গোলে এক নতুন এক মাইলফলকও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। একমাত্র আর্জেন্টাইন হিসেবে চার বিশ্বকাপে গোল করার বিরল অর্জনটা এখন কেবল তাঁরই। 

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

২২ মিনিটেও জালে জড়িয়ে ছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে এই সিদ্ধান্ত বাতিল করে দেন রেফারি। পাঁচ মিনিট পরেই অধিনায়কের মতো আক্ষেপে পুড়েছেন লাউতারো মার্টিনেজ। ২৭ মিনিটে গোল পেলেও ভিএআরের সাহায্যে আর্জেন্টিনাকে আবারও হতাশায় পোড়ান রেফারিরা। ৩৫ মিনিটেও মেসির পাস থেকে মার্তিনেজের গোল বাতিল হয় একই কারণে। সৌদির হাইলাইন ডিফেন্সে বারবার অফসাইডের ফাঁদে পা দেওয়ায় প্রথমার্ধে ব্যবধানটা বড় করতে পারেনি আর্জেন্টিনা। 

আর্জেন্টিনা একাদশ: 
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেহান্দ্রো গোমেজ, লাউতারো মার্তিনেজ আনহেল ডি মারিয়া ও লিওনেল মেসি।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত